প্রকল্প

Ladli Behen Yojana: মহিলাদের এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ! কেন এমনটা হল?

কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার প্রত্যেকেই মহিলাদের জন্য সরকারি প্রকল্প (Ladli Behen Yojana) নিয়ে এসেছে। আর এই সকল প্রকল্প গুলির (Govt Scheme for Woman) মাধ্যমে সকল মহিলাদের খুবই সুবিধা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) আদলে দেশের বাকি সকল রাজ্য সরকারি গুলি এরকম অনেক প্রকল্প (Government Scheme) নিয়ে হাজির হয়েছে।

সংক্ষেপে

Ladli Behen Yojana Update

আর এই রকম আরও একটি প্রকল্পের নাম হল Ladli Behen Yojana বা লাডলি বেহেন যোজনা। কিন্তু এইবারে রাজ্যের মহিলাদের জন্যে খারাপ খবর। মহিলাদের চালু করা এই প্রকল্পের ভাতা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই খবর পাওয়া জাচ্ছে, কিন্তু কি কারণের জন্য দীপাবলির আগে এই ধরণের একটি জনকল্যাণমূলক প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হল?

Govt Scheme for Woman

মহারাষ্ট্রের সিন্ডে সরকার মহিলাদের আর্থিকভাবে উন্নয়নের জন্য Ladli Behen Yojana চালু করেছিল। এখনো পর্যন্ত 2.4 কোটির বেশি মহিলা এই যোজনার অধীনে 5 মাসের কিস্তি পেয়ে গিয়েছে। কিন্তু শোনা যাচ্ছে দীপাবলির আগে সুবিধাভোগী মহিলারা আর কিস্তি পাবেন না। নির্বাচন কমিশন এই কিস্তির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন? পরে কি আর কিস্তি দেওয়া হবে?

লাডলি বেহেন যোজনা ২০২৪

মুখ্য নির্বাচনী আধিকারিক সব বিভাগকে নির্দেশ দিয়েছে যে নির্বাচনের আগে এই ধরনের কোনো প্রকল্প চালান উচিৎ নয়। কারন এই সব প্রকল্প জনসাধারনকে প্রভাবিত করতে পারে। তাই নির্বাচন কমিশন তরফে থেকে নারী ও শিশু কল্যাণ দফতরের একটি বিশেষ স্কীম Ladli Behen Yojana ভাতা দেওয়া অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

লাডলী বেহেনা যোজনায় কারা আবেদন যোগ্য?

  • মহিলাদের অবশ্যই মহারাষ্ট্রের বাসিন্দা হতে হবে।
  • মহিলাদের বয়স 21 থেকে 65-র মধ্যে হতে হবে।
  • মহিলাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • মহিলার পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকা বা তার কম হতে হবে।
  • বিবাহিত, অবিবহিত, ডিভোর্সি সব মহিলারাই আবেদন করতে পারবেন।
Medhashree Scholarship (মেধাশ্রী স্কলারশিপ)

কবে থেকে টাকা আবার পাবে মহিলারা?

যে সব মহিলারা এই Ladli Behen Yojana-র টাকা পাচ্ছেন তাদের ইতিমধ্যেই অক্টোবর আর নভেম্বর মাসের টাকা একসাথে দিয়ে দেওয়া হয়ে পুজো উপলক্ষে। এখন পরের কিস্তির জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, মহারাষ্ট্রে যেহেতু বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়ে গিয়েছে। তাই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত লাডলী বেহেনা প্রকল্পের টাকা দেওয়া বন্ধ থাকবে। নির্বাচন শেষ হয়ে গেলেই দেওয়া শুরু হবে প্রকল্পের টাকা।

SBI গ্রাহকদের জন্য ‘টাকার বৃষ্টি’ শুরু! কালকেই ব্যাঙ্কে যান

দীপাবলির আগে শিন্ডে সরকার Ladli Behen Yojana-র গ্রাহকদের জন্য বোনাস দেবার কথা ঘোষনা করেছিল। যার অধীনে 3000 থেকে 5500 টাকা পর্যন্ত দেওয়া হবে বলে জানান হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশের কারনে এই আশায় জল পরে গিয়েছে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles