অর্থনীতি

UPI Services: UPI পরিষেবা বন্ধ থাকবে। টাকা-পয়সা লেনদেন করার আগে জানুন

এখন বর্তমানে অনলাইনে লেনদেন করার জন্য অনেকেই UPI Services বা UPI (Unified Payment Interface) পরিষেবার ব্যবহার করে থাকেন। আর বর্তমানে খুচরোর সমস্যা থাকার জন্য কম লেনদেন করার জন্য এই ইউপিআই খুবই এক দরকারি মাধ্যম হয়ে উঠেছে। আর সকল ব্যাঙ্ক গ্রাহকদের (Bank Customers) কাছে এই পরিষেবা খুবই সুবিধার হয়ে উঠেছে।

HDFC Bank UPI Services will Stop

বর্তমান সময়ে নগদ অর্থে লেনদেন অনেকটাই কমে গিয়েছে। ডিজিটাল মার্কেটিং সুবিধা পাওয়ার পর থেকে বিভিন্ন ব্যক্তিরা ঘরে বসে অনলাইনে জিনিসপত্র অর্ডার করছেন এবং বাড়িতে বসেই হাতে পেয়ে যাচ্ছেন গ্রাহকরা। শুধু তাই নয় মার্কেটের বিভিন্ন দোকান গুলোতে এখন ইউপিআই ব্যবস্থা রাখা হয়। এই UPI Services চালু হওয়ার পরে অনেক সহজ হয়েছে অর্থের আদান প্রদান।

UPI পরিষেবা বন্ধ থাকবে

বিশেষ করে কোনো একটা জায়গায় গেলে মানিব্যাগে করে অনেক টাকা নিয়ে যাওয়াটা একটা ঝুঁকির ব্যাপার। সেক্ষেত্রে ইউপিআই মাধ্যমে টাকা ট্রান্সফার (UPI Money Transfer) করলে সেটি অনেক সুবিধাজনক ও নিরাপত্তাজনক। তবে গ্রাহকদের জন্য অখুশির খবর যে, নভেম্বর মাসে আপনি কোন রকম UPI Services-র মাধ্যমে কেনাকাটা করতে পারবেন না। কারণ নভেম্বর মাস জুড়ে বন্ধ থাকছে ইউপিআই পরিষেবা।

তবে এই পরিষেবা বন্ধ থাকছে শুধুমাত্র HDFC Bank গ্রাহকদের জন্য। আপনারা যারা এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহক তাদের জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। জেনে নেওয়া যাক কোন কোন দিন UPI Services বন্ধ থাকছে এবং কেন বন্ধ থাকছে? এইচডিএফসি ব্যাঙ্কের যারা গ্রাহক তাদেরকে জানানো হচ্ছে, ৫ নভেম্বর ও ২৩ শে নভেম্বর এই দুই দিন বন্ধ থাকবে UPI পরিষেবা।

Monthly Income Scheme (মান্থলি ইনকাম স্কিম)

২৩ নভেম্বর রাত বারোটা থেকে রাত তিনটে পর্যন্ত বন্ধ থাকবে ইউপিআই পরিষেবা। আপনি যদি এই দুই দিন কোন রকম কেনাকাটা করেন তাহলে কিন্তু কোন ভাবেই সেটা সম্ভববে না। যে সমস্ত গ্রাহকদের এইচডিএফসি ব্যাঙ্কের সাথে লিংক করা রয়েছে Phone Pe, Google Pay, Amazon Pay, Paytm এই গুলো কোনটাতেই আপনি নির্দিষ্ট ওই দুই দিন ওই সময়ের মধ্যে লেনদেন করতে পারবেন না।

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম। ১০০০ জমিয়ে কত রিটার্ন পাবেন?

এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য এই সতর্কবার্তা খুবই জরুরী। আপনার যদি UPI Services করার প্রয়োজন হয়, তাহলে উক্ত দুটো দিন বাদ দিয়ে অন্যান্য দিন করার চেষ্টা করুন। আর এই HDFC Bank গ্রাহক ছাড়া আর কোন ব্যাঙ্ক গ্রাহকদের কোন ধরণের সমস্যা হবে না। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Shampa debnath

Related Articles