PM Awas Yojana: পিএম আবাস যোজনা গ্রামীণ নতুন আবেদন। পিএম আবাস যোজনা লিস্ট চেক
পিএম আবাস যোজনা (PM Awas Yojana New Online Apply) দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের মাথায় পাকা ছাদ প্রদানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) নিয়ে এসেছিলেন। আর এখন পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষের উপকার হয়েছে এবং আরও অনেকেই এই সুবিধা পাবেন ভবিষ্যতে। কিন্তু এইবারে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পে নতুন আবেদন করতে চাইছেন অনেকে।
PM Awas Yojana Online Apply
কিন্তু কিভাবে করবেন? কি কি নথি লাগবে পদ্ধতি কি? সেই সম্পর্কে অনেকেই ঠিক করে এখন পর্যন্ত জানেন না, আর এই কারণের জন্য অনেকেই এই সুবিধা থেকে বঞ্ছিত রয়েছেন। আর এই জন্য PM Awas Yojana তে আবেদন করতে চাইলে আপনারা আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ রূপে পড়ে নিয়ে দেখুন। তাহলে এবার মূল আলোচনায় আসা যাক।
প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন আবেদন
কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে অনেকেই এই PM Awas Yojana প্রকল্পের অন্তর্গত হয়েও দুর্নীতির অভিযোগের কারণে এক টাকাও পাচ্ছেন না। আর এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) প্রকল্পের মাধ্যমে নতুন করে নাম নথিভুক্ত করার মাধ্যমে টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে।
পিএম আবাস যোজনা লিস্ট
প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) আবেদন করার জন্য প্রত্যেক কেই পিএম আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর এই প্রকল্পে ১ লাখ ২০ হাজার বা ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন গ্রাহকরা। গ্রামীণ ও শহরই এলাকা হিসাবে এই টাকা ভিন্ন। তাহলে আবেদন পদ্ধতি জেনে নেওয়া যাক।
পিএম আবাস যোজনা আবেদন
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
- Gramin & Urban এই দুই ভাগের মধ্যে থেকে একটি বাঁচতে হবে।
- এবারে অনলাইন ফর্ম খুলে যাবে।
- তাতে নিজের সকল তথ্য লিখে দিতে হবে।
- মোবাইল নম্বরে OTP আসবে সেটা দিলেই কাজ শেষ।
পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম। ১০০০ জমিয়ে কত রিটার্ন পাবেন?
পিএম আবাস আবেদন নথিপত্র
আধার কার্ড, বাড়ির জায়গার প্রমাণপত্র, মোবাইল নম্বর, প্যান কার্ড, ব্যাঙ্কের বইয়ের প্রথম পাতার জেরক্স। এই সকল নথি পত্র আপনাদের অনলাইনে আবেদন করার সময়ে আপলোড করে দিতে হবে। আর এই সকল নথিপত্রের মধ্যে কোন কিছু না থাকলে আপনারা এই সুবিধা পাবেন না। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।