সোনার দাম

Gold Price Today: আজকের 22 ক্যারেট হলমার্ক সোনার দাম কত? সোনার গয়না কেনার আগে জানুন

আজকের সোনার দাম (Gold Price Today) কত? এই সম্পর্কে অনেকেই জানতে চান। কারণ শুধুমাত্র গয়না নয় অনেকেই এখন সোনায় বিনিয়োগ (Gold as an Investment) করতেও পছন্দ করছেন। আর এই জন্য অনেকেই সকল তথ্য জানতে ইচ্ছুক রয়েছেন। বিশেষ করে মহিলাদের সৌন্দর্যের ও পছন্দের একটি অন্যতম দিক হল এই সোনার অলংকার (Gold Jewellery).

22 Carat 24 Carat Gold Price Today

যে কোনো ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, অন্নপ্রাশন প্রত্যেকটি অনুষ্ঠানে সোনার অলংকার পরিধান করার রীতি অনেক আদি কাল থেকেই চলে আসছে। আর এখন কিছু দিন পর থেকে বিয়ের মরশুম শুরু হতে চলেছে এই জন্য অনেকেই গয়না কিনতে ইচ্ছুক। তবে সোনার মূল্য (Gold Price Today) যেহেতু কখনো বেশি ও কখনো কম হয়ে থাকে তাই যখনি সোনার দাম একটু পতন দেখা যায় তখনই ঝটপট সোনা কিনে রাখাটাই বুদ্ধিমানের কাজ।

Hallmark Gold Rate Today

আর সামনেই রয়েছে বিয়ের মরশুম। এই উপলক্ষ্যে অনেকেই সোনার অলংকার কিনে থাকেন। সম্প্রতি সোনার দামের মূল্য অনেকটাই কম রয়েছে তাই এই মোক্ষম সুযোগ কাজে লাগান। যদিও কিছু দিন আগেই সোনার দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছিল কিন্তু কিছু দিন ধরে সোনার দাম (Gold Price Today) অনেকটাই কম রয়েছে। আর আজকেও এই দাম অনেকটাই কমে গেছে।

সোনার দাম (Gold Price Today) বাড়বে না কমবে সেটা নির্ভর করে অনেক কিছুর ওপর। সোনার দামের বৃদ্ধি বা কমে যাওয়া শুধুমাত্র আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে না, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আমদানির জন্য নির্ধারিত শুল্কের দামের উপরও নির্ভর করে সোনার দাম বৃদ্ধি পাবে না কমবে। তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল সোনার দামের নিম্নগতি থাকার সময় সোনা কিনে ফেলা।

সমগ্র দেশে সোনার দামের তালিকা

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম – ৭২,২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে – ৭৮,৭৬০ টাকা।
দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম – ৭২,৮৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে – ৭৯,৫০০ টাকা।
মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম – ৭২,৭৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম (Gold Price Today) রয়েছে – ৭৯,৩৫০ টাকা।

PM SVANidhi (প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা)

আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম – ৭২,৭৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম – ৭৯,৪০০ টাকা। চেন্নাইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম – ৭২,৭৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম – ৭৯,৩৫০ টাকা। গুরুগ্রামে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম – ৭২,৮৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম – ৭৯,৫০০ টাকা।

UPI পরিষেবা বন্ধ থাকবে। টাকা-পয়সা লেনদেন করার আগে জানুন

পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম – ৭২,৭৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম – ৭৯,৩৫০ টাকা।
লখনউয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম – ৭২,৮৯০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম – ৭৯,৫০০ টাকা।বেঙ্গালুরুতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম – ৭২,৭৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম – ৭৯,৩৫০ টাকা।জয়পুরে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম – ৭২,৮৯০ টাকা (Gold Price Today). ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম – ৭৯,৩৬০ টাকা।
Written by Shampa Debnath

Related Articles