RBI Announcement: ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুখবর! ঋণ থেকে EMI-র সুদ কমতে চলেছে?
রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে আসতে চলেছে খুশির খবর (RBI Announcement). ব্যাঙ্ক EMI (Equated Monthly Installment) থেকে শুরু করে লোন (Instant Personal Loan) সব ক্ষেত্রে থাকছে দারুন খবর। আর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) তরফে কোন সিদ্ধান্ত নেওয়া হলে দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের এর ফলে উপকার (Repo Rate) হয়।
RBI Announcement for The Citizens of The Country
এই নিয়ে দশম বার তাদের রেপো রেটে কোনো পরিবর্তন করেনি (RBI Announcement). তবে ডিসেম্বর বা ফেব্রুয়ারি মাসে রেপো রেট কমানোর ইঙ্গিত পাওয়া গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর এই MPC ঘোষনায় রেপো রেট কমানোর মঞ্চ সম্পূর্ণ রূপে সেট করেছে। এই ঘোষনা হওয়ার পর থেকেই শেয়ার বাজারে উচ্ছাস দেখা দিয়েছে। NEFT তে 167 পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে। এই দিকে সেনসেক্স 82 হাজার পয়েন্ট অতিক্রম করেছে।
RBI Governor on Repo Rate
রিজার্ভ ব্যাঙ্ক MPC এর 6 জনের মধ্যে 5 জনের রেপো রেটে কোনো পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে। 2023 সালে ফেব্রুয়ারি মাস থেকে রেপো রেটে কোনো পরিবর্তন করা হয়নি। এর আগে 2022 সালের মে মাস থেকে 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট 2.50 শতাংশ বাড়িয়েছিল। এরপরে রেপো রেট পৌছে যায় 6.5 শতাংশে। এখনো পর্যন্ত 6.5 শতাংশ রেপো রেট বজায় আছে (RBI Announcement).
রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা!
ইউরোপিয় সেন্ট্রাল ব্যাঙ্ক এবং ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পরে RBI তাদের নীতি পরিবর্তন করবে বলে আশা করেছিল কিন্তু তা ঘটেনি। এই প্রসঙ্গে তথ্য দেওয়ার সময় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das) জানিয়েছেন, আগামী ত্রৈমাসিকে অর্থনীতি আরো চাঙ্গা হতে পারে (RBI Announcement). দেশের অর্থনীতি তৃতীয় ত্রৈমাসিকে 7.4% হারে বৃদ্ধি পেতে পারে।
এটি আগে ছিল 7.2%. চতুর্থ ত্রৈমাসিকে GDP-র বৃদ্ধি অনুমান করা হয়েছিল 7.4%. এটি আগে ছিল 7.3%. এই দিকে আগামী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশে বৃদ্ধির হার ধরা হয়েছে 7.3%. যা আগে ছিল 7.2%. তবে RBI কোনো পরিবর্তন না করেই চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার 7.2% রেখেছে (RBI Announcement). এই দিকে RBI দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির অনুমান 7.2% কমিয়ে শতাংশ করা হয়েছে।
অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক তৃতীয় ত্রৈমাসিকে মুদ্রাস্ফিতির অনুমান বাড়িয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের মতে, তৃতীয় ত্রৈমাসিকে মুদ্রাস্ফিতির হার 4.8% হতে পারে। আগে এই পরিসংখ্যান অনুমান করা হয়েছিল 4.7%. এই দিকে চতুর্থ ত্রৈমাসিকে মুদ্রাস্ফিতির হার কমেছে 4.2%. এটি আগে ছিল 4.3%. একই সঙ্গে আগামী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হারের অনুমান 4.3 শতাংশে নেমে এসেছে। যা আগে ছিল 4.4. এই দিকে, চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার 4.5 শতাংশের অনুমান কোনও পরিবর্তন হয়নি।
রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত নেওয়ার ফলে শেয়ার বাজারে উত্থান দেখা দিয়েছে। সেনসেক্স 300 পয়েন্ট বাড়ার সাথে সাথে 81,976.18 পয়েন্টে পৌছেচে (RBI Announcement). এই দিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক, নিফটি 121.35 পয়েন্ট বৃদ্ধির সাথে সাথে 25,134.50 পয়েন্টে ট্রেড করে। যেখানে ট্রেডিং সেশনের সময়ে নিফটি 25,170.35 পয়েন্ট নিয়ে দিনের সর্বোচ্চে পৌঁছেছিল।
Written by Ananya Chakraborty