Ration Items: রেশনে নতুন জিনিস দেওয়ার সিদ্ধান্ত! গ্রাহকদের জন্য পুজোর ‘উপহার’
আজ পঞ্চমীর দিনে রেশন সামগ্রী (Ration Items) নিয়ে দারুণ সুখবর দিলো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). সমগ্র দেশের মত আমাদের রাজ্যেও কোটি কোটি মানুষ বর্তমানে বিনামূল্যে রেশন (Free Ration) পাচ্ছেন, আর এই রেশন পাওয়ার মাধ্যমে মুলত গরীব ও মধ্যবিত্ত মানুষদের খুবই সুবিধা হচ্ছে। আর এবারে এই নিয়ে এক বড় সিদ্ধান্ত নেওয়া হল।
New Ration Items Provide in Ration Shop
প্রতি বছরই এমনিতে পুজোর মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি রেশন বা কিছু নতুন সামগ্রী (Ration Items) দেওয়া হয়। আর এবার এই পুজোর মাসে বেশি রেশন সামগ্রী দেওয়ার পাশাপাশি নতুন বাড়তি দুটি সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। অক্টোবর মাসে কি কি বাড়তি সামগ্রী দেওয়া হবে চলুন জেনে নিন।
Ration Items List in October
করোনার পর থেকে বিনামূল্যে রেশন সামগ্রী (Ration Items) দিচ্ছে কেন্দ্র সরকার। রাজ্য সরকার গুলো কেন্দ্র সরকারের মত রাজ্যবাসীদের বিনামূল্যে রেশন সামগ্রী দিচ্ছে, এই চাল, আটা দিয়ে অনেক মানুষের সংসার চলে। এই অবস্থায় পুজোর মাসে রেশনে দুটি সামগ্রী বেশি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কোন কার্ডে কত পরিমান রেশন পাওয়া যাবে তার তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে।
অতিরিক্ত কি রেশন সামগ্রী দেওয়া হবে?
যে সব মানুষ আর্থিকভাবে দুর্বল তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য কেন্দ্র ও রাজ্য যৌথ ভাবে মাসে মাসে রেশন সামগ্রী প্রদান করে এবং পুজোর মাসেও দুই সরকারের তরফ থেকে বাড়তি রেশনও দেওয়া হয়। তবে সব কার্ড এই বাড়তি রেশনের সুবিধা পাবে না এই রেশনের সুবিধা পাবে শুধু মাত্র AAY রেশন কার্ডধারীরা। পশ্চিমবঙ্গের খাদ্য দফতরের তরফ থেকে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, অক্টোবর মাসে অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ড হোল্ডাররা চাল ও গমের পাশাপাশি পাবে ময়দা আর চিনি। AAY Ration Card ছাড়া আর কেউ এই সুবিধা পাবে না। আপনার যদি AAY কার্ড থাকে তাহলে আপনি পুজোর মাসে পাবে প্রতি কার্ড পিছু 1 কেজি আটা আর 1 কেজি চিনি। বাজারের থেকে কম দামে পাওয়া যাবে এই ময়দা আর চিনি।
1 কেজি ময়দা মাত্র 30 টাকায় আর 1 কেজি চিনি মাত্র 32 টাকায় পাওয়া যাবে। AAY কার্ডধারীরা এই দুটি বাড়তি রেশনের সুবিধা পাবে 6 অক্টোবর থেকে 6 ই নভেম্বর পর্যন্ত। এরপর থেকে পুরনো নিয়মেই রেশন পাবে AAY কার্ড ধারীরা। পুজোর মাসে কম বেশি সবারই বাড়তি খরচ হয় (Ration Items). সেখানে সরকারের তরফ থেকে রেশনে দুটি বাড়তি সামগ্রী দেওয়ার সিদ্ধান্তে সুবিধা হবে গরিব মানুষদের।
Written by Ananya Chakraborty.