Holiday List: ডিসেম্বর মাসের ছুটির তালিকা। টানা কতদিন ছুটি থাকবে?
ডিসেম্বর মাসের ছুটির তালিকা (Holiday List) সম্পর্কে সবারই জানার ইচ্ছা রয়েছে। কারণ শীতের শুরু হয়ে গেছে এবং এই শীতের মরশুমে অনেকেই অনেক জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। আর এই কারণের জন্য বেড়াতে যাওয়ার প্ল্যান তৈরি করার আগে কবে কবে ছুটি (Holiday 2024) থাকতে চলেছে সেই সম্পর্কে জেনে নিতে পারলে অনেকটাই সুবিধা হয়।
Holiday List in December
অক্টোবর মাস সম্পূর্ণ ও নভেম্বরের শুরুতে দুর্গাপুজো থেকে শুরু করে দীপাবলি, ভাইফোঁটা পেরিয়ে কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো একে একে শেষ হয়েছে। আর এই নভেম্বর মাসেও অনেক ছুটি (Holiday List) ছিল। কিন্তু এখন বাচ্চাদের স্কুলের ফাইনাল পরীক্ষার পালা, আর সচরাচর দেখতে পাওয়া যায় যে স্কুলে ডিসেম্বর মাসে অনেকটাই ছুটি থাকে সেটা বলাই বাহুল্য।
ডিসেম্বর মাসে সরকারি ছুটির তালিকা
ডিসেম্বর মাসকে ফেসটিভ সিজন বলা হয়। ডিসেম্বর মাসে লম্বা ৭ দিন ধরে ক্রিসমাস সেলিব্রেশন উপলক্ষে স্কুল, কলেজ বন্ধ থাকে, বিশেষ দিন গুলিতে সরকারি অফিস বন্ধ রাখা হয়। আর সকল পরীক্ষা শেষ হয়ে গেলে পড়ুয়াদের জন্য স্কুলে প্রায় ছুটি (Holiday List) থাকে এবং আগামী বছরের ২ রা জানুয়ারি থেকে নতুন করে ক্লাস শুরু করা হয়। আর আগের সরকারি ছুটির তালিকা অনুসারেই স্ররকারি কর্মীদের ছুটি থাকবে কোন অতিরিক্ত ছুটি সরকারের তরফে ঘোষণা করা হয়নি।
ব্যাঙ্ক এমন একটি জরুরী প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটি ব্যক্তি বিভিন্ন প্রয়োজনে যাওয়া আসা লেগেই থাকে। রিজার্ভ ব্যাঙ্ক বছরের শুরুতেই মাসের কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তার একটা তালিকা তৈরি করে রাখে, তবে প্রত্যেক জায়গার ব্যাঙ্ক বন্ধের তালিকা এক রকম হয় না। জায়গা ভেদে বিভিন্ন অনুষ্ঠান উৎসবে ব্যাঙ্ক বন্ধের তালিকা (Bank Holiday List) ভিন্ন হয়।
দেখে নেওয়া যাক ডিসেম্বর মাসের কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ রয়েছে। এই তালিকাটি আপনাদের অনেক উপকারে লাগবে। ব্যাঙ্ক বন্ধ থাকবে যে যে দিন গুলি সেই দিন গুলো বাদ দিয়ে আপনি বাকি দিন গুলিতে আপনার জরুরী কাজ সম্পন্ন করতে আপনি ব্যাঙ্কে যেতে পারবেন। ডিসেম্বর মাসে মোট ১৭ দিন ব্যাঙ্ক বন্ধ (Holiday List) থাকবে, এর মধ্যে রয়েছে দ্বিতীয়, চতুর্থ শনিবার ও রবিবার।
ডিসেম্বরে ব্যাঙ্ক ছুটির তালিকা
১ ডিসেম্বর – রবিবার – সর্বত্র সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৮ ডিসেম্বর – রবিবার – সাপ্তাহিক ছুটির জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০ ডিসেম্বর – মঙ্গলবার – মানবাধিকার দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১১ ডিসেম্বর – বুধবার – ইউনিসেফের জন্মদিন উদযাপন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ ডিসেম্বর – শনিবার – দ্বিতীয় শনিবারের জন্য ছুটি থাকবে।
১৫ ডিসেম্বর – রবিবার – সাপ্তাহিক ছুটি জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৮ ডিসেম্বর – বুধবার – গুরু ঘাসীদাস জয়ন্তী উপলক্ষে চণ্ডীগড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৯ ডিসেম্বর – বৃহস্পতিবার – গোয়া মুক্তি দিবস উপলক্ষে গোয়াতে সকল ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২২ ডিসেম্বর – রবিবার – সাপ্তাহিক ছুটি জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪ ডিসেম্বর – মঙ্গলবার – শহীদ দিবস উপলক্ষে মিজোরাম, মেঘালয়, পাঞ্জাব এবং চণ্ডীগড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ ডিসেম্বর – বুধবার – বড়দিন উপলক্ষে সর্বোচ্চ ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ ডিসেম্বর – বৃহস্পতিবার – বক্সিং ডে/কোয়ানজা জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৮ ডিসেম্বর – শনিবার – চতুর্থ শনিবারের জন্য ব্যাঙ্ক ছুটি থাকবে।
২৯ ডিসেম্বর – রবিবার – সাপ্তাহিক ছুটি জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩০ ডিসেম্বর – সোমবার – তমু লোসার উপলক্ষে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১ ডিসেম্বর – মঙ্গলবার – বছরের শেষ দিন উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
রেশন কার্ড বাতিল হল কোটি কোটি মানুষের। নাম দেখতে রেশন কার্ড স্ট্যাটাস চেক করুন
ডিসেম্বর মাসে কোন কোন দিন সরকারি ছুটি ও ব্যাঙ্ক বন্ধ থাকবে তার একটা সম্পূর্ণ তালিকা (Holiday List) আপনাদের সামনে তুলে ধরা হলো। আপনাদের যদি কোন গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে এই নির্দিষ্ট দিন গুলি বাদ দিয়ে ব্যাঙ্কে যাবেন এবং এর হিসাবে নিজেরা কবে কবে ছুটি নেওয়ার মাধ্যমে ঘুরতে যেতে পারবেন সেই জিনিসও ঠিক করে নিতে পারবেন।
Written by Shampa debnath