Aadhaar Update: আধার কার্ড আপডেট অনলাইন। আধার আপডেট লাস্ট ডেট জেনে করে ফেলুন
প্যান কার্ড ২.০ (PAN 2.0) এর পরে এবারে আধার কার্ড (Aadhaar Update) নিয়ে বড় আপডেট করা হল। আধার কার্ড (Aadhaar Card) একটি অতি গুরুত্বপূর্ণ নথি, যেটি বর্তমানে বিভিন্ন অফিসিয়াল কাজে, সরকারি প্রকল্পের ক্ষেত্রে, স্কুল কলেজে এডমিশনের জন্য, ব্যাংকিং ক্ষেত্রে, হোটেল বুকিং ক্ষেত্রে, পাসপোর্টের জন্য, চাকরি ক্ষেত্রে এছাড়া আরো অন্যান্য কাজে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র হিসেবে পরিগণিত হয়।
Aadhaar Update Online Check Update Status
আপনার আধার কার্ডটি যে সময় আপনি তৈরি করেছিলেন, তারপর থেকে যদি আপনি একবারের জন্য আপডেট না করে থাকেন, তাহলে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। আধার কার্ড ১০ বছর অন্তর আপডেট (Aadhaar Update) করা জরুরী এবং এটাই নিয়ম কেন্দ্রের তরফ থেকে। আধার কার্ডে যে সমস্ত তথ্য দেওয়া হয় যেমন – আপনার ঠিকানা বা মোবাইল নাম্বার, জন্ম তারিখ এই গুলো অনেক সময় পরিবর্তন হয়।
আধার কার্ড আপডেট অনলাইন
পরিবর্তিত ঠিকানা বা মোবাইল নাম্বার যদি আপনি আপনার আধারে আপডেট না করেন, তাহলে অফিসিয়াল কাজকর্মে আপনার আধার কার্ড ডকুমেন্ট হিসেবে দেখালেও, সেটি গণ্য বলে বিবেচিত করা হবে না। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনেক বারই আধার আপডেটের জন্য সময় সীমা নির্ধারণ করা হয়েছে। সরকার থেকে যে নির্দিষ্ট সময় সীমা দেওয়া হয় সেই সময় সীমার মধ্যে যদি আপনি আধার কার্ড আপডেট (Aadhaar Update) করেন।
UIDAI আধার কার্ড মোবাইল নম্বর চেক
তাহলে সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি আপনি করতে পারবেন। সময় সীমা পেরিয়ে গেলে আধার কার্ড আপডেট করার জন্য কিছু চার্জ পে করতে হবে আপনাকে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে আধার কার্ড আপডেটের জন্য ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় সীমা নির্ধারন করা হয়েছে। আপনাদের যাদের আধার কার্ড আপডেট (Aadhaar Update) করার প্রয়োজন রয়েছে, তাঁরা ১৪ ই ডিসেম্বরের মধ্যে এই দরকারি কাজটি করে ফেলুন।
আধার কার্ড আপডেট (Aadhaar Update) করার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) একটি নির্দিষ্ট ওয়েবসাইট ফলো করতে বলেছেন এবং সেখানেই লগইনের ব্যবস্থাও রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ঠিকানা, মোবাইল নাম্বার, জন্মতারিখ এই সমস্ত তথ্য পরিবর্তন করতে পারবেন এবং আধারে সেই গুলো আপডেট করতে পারবেন।
তবে বায়োমেট্রিক জনিত (Biometric Aadhaar Update) কোন পরিবর্তন করার ক্ষেত্রেও আঙ্গুলের ছাপ বা চোখের মণির ছাপ এই গুলো পরিবর্তন করতে হলে, আপনাকে এই লিংকের মাধ্যমে করা যাবে না। সে ক্ষেত্রে আপনাকে সরাসরি আধার কেন্দ্রে গিয়ে পরিবর্তন করতে হবে।
আধার কার্ড আপডেট করার পদ্ধতি
১) প্রথমে myAadhaar ওয়েবসাইট প্রবেশ করুন।
২) এরপর আপনার আধার নম্বর এবং ওটিপি যেটা রয়েছে সেটা দিয়ে লগইন করুন।
৩) এরপর মাই আধার অপশন পেয়ে যাবেন, সেখানেই ‘আপডেট ইওর আধার’ নামক অপশনটি পাবেন, এটাতে ক্লিক করে যে যে তথ্য গুলি আপনি পরিবর্তন করতে চাইবেন সেই গুলো লিখে আপলোড করুন।
৪) এরপর ‘ডকুমেন্ট আপডেট’ অপশনটিতে ক্লিক করুন।
৫) এরপর নথি আপলোড করুন, অবশ্যই স্ক্যান করে কপি আপলোড করবেন।
৬) এরপর ক্যাপচা এবং ওটিপি ইনপুট করুন।
৭) আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে।
৮) আধার কার্ডে যে মোবাইল নম্বরটি সংযুক্ত করা রয়েছে, সেই নাম্বারটিতে আপনার আধার কার্ড যে আপডেট হয়েছে, সেটা নিশ্চিতকরণ করানোর জন্য একটা মেসেজ দেওয়া হবে।
৯) তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আধার আপডেট হয়েছে।
আধার কার্ড আপডেট এর জন্য সর্ব প্রথম সময় সীমা দেওয়া হয়েছিল ২০২৩ সালের ২৩ শে জুন। এরপর সময় সীমা বৃদ্ধি করে করা হয়েছিল ১৪ শে সেপ্টেম্বর। এখনো পর্যন্ত অনেক ব্যক্তির আধার আপডেট (Aadhaar Update) করা হয়নি বলে, সেই সময় নির্ধারণ করা হয়েছে ১৪ ই ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। আধার কার্ড যেহেতু একটি গুরুত্বপূর্ণ নথি এবং সরকারি।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন। 1 লাখ টাকার ঋণ পেতে বিশ্বকর্মা যোজনা অনলাইন রেজিস্ট্রেশন করুন
বেসরকারি প্রত্যেকটি কাজের জন্য জরুরি ডকুমেন্ট হিসেবে গণ্য করা হয়, তার জন্য আপনার ঠিকানা, মোবাইল নাম্বার, জন্ম তারিখ এই সমস্ত তথ্য পরিবর্তন করতে হলে, সেটি আধারে আপডেট হওয়াটা খুব জরুরী। তাই আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আধার আপডেট (Aadhaar Update) করিয়ে নিন, না হলে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এমনটাই মনে করছেন অনেকে।
Written by Shampa Debnath