Ration Card: রেশন গ্রাহকরা নতুন ৮টি সুবিধা পাবে! ফ্রি রেশন তো কিছুই না
রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের জন্য সরকারের তরফে সময়ে সময়ে অনেক নতুন নতুন সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়ে থাকে। আর যত দিন যাচ্ছে গ্রাহকদের জন্য আরও অনেক নতুন নতুন সুবিধা নিয়ে আসা হচ্ছে এবং হবে বলে মনে করা হচ্ছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই রেশন ব্যবস্থা (Free Ration System) চলে আসছে। এই রেশন ব্যবস্থা চালু করা হয় গরিব মানুষদের জন্য যারা বাজার থেকে বেশি দামে চাল কিনতে পারেন না।
Ration Card Holders Get 8 New Benefits
রেশনে ন্যায্য মূল্যে বাজারে থেকে অনেক কম দামে চাল আটা বা গম দেওয়া হত মানুষদের। কিন্তু করোনা আসার পর বহু মানুষ এর কাজ চলে যাওয়ার ফলে বহু মানুষের সমস্যা হচ্ছিলো। তাই তাদের কথা ভেবেই তখন কেন্দ্র সরকার বিনামূল্যে রেশন চালু করেন কেন্দ্র সরকার। Ration Card-র মাধ্যমে যে শুধু বিনামূল্যে রেশনের সুবিধা পাবে তা নয় আরো অনেক কাজে লাগে এই রেশন কার্ড।
Ration Card Benefits
1) বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন।
2) রেশন কার্ডধারীরা সরকারের তরফ থেকে নির্ধারিত কম দামে সামগ্রী কিনতে পারবেন।
3) রেশন কার্ড যাদের আছে তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারবেন
4) পরিচয় প্রমান হিসেবে কাজে লাগে।
5) এই কার্ড লোন নেওয়ার কাজে লাগে।
6) কিছু রাজ্য তার স্বাস্থ্য বীমা সুবিধা দেওয়া হয়।
7) এই কার্ড থাকলে বাড়ির বাচ্চার পড়াশোনার খরচ পেতে পারবেন।
রেশন কার্ডের মাধ্যমে সরকারি সুবিধা
Agriculture Insurance – চাষিরা রেশন কার্ড ব্যবহার করে শস্য বীমার জন্যে আবেদন করতে পারবেন।
Ujjwala Yojana – যাদের বাড়িতে গ্যাসের সংযোগ নেই তার এই রেশন কার্ড দেখিয়ে উজ্জ্বলা যোজনার সুবিধা নিতে পারবেন।
Vishwakarma Yojana – কারিগররা এই রেশন কার্ড এর মাধ্যমে আর্থিক সাহায্য পেতে পারবেন।
PM Awas Yojana – যাদের নিজস্ব বাড়ি নেই তারা Ration Card থাকলে আবাস যোজনার জন্যে আবেদন করতে পারবেন।
Free Silai Machine Yojana – মহিলারা যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারে তার জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয় রেশন কার্ড থাকলে আপনি বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের জন্যে আবেদন করতে পারবেন।
আর এই সকল সুবিধা যে একই রাজ্যের Ration Card গ্রাহকরা পাবেন সেইটা কিন্তু নয়। প্রত্যেক রাজ্য সরকার রেশন কার্ড গ্রাহকদের জন্য নানা ধরণের সুবিধা নিয়ে হাজির হয়েছে। আর এই সকল কিছুর মধ্যে কয়েকটা প্রকল্পের সুবিধা অনেকেই পেতে পারবেন। তাহলে এর মধ্যে কোন সুবিধা যদি আপনারা পেতে পারেন তাহলে অবশ্যই এর লাভ ওঠান।
Written by Ananya Chakraborty.