অর্থনীতি

Indian Currency: ২০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত RBI-র! এত নোট সরিয়ে দেওয়া হল

200 টাকার নোট (200 Rupees Indian Currency) তুলে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)! তাহলে কি বাতিল হবে 200 টাকার নোটও? আর এই উৎসবের মরশুম চলাকালীন এই খবর পাওয়ার মাধ্যমে স্বাভাবিক ভাবেই দেশের সকল মানুষদের কপালে চিন্তার ভাঁজ লক্ষ করা যাচ্ছে। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক বাজার থেকে 2000 টাকার নোট তুলে নিয়েছিল।

RBI Recall 200 Rupees Indian Currency Notes

এবার 200 টাকার নোট তুলে নেওয়ার কাজ শুরু করল রিজার্ভ ব্যাঙ্ক। জানা গিয়েছে 137 কোটি টাকার 200 টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক গত 6 মাসে এই সব কাজ শেষ করেছে (Indian Currency). 200 টাকার নোট তুলে নেওয়ার কারনের জনগনের মনে মধ্যে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই ভাবছেন হয়তো 200 টাকার নোট বাতিল হয়ে যাবে।

সত্যি কি 200 টাকার নোট বাতিল?

দেশের জনগনের চিন্তার কারন নেই 200 টাকার নোট বাতিল করছে না রিজার্ভ ব্যাঙ্ক। বাজার থেকে নোট (Indian Currency) তুলে নেওয়ার কারন হল নোট গুলোর খারাপ অবস্থা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে এবার প্রচুর ত্রুটি দেখা গিয়েছে 200 টাকার নোটে। তাই বাজার থেকে 137 কোটি টাকার 200 টাকার নোট বাতিল করতে হয়েছে। এই গুলোর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল।

গত বছর 2023 সালে রিজার্ভ ব্যাঙ্ক 135 কোটি টাকার 200 টাকার নোট বাতিল করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এর কারন ছিল নোট গুলো নোংরা এবং খুব খারাপ অবস্থায় ছিল। তবে 200 টাকার নোটের থেকে 500 টাকার নোটের অবস্থা বেশি খারাপ (Indian Currency). বিষয়টির পরিপ্রেক্ষিতে ব্যাংকিং বিশেষজ্ঞরা জানিয়েছে, 2000 টাকার নোট বাতিলের পর 200 টাকার নোটের ব্যবহার বেড়েছে। তাই এবার 200 টাকার নোট খারাপ হচ্ছে বেশি, তাই সে গুলো তুলে নেওয়া হয়েছে।

Govt Scheme (সরকারি প্রকল্প)

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ নোট হল 500 টাকার নোট (500 Rupees Indian Currency) গত বছর 633 কোটি টাকার 500 টাকার নোট বাতিল করা হয়েছিল। তবে সেই দিক থেকে দেখতে গেলে আমরা যদি চলতি অর্থবর্ষের প্রথমার্ধের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন 500 টাকার নোটের সংখ্যা মাত্র 50% দেখা গিয়েছে। যেখানে 200 টাকার নোটের সংখ্যা বেড়েছে 110 শতাংশ।

প্রতিমাসে ৫০০০ টাকা দিচ্ছে মোদী সরকার! পিএম ইন্টার্নশিপ স্কিমে আবেদন করুন

রিজার্ভ ব্যাঙ্ক তাদের রিপোর্ট এ বলছে, নষ্ট হওয়া নোটের মধ্যে শুধু বড় নোট না ছোট নোটের সংখ্যাও রয়েছে। 5 টাকার 3.7 কোটি টাকার নোট, 10 টাকার 234 কোটি টাকার নোট, 20 টাকার 139 কোটি টাকার নোট, 50 টাকার 190 কোটি টাকার নোট, 100 টাকার 602 কোটি টাকার নোট সরিয়ে নেওয়া হয়েছে। এরফলে বাজারে ক্যাশ টাকার সরবরাহ কমে যায় কিনা সেই দিকেই নজর সকলের।
Written by Ananya Chakraborty.

Related Articles