প্রকল্প

PMGAY – প্রধানমন্ত্রী বাংলা আবাস যোজনার ঘরের লিস্ট। এবার 2 কাঠা করে জমি দিচ্ছে রাজ্য সরকার

দেশের গরীব মানুষদের মাথায় পাকা ছাদের ব্যবস্থা করার (PMGAY) জন্য কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার অনেক প্রকল্প নিয়ে এসেছে। আর এই প্রকল্পের (Government Scheme) মধ্যে পিএম আবাস যোজনা (PM Awas Yojana) এবং বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) অন্যতম। এবারে এই প্রকল্প নিয়ে এক দারুণ খবর পাওয়া গেল সকলের জন্য।

PMGAY Bangla Awas Yojana

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের (PMGAY Govt Scheme) সহায়তায় দেশের অনেক মানুষ তাদের মাথার উপর একটা নির্ভরতার ছাদ পেয়েছে। তবে বাংলায় এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে কারচুপির অভিযোগ এসেছে। এরপরে প্রধানমন্ত্রী আপাতত বন্ধ রেখেছে এই প্রকল্পের টাকা দেওয়া। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত মানুষের বাড়ি তৈরি সম্পন্ন হয়নি তাদের জন্য রাজ্যের কোষাগার থেকে টাকা বরাদ্দ করছেন বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে।

Pradhan Mantri Gramin Awaas Yojana

তবে শুধু তাই নয়, বাংলা আবাস যোজনা প্রকল্প ছাড়াও আরেকটি নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের এখনো অনেক পরিবার রয়েছে যাদের বাড়ি তৈরির জন্য নূন্যতম জমি পর্যন্ত নেই। সেই সমস্ত ভিটা মাটিহীন মানুষদের এক টুকরো জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী (PMGAY). এই সিদ্ধান্তে গৃহীত হয়েছে যে, ভূমিহীন পরিবারের জন্য এক একটি পরিবারকে দুই কাঠা করে জমি দেওয়া হবে।

প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা

এবার প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন? এই প্রকল্প আবেদনের জন্য যোগ্যতা কি রয়েছে? আবেদন পদ্ধতি সমূহ আরো অন্যান্য তথ্য রইল এই প্রতিবেদনে। বাংলা আবাস যোজনা প্রকল্পের অন্তর্গত এই নতুন প্রকল্পটি (PMGAY). ইতিমধ্যে রাজ্যের প্রায় ১১ লক্ষ মানুষের জন্য পাঁকা বাড়ি তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার। বিশেষ করে ভূমিহীনদের জন্য পাঁকা বাড়ি তৈরি করে দেওয়ায় মূল লক্ষ্য বাংলা আবাস যোজনা প্রকল্পের।

Bangla Awas Yojana

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের থেকেও রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা অনেকটাই এগিয়ে রয়েছে কারণ, যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে (PMGAY) মাত্র ১ কাঠা জমি দেওয়ার নির্দেশ ছিল তাও অনেক ভূমিহীন পরিবার বিভিন্ন প্রশাসনিক সমস্যার কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হতেন তবে রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্পে একেকটি পরিবারকে দুই কাঠা জমি প্রদান করা হবে।

আবাস যোজনার ঘরের লিস্ট

এই বিষয়ে রাজ্য সরকার অক্টোবর মাস থেকেই কাজ শুরু করে দিয়েছেন। রাজ্যের প্রত্যেকটি জেলায় সার্ভে (PMGAY Survey) করে যে সমস্ত মানুষের পাঁকা বাড়ি নেই তাদের একটা বাংলা আবাস যোজনা লিস্ট করা হচ্ছে, সেই সাথে ভূমিহীনদের নাম আলাদা করে তালিকাভুক্ত করা হচ্ছে। যে সমস্ত ভূমিহীন পরিবার রয়েছে তাদের জন্য রাজ্যের পঞ্চায়েত দফতর থেকে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের জমির পাট্টা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

Ration Card (রেশন কার্ড)

ইতিমধ্যে বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও জেলা ভূমি ও ভূমি সংস্কার কর্মকর্তারা ভূমিহীনদের জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। তবে কোন জায়গায় জমি নেবেন সেটা নির্ভর করবে উপভোক্তাদের উপর। তাঁরা চাইলে বর্তমান বাসস্থানের কাছাকাছি জমির জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পের (PMGAY) মাধ্যমে রাজ্য অনেকটাই বেশি সুবিধা দান করছেন বাংলার মানুষদের।

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম। ১০০০ জমিয়ে কত রিটার্ন পাবেন?

তাই সাধারন মানুষ মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একদিকে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রাখা হয়েছে, অন্যদিকে এই মুহূর্তে ভূমিহীনদের বাসযোগ্য জমি সহযোগে পাঁকা বাড়ি তৈরি করে সাধারণ মানুষের অনেকটাই উপকার হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই পিএম আবাস বা বাংলা আবাস প্রকল্প নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Shampa Debnath

Related Articles