ছুটি

Government Holiday 2025: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকা ২০২৫। টানা ছুটি কতবার পাবেন?

পশ্চিমবঙ্গ সরকারের তরফে আগামী বছরের জন্য ছুটির তালিকা (Government Holiday 2025) প্রকাশ করা হল সরকারি কর্মীদের (West Bengal Government Employees) জন্য। এখন ছুটি (Holiday) পেতে সকল মানুষেরই ভালো লাগে, সেটা ছোট হোক বা বড়! ২০২৪ সালের অক্টোবর, নভেম্বর মাসের পুজো পার্বণে বেশ অনেকটাই ছুটি কাটিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আর কিছু দিন পরেই রয়েছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসেও রয়েছে বেশ কয়েকটি ছুটি।

West Bengal Government Holiday 2025

এরই মধ্যে নবান্ন প্রকাশ করল নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের ছুটির তালিকা (Government Holiday 2025). ২০২৫ সালে কোন কোন দিন ছুটি রয়েছে, কোন কোন ছুটি রবিবার পড়েছে এই সবই তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনে। নবান্নর তরফ থেকে ছুটির তালিকা দেখার আগে মন খারাপ হবে অনেকেরই কারণ ২০২৫ সালের বেশিরভাগ ছুটি পড়েছে রবিবার দিন। এভাবে অনেক ছুটি কাটা গিয়েছে, যেটা দেখে মন খারাপ হওয়ার কথাই।

পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা ২০২৫

একঘেয়েমি কর্মজীবন থেকে একটুখানি নিস্তার পেতে প্রত্যেকটি ব্যক্তি ছুটি পছন্দ করেন। নতুন বছরে ছুটির তালিকা হাতে পেতেই সবাই তাই এক নজরে একটু খানি ঝালিয়ে নেয়। যদিও এখনো এক মাসের বেশি সময় বাকি নতুন বছর আসতে, তবে এখন থেকে দেখে নেওয়া যাক ছুটির তালিকা (Government Holiday 2025). ২০২৫ সালে আটটি ছুটির দিন রবিবার পড়েছে।

সরকারি কর্মীদের ছুটির তালিকা

স্বামী বিবেকানন্দের জন্মদিন ২৬ শে জানুয়ারি, ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো, রাম নবমী ৬ এপ্রিল, মহরম ৬ জুলাই, রাখি পূর্ণিমার ৯ ই আগস্ট, ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গা পুজোর ষষ্ঠী এই সব অনুষ্ঠানে রবিবার পড়াতে বাড়তি ছুটি পাবেন না রাজ্য সরকারি কর্মীরা। সরস্বতী পুজোয় দুই দিন ছুটি দেওয়া হয় বলেই রবিবার সরস্বতী পুজো পড়লেও সোমবার দিন ছুটি (Government Holiday 2025) দেওয়া হবে।

এন আই এক্ট ২০২৫ সালে ছুটি দিয়েছে ২৫ দিন এছাড়া রাজ্য সরকার ছুটি দিয়েছে ২১ দিন তাই মোট ছুটির সংখ্যা থাকছে ৪৭ দিন। ২০২৫ সালে দুর্গাপুজো বেশ অনেকটা এগিয়ে সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী শুরু হচ্ছে। যদিও প্রত্যেক বারের মতনই চতুর্থী থেকে ছুটি পাবে রাজ্য সরকারি কর্মচারীরা। তাই ২৬ শে সেপ্টেম্বর থেকেই শুরু হবে ছুটি অর্থাৎ চতুর্থী থেকেই ছুটি (Government Holiday 2025) শুরু হচ্ছে।

এরপরে লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। একবারে সমস্ত সরকারি অফিস খুলবে ৯ অক্টোবর অর্থাৎ ২৬ শে সেপ্টেম্বর থেকে ৮ ই অক্টোবর পর্যন্ত টানা ছুটি (Government Holiday 2025) পাবে রাজ্য সরকারি কর্মচারীরা। কালীপুজো পড়েছে ২০ অক্টোবর এবং ভাইফোঁটা পড়েছে ২৩ অক্টোবর। কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে এক সপ্তাহর মতন ছুটি পাবে রাজ্য সরকারের কর্মচারীরা।

২০২৫ সালের যে সমস্ত পুজো পার্বণ বা অনুষ্ঠান শুক্রবার বা সোমবার পড়েছে সেক্ষেত্রে তিন দিনের টানা ছুটি (Government Holiday 2025) পেয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। যেমন ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো পড়েছে রবিবার, এক্ষেত্রে সোমবার দিনে ছুটি দেওয়া হচ্ছে তাই শনি, রবি, সোম তিন দিনের টানা ছুটি পাবে সরকারি কর্মচারীরা।

১৪ ই মার্চ শুক্রবার পড়েছে দোল, সেক্ষেত্রেও শুক্র, শনি, রবি তিন দিনের ছুটি পাচ্ছে সরকারি কর্মচারীরা। ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন করেছে ১৪ই ফেব্রুয়ারি সেক্ষেত্রে তারা তিন দিনের ছুটি পাবে সরকারি কর্মচারীরা। ১৫ ই আগস্ট শুক্রবার, সেক্ষেত্রে শুক্র, শনি, রবি তিন দিনের ছুটি (Government Holiday 2025) পাচ্ছেন সরকারি কর্মচারীরা। এই তিন দিনের ছুটি পাওয়াতে অনেকটাই লাভ হয়।

Hasir Alo Scheme 2024 (হাসির আলো প্রকল্প ২০২৪)

সেক্ষেত্রে কাছাকাছির মধ্যে কোথাও ছোট উইকেন্ড কাটানো সবচেয়ে মোক্ষম সময় হয় তিন দিনের ছুটি। সব মিলিয়ে যে রকম রবিবারে অনেক অনুষ্ঠান পড়ায় ছুটি বাতিল হয়েছে তেমন শুক্রবার ও সোমবার অনেক ছুটি পড়াতে, শনি ও রবিবারের দৌলতে তিন দিনের ছুটি পেয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। ডিসেম্বর মাস আসতে আর কিছু দিন বাকি আর তারপর নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য তৈরি হবে অগণিত মানুষ জন।

রেশন কার্ডে KYC করেননি এখন? বড় আপডেট জেনে নিন

নতুন বছর মানে নতুন শুরু আর নতুন বছরে ছুটির তালিকায় (Government Holiday 2025) চোখ বোলাতে বোলাতে নতুন বছরকে স্বাগত জানানোর সময় আসতে আর কিছু দিনের অপেক্ষা। আর এই ছুটি সম্পর্কে জানতে পেরে আগের থেকেই অনেকটাই খুশি হয়েছেন সকল কর্মীরা। আর এই টানা ছুটি গুলোতে কোথায় বেড়াতে যাওয়ার ইচ্ছা রয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Shampa Debnath

Related Articles