PAN Card: প্যান কার্ড নিয়ে নতুন নিয়ম। প্যান কার্ড আধার কার্ড লিংক চেক, প্যান কার্ড স্ট্যাটাস
প্যান কার্ড (PAN Card) হল একটি অতি গুরুত্বপূর্ণ নথি। বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য, চাকরির ক্ষেত্রে, পাসপোর্টের (Indian Passport) কাজে এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় কাজকর্মে প্যান কার্ড অত্যাবশ্যকীয় নথি হিসেবে পরিগণিত হয়। তবে সবচেয়ে বেশি যে কাজে প্যান কার্ড প্রয়োজন সেটি হল ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন কাজে (Government of India).
Digital Personal Data Protection Act on PAN Card
তবে কেন্দ্রীয় সরকার এই প্যান কার্ডে (PAN Card) নতুন কোন পরিবর্তন আনতে চলেছে? এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে বর্তমান সময়ে দাঁড়িয়ে সাইবার ক্রাইম খুবই বেড়ে গিয়েছে। বিশেষ করে আপনার ফোনে কল বা মেসেজ করে অনেক নম্বর থেকে বিভিন্ন রকম মেসেজ বা কল করতে দেখা যায়। আর এর মাধ্যমে সকলের ডিজিটাল সুরক্ষা অনিশ্চিত হয়ে যাচ্ছে।
প্যান কার্ড নতুন নিয়ম
তেমনি আপনাকে লোন দেওয়া হবে এরকম টাইপের অনেক মেসেজ আপনার ফোনে অনেক সময় আসে। যদিও আপনি কোনো জায়গায় বা কোনো প্রতিষ্ঠানে লোনের জন্য আবেদন করেননি, তাও কিভাবে আপনার ফোনে কোনো প্রতিষ্ঠান থেকে লোন দেওয়ার জন্য অফার করছে? আসলে ওই সমস্ত প্রতিষ্ঠানের কাছে আপনার প্যান কার্ডের (PAN Card) তথ্য কোনো ভাবে থেকে যায়।
প্যান কার্ড আধার কার্ড লিংক চেক
আপনার প্যান কার্ডের তথ্য (PAN Card Information) ব্যবহার করেই সে সমস্ত প্রতিষ্ঠান গুলো আপনার ফোনে মেসেজ পাঠাচ্ছে লোনের জন্য। এই ব্যাপারটিকে প্যান এনরিচমেন্ট বলা হয়। লোনের আবেদন না করেও বারংবার লোনের আবেদন করার জন্য মেসেজ আসাকে বন্ধ করতে অনেকেই চায়। কেন্দ্রীয় সরকার এই ব্যাপারটি বন্ধ করতে চাইছে। তার জন্যেই প্যান কার্ডকে নতুন ভাবে পরিবর্তন করার চেষ্টা করছেন।
প্যান কার্ড স্ট্যাটাস চেক
ডিজিটাল পার্সোনাল ডাটা প্রটেকশন আইন (Digital Personal Data Protection Act) ২০২৩ অনুযায়ী কেন্দ্রীয় সরকার সাইবার ক্রাইম এর মত অপরাধমূলক কাজ গুলিকে ঠেকানোর জন্য বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন। এই পদক্ষেপটি প্যান কার্ড পরিবর্তনের মাধ্যমে আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই আইনটি কার্যকর হলে কোনো প্রতিষ্ঠান আপনার অনুমতি ব্যতীত আপনার প্যান কার্ডের তথ্য ব্যবহার করতে পারবে না।
রেশন কার্ডের নিয়মে বড় বদল। ফ্রি রেশন সামগ্রী তোলার আগে জানুন
সেই সাথে আপনার সম্মতি ছাড়াই আপনার ফোনে লোনের অফার করতে পারবে না মেসেজের মাধ্যমে। তার সাথে প্যান কার্ডের (PAN Card) তথ্য যাতে আরো বেশি নিরাপত্তা বজায় থাকবে। যদি এরপরও কোনো প্রতিষ্ঠান প্যান কার্ডের তথ্য ব্যবহার করে থাকে তবে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। এর ফলে সাইবার ক্রাইম এর প্রবণতা অনেকটাই কমবে এবং তার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফোনে অযাচিত মেসেজ বা ফোন আসা থেকেও বিরত থাকবেন সাধারণ মানুষ।
Written by Shampa Debnath