SBI Amrit Vrishti FD: SBI গ্রাহকদের জন্য ‘টাকার বৃষ্টি’ শুরু! কালকেই ব্যাঙ্কে যান
ভারতীয় স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য এক দারুণ বিনিয়োগ স্কিম SBI Amrit Vrishti FD বা স্টেট ব্যাঙ্ক অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিম (SBI Fixed Deposit Scheme) নিয়ে হাজির হয়েছে। যত দিন এগোচ্ছে তত জিনিসপত্রের দাম বাড়ছে। মুল্যবৃদ্ধির বাজারে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে মানুষের পক্ষে। ভবিষ্যতে জিনিসপত্রের দাম আরও বাড়বে বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
SBI Amrit Vrishti FD Interest Rate
তাই ভবিষ্যতে যাতে অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য মানুষ এখন থেকেই সঞ্চয় করা শুরু করেছে। কেউ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে কেউ শেয়ার বাজারে বিনিয়োগ করে কেউ ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে। তবে এতো সব বিনিয়োগ মাধ্যমের মধ্যে ফিক্সড ডিপোজিট স্কিম (SBI Amrit Vrishti FD) সব থেকে সুরক্ষিত এতে কোনো ঝুঁকির সম্ভাবনা থাকে না।
Amrit Vrishti Fixed Deposit Scheme
দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য বিশেষ SBI Amrit Vrishti FD নিয়ে এসেছে, এই স্কীমের মেয়াদ 444 দিন। গত 15 ই জুলাই এই স্কীম লঞ্চ করেছে SBI. আপনারা যারা ভাবছেন এই স্কীমে বিনিয়োগ করবেন তারা বিনিয়োগ করতে পারবেন। আগামী 31 শে মার্চ 2024 পর্যন্ত এই অমৃত বৃষ্টি স্কীমে বিনিয়োগ করতে পারবেন।
অমৃত বৃষ্টি স্কীমের সুদের হার
অমৃত বৃষ্টি স্কীম বিশেষ ভাবে উপকৃত করতে চলেছে প্রবীণ নাগরিকদের। 444 দিনের SBI Amrit Vrishti FD তে বিনিয়োগ করলে 7.25 শতাংশ সুদ পাবে সাধারন নাগরিকরা আর প্রবীণ নাগরিকরা এই স্কীমে বিনিয়োগ করলে সুদ পাবেন বার্ষিক 7.75 শতাংশ। এই স্কীমে আপনারা 1000 টাকা থেকে বিনিয়োগ করা শুরু করতে পারবেন। এই স্কীমে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই।
এসবিআই অমৃত বৃষ্টি স্কিমের সুবিধা
অভ্যন্তরীণ এবং অনাবাসি (NRI) উভয় গ্রাহক এখানে বিনিয়োগ করতে পারবেন। হঠাৎ কোনো বিপদ একে আপনারা নির্দিষ্ট সময়ের আগেই কিছু জরিমানা দিয়ে টাকা তুলতে পারবেন। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে জরিমানা বাবদ দিতে হবে 0.50 শতাংশ। 5 লক্ষ টাকার উপরে কিন্তু 3 কোটি টাকার কম অর্থের ক্ষেত্রে জরিমানা দিতে হবে 1 শতাংশ।
10 ও 20 টাকার নোট ছাপানো বাতিল? সরকারের তরফে কি প্রতিক্রিয়া?
আপনারা বিভিন্ন ভাবে এই স্কীমে বিনিয়োগ করতে পারবেন। অফলাইনের মাধ্যমে ব্যাঙ্কে গিয়ে আবেদনপত্র পূরণ করে বিনিয়োগ করা শুরু করতে পারবেন। আবার অনলাইনের মাধ্যমে SBI Net Banking, YONO SBI, YONO Lite এর মাধ্যমে আপনারা SBI Amrit Vrishti FD স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এই সম্পর্কে আরও জানতে নিজের কাছাকছি কোন স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন।
Written by Ananya Chakraborty.