প্রকল্প

Vishwakarma Yojana: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন। 1 লাখ টাকার ঋণ পেতে বিশ্বকর্মা যোজনা অনলাইন রেজিস্ট্রেশন করুন

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) প্রকল্প (Government Scheme) সম্পর্কে আমরা সকলেই জানি। সমাজে পিছিয়ে থাকা সকল বর্গের মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য সরকারের তরফে অনেক সরকারি প্রকল্প বা স্কিম (प्रधानमंत्री विश्वकर्मा योजना) নিয়ে আসা হয়। কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে সূচনা করেছেন।

Pradhan Mantri Vishwakarma Yojana 2024

এই জনদরদী প্রকল্প গুলো মানব কল্যাণের উদ্দেশ্যে সূচনা করা হয়। বিভিন্ন পেশার মানুষদের জন্য আর্থিক সহায়তার দানের মাধ্যমে আর্থিক সুরক্ষা দেওয়া এবং কর্মে উৎসাহ বাড়ানোর জন্যই মূলত প্রকল্প গুলোর মাধ্যমে আর্থিক অনুদান দেওয়া হয়, এমনই একটি প্রকল্প হল পিএম বিশ্বকর্মা যোজনা (Vishwakarma Yojana). এই প্রকল্পটি চালু করা হয় ২০২৩ সালের ১৭ ই সেপ্টেম্বর।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ফর্ম ফিল আপ

১৭ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয় আর বিশ্বকর্মা ঠাকুরকে কারিগরদের দেবতা হিসেবে পূজিত করা হয়, এইজন্য এই দিনটিকে উপলক্ষ্য করে কেন্দ্রীয় সরকার দেশের কারিগরিদের পেশায় সামগ্রিক উন্নয়ন ঘটানোর জন্যই পিএম বিশ্বকর্মা যোজনা প্রকল্প (Vishwakarma Yojana) চালু করেন। আমাদের দেশের এমন অনেক ছোট কারিগর রয়েছেন, যাদের দক্ষতা থাকা সত্ত্বেও আর্থিক অনটনের জন্য নিজের ব্যবসাকে সম্প্রসারণ করতে পারেন না।

পিএম বিশ্বকর্মা যোজনা অনলাইনে সিএসসি আবেদন করুন

এই সমস্ত কারিগরদের একটা মোটা অংকের অনুদান দেওয়া হয়, যেই অনুদানের সাহায্য নিয়ে একজন কারিগর তাঁর ব্যবসাকে বা শিল্পকে সম্প্রসারণ ঘটাতে পারে এবং জীবন যাত্রাকে আরও উন্নত করতে পারে। এক বছরের বেশি সময় ধরে এই প্রকল্পের মাধ্যমে দেশের অনেক দক্ষ কারিগর জীবনে উন্নতি করেছেন। আপনিও যদি একজন কারিগর হয়ে থাকেন তাহলে পিএম বিশ্বকর্মা যোজনা (Vishwakarma Yojana) আবেদন করে আর্থিক অনুদান পেতে পারেন।

কিভাবে পিএম বিশ্বকর্মা যোজনা প্রকল্পে (Vishwakarma Yojana) আবেদন করবেন, এই প্রকল্পের আবেদনের যোগ্যতা কি, আবেদন পদ্ধতি ও আবেদনের জন্য অন্যান্য সব রকম তথ্য দেওয়া রয়েছে এই প্রতিবেদনে। ব্যাঙ্ক বা অন্য কোন প্রতিষ্ঠান থেকে লোন নিতে গেলে আপনাকে কোনো গ্যারান্টার রাখতে হয়, এছাড়াও আরও অনেক কিছু নিয়ম কানুন রয়েছে, তাই সবার পক্ষে ব্যাঙ্ক বা কোন প্রতিষ্ঠান থেকে খুব সহজে লোন নেওয়া সম্ভব হয় না।

কেন্দ্রীয় সরকারের পিএম বিশ্বকর্মা যোজনা মাধ্যমে আপনি কোন রকম গ্যারেন্টার ছাড়া এক লাখ টাকা পর্যন্ত খুবই অল্প সুদে ঋণ (Vishwakarma Yojana Instant Loan) পেতে পারবেন। আপনি আপনার দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতা দেখিয়ে খুব সহজে এই লোনের জন্য আবেদন করতে পারেন। আপনাকে শুধু এই প্রকল্পের মাধ্যমে লোন দেওয়া হবে তা নয়, আপনার কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি যাতে আরও বেশি উন্নতি করতে পারেন।

তার জন্য আপনার যে বিষয়ে কারিগরি দক্ষতা রয়েছে সে বিষয়ে আরও ভালোভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম দিকে একজন কারিগরকে ১ লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয় খুবই অল্প সুদে। আপনার ব্যবসা উন্নতি করার পরে এই লোন শোধ করার পরে আপনি ৩ লাখ টাকা পর্যন্ত লোন (Vishwakarma Yojana) পেতে পারেন।

পিএম বিশ্বকর্মা যোজনা যোগ্যতা

১) আপনাকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আপনাকে একটি কারিগরি শিল্পের সাথে যুক্ত থাকতে হবে।
৩) কোন সরকারি কর্ম কাণ্ডের সাথে যুক্ত থাকলে এই প্রকল্প আবেদন করতে পারবেন না।
৪) আপনার একটি জাতিগত শংসাপত্র থাকতে হবে।
৫) এই প্রকল্প আবেদনের জন্য সর্বনিম্ন বয়স হতে ১৮ বছর।

পিএম বিশ্বকর্মা যোজনা আবেদনের নথিপত্র

  • আধার কার্ড
  • জাতিগত শংসাপত্রের প্রমাণ
  • বয়সের প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজ ফটো
  • ব্যাঙ্কে পাস বুক
  • কারিগরি শিল্পের প্রমাণ
  • প্যান কার্ড
LPG Gas (রান্নার গ্যাস)

পিএম বিশ্বকর্মা যোজনা আবেদন পদ্ধতি

পিএম বিশ্বকর্মা যোজনায় আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, তার জন্য আপনাকে সর্ব প্রথম বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে। এরপর আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার ইনপুট করুন। এরপর একটি রেজিস্ট্রেশনের (Vishwakarma Yojana Registration) জন্য পেজ খুলবে, সেই পেজটিতে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। এরপর একটা আবেদনপত্র আসবে, সেটি সঠিকভাবে পূরণ করুন এবং যে যে ডকুমেন্ট চেয়েছে সেই গুলো স্ক্যান করে আপলোড করুন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম বাতিল করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের বড় আপডেট

সম্পূর্ণ আবেদনপত্রটি একবার মিলিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। এরপরে ভবিষ্যতের জন্য আবেদন ফর্মটির স্লিপটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন। এইভাবে আপনি খুব সহজেই পিএম বিশ্বকর্মা যোজনা (Vishwakarma Yojana) আবেদন করতে পারবেন। আবেদন সঠিক হলে এবং আপনি প্রকল্পের জন্য যোগ্য হলে, আপনার মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানানো হবে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হয়েছেন।
Written by Shampa Debnath

Related Articles