চাকরি

Dearness Allowance: অবশেষে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। কত টাকা মাইনে বাড়তে চলেছে?

এখন সকল সাধারন মানুষও এই মহার্ঘ ভাতা (Dearness Allowance) সম্পর্কে জেনে গেছে যেটা তারা আগে অতটা জানত না। কারণ বিগত কয়েক বছর ধরে সরকারি কর্মীদের (Govt Employees) এই নিয়ে আন্দোলন এবং মিটিং, মিছিল, এছাড়াও কোর্টে নিজেদের ন্যায্য পাওনা আদায়ের জন্য মামলা করা সরকারি কর্মীদের সবই দেখছেন ও জানছেন সকলেই।

PSU Private Sectors Bank Employees Dearness Allowance

কিন্তু আজকের এই সুখবর রাজ্য সরকারি কর্মী বা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নয়। জানা যাচ্ছে, ব্যাঙ্ক কর্মীদের সুখবর দিল সরকার। দেশের ব্যাঙ্ক কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাচ্ছে ২.৬৩ শতাংশ পর্যন্ত। সম্প্রতি অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (All India Bank Employees Association) সাধারণ সম্পাদক সিএইচ বেঙ্কটচেলাম ব্যাঙ্ক কর্মীদের জন্য ২.৬৩ শতাংশ ডিএ বৃদ্ধি (Dearness Allowance) করল।

ব্যাঙ্ক কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি

এতদিন পর্যন্ত ব্যাঙ্ক কর্মীরা ১৭.২% হারে ডিএ পেতেন। তবে ২০২৪ সালের নভেম্বর মাস থেকেই বর্ধিত ডিএ কার্যকর করা হলো। এখন থেকে ব্যাঙ্ক কর্মীরা ডিএ (Dearness Allowance) পাবেন ১৯. ৮৩ শতাংশ। কোন ক্যাটাগরির পদের কর্মীর কত শতাংশ ডিএ বৃদ্ধি পেল এবং তার ফলে বেতন বর্তমানে কত দাঁড়ালো তা দেখে নেওয়া যাক এক নজরে।

DA ও বেতন বৃদ্ধির পরিমাণ

সাব স্টাফ কর্মীদের নূন্যতম ৭০০ টাকা ডিএ বৃদ্ধি পেয়েছে এবং সর্বোচ্চ ১৮০০ টাকা ডিএ বেড়েছে। ক্লারিক্যাল পদে কর্মরত কর্মীদের ন্যূনতম ৮৭০ টাকা এবং সর্বোচ্চ ৩৩৭০ টাকা ডিএ বৃদ্ধি পেয়েছে। আর এই বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে খুশি হয়েছে অনেকেই।

বেতন স্কেল অনুসারে কত বৃদ্ধি পেল?

স্কেল – ১ কর্মচারীদের ন্যূনতম ১৬০০ টাকা এবং সর্বোচ্চ ৩৬০০ টাকা ডিএ বেড়েছে।
স্কেল – ২ এর কর্মচারীদের নূন্যতম ২২০০ এবং সর্বোচ্চ ৪১০০ টাকা ডিএ বৃদ্ধি পেয়েছে।
স্কেল – ৩ কর্মীদের ন্যূনতম ২৯০০ টাকা এবং সর্বোচ্চ ৪২০০ টাকা ডিএ বৃদ্ধি পেয়েছে।
স্কেল – ৪ কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়েছে ৩৫০০ – ৪৪০০ টাকা।
স্কেল – ৫ কর্মীদের ন্যূনতম ডিএ বৃদ্ধি পেয়েছে ৪১০০ টাকা এবং সর্বোচ্চ ৪৮০০ টাকা।
স্কেল – ৬ ও ৭-র কর্মীদের নূন্যতম ৪৯০০ টাকা এবং সর্বোচ্চ ৬০০০ টাকা ডিএ বৃদ্ধি (Dearness Allowance) পেয়েছে।

Govt Employees (সরকারি কর্মী)

পদ ও স্কেল অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ব্যাঙ্ক কর্মীদের ডিএ ও সেই অনুযায়ী বেতন বৃদ্ধি পাওয়ায় উৎসবের মুখে ব্যাঙ্ক কর্মীদের অনেকটাই পকেট ভরতে চলেছে। এই বিষয়ে ব্যাঙ্ক কর্মীদের সংশ্লিষ্ট সংগঠনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, অনেক দিনেরই অপেক্ষার কিছুটা হলে অবসান হল এই ডিএ বৃদ্ধিকে (Dearness Allowance) কেন্দ্র করে।

সরকারি কর্মী ও পেনশনার্সদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। সমস্ত নিয়ম কানুন জেনে নিন

একদিকে পুজোর মধ্যে কেন্দ্রীয় সরকার কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে সেই সাথে অন্যান্য রাজ্যের সরকার, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে তবে বাংলার রাজ্য সরকার এখনো পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য কোন রকম Dearness Allowance বৃদ্ধি সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করেননি, তাই এখনো অনেকটাই চাতকের ন্যায় অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মীদের।
Written by Shampa Debnath

Related Articles