Ladka Bhau Yojana: ছেলেদের ৪০০০ টাকা দেওয়ার ঘোষণা করলো সরকার! দীপাবলির আগে দারুণ খবর
এবার ছেলেরাও টাকা পাবে রাজ্য সরকারের নতুন প্রকল্পের (Ladka Bhau Yojana) মাধ্যমে। অনেকেই মনে করছেন যে অবশেষে ছেলেদের কথা চিন্তা করে একটি প্রকল্প (Government Scheme) নিয়ে আসা হল। মেয়েদের নিজের পায়ে দার করানোর জন্যে এবং অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন রাজ্যে ও কেন্দ্র সরকার মেয়েদের জন্যে অনেক ধরনের প্রকল্প (Govt Scheme for Woman) চালু করেছে।
Ladka Bhau Yojana Government Scheme 2024
কিন্তু দেশের যুবকদের জন্য তেমন কোনো প্রকল্পের কথা শোনা যায় না। কিন্তু এবার দেশের একটি রাজ্যে এই উদ্যোগ নেওয়া হল। রাজ্যের যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বিকাশের জন্যে একটি প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের নাম হল ‘Ladka Bhau Yojana’. আর এই প্রকল্পের মাধ্যমে ছেলেরাও আর্থিক দিক থেকে সচল হওয়ার মাধ্যমে নিজেরা কর্মঠ হয়ে উঠবে।
New Govt Scheme for Male
চলতি বছর অর্থাৎ 2024 সালে জুলাই মাসে এই প্রকল্প চালু করা হয়। মহারাষ্ট্র সরকার এই প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 10 লক্ষ যুবকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে আর তাদের চাকরি সম্পর্কে বাস্তবিক অভিজ্ঞতা সঞ্চয় করানো হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের দরিদ্র ও মেধাবি যুবকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং শিল্পক্ষেত্রে দক্ষ কর্মী সরবরাহ করা। এক কথায় এই Ladka Bhau Yojana-র মূল উদ্দ্যেশ্য হল বেকারত্ব দূর করা।
লাড়কা ভাউ যোজনা ২০২৪
Ladka Bhau Yojana-র মাধ্যমে 18 থেকে 35 বছরের বেশি ছেলেদের জন্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্টাইপেন্ড প্রদান করা হচ্ছে। যেই সব প্রার্থীরা দ্বাদশ শ্রেণী পাস করেছে তাদের মাসে 6000 টাকা আর যারা ডিপ্লোমা করেছে তারা মাসে 4000 হাজার টাকা এবং যারা গ্র্যাজুয়েশন পাশ করেছে তাদের মাসে 10 হাজার টাকা করে দেওয়া হবে স্টাইপেন্ড হিসেবে।
কত দিন প্রশিক্ষণ দেওয়া হয়?
এই Ladka Bhau Yojana-র অধীনে মহারাষ্ট্রের যে কোনো শিল্পক্ষেত্রে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ শেষ করার পর প্রার্থীরা মাসে মাসে স্টাইপেন্ড পেতে শুরু করবেন। এই প্রশিক্ষণের ফলে যুবকরা বাস্তব কাজের অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পাবে এবং এর মাধ্যমে সকলেই ভবিষ্যতে ভালো কাজ করতে পারবেন ভালো কোম্পানিতে।
কারা আবেদন করতে পারবেন?
এই Ladka Bhau Yojana আবেদন করার জন্যে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে। ITI, ডিপ্লোমা, স্নাতক এই সব যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড যুক্ত হতে হবে।
বিদ্যুৎ বিলের খরচ কমতে চলেছে পশ্চিমবঙ্গে! কিভাবে এই সুবিধা পাবেন?
আবেদন পদ্ধতি ও নথিপত্র
আবেদন করার জন্যে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর নিজের যাবতীয় তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে। আধার কার্ড, ঠিকানার প্রমান, জন্ম তারিখের প্রমাণ, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাঙ্কের বিবরণ।
Written by Ananya Chakraborty.