অর্থনীতি

Bank FD Interest Rates: ফিক্সড ডিপোজিট সুদের হার 8.49%. ব্যাঙ্ক গ্রাহকরা বিস্তারিত জানুন

ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট সুদের হার (Bank FD Interest Rates) কত এখন? এই প্রশ্ন তখনই সকলের মাথায় আসে যখন মানুষেরা বিনিয়োগ করতে চায়। আর এখন মানুষের রোজগার যতই কম হোক না কেন সকলেই নিজেদের রোজগারের টাকা থেকে জমাতে চেষ্টা করে থাকেন। কিন্তু অনেক ধরণের বিনিয়োগ নিয়ে আর্থিক দুর্নীতি হওয়ার জন্য এখন সকলেই বিনিয়োগ করতে ভয় পান।

Indusind HDFC Bank FD Interest Rates

আর ফিক্সড ডিপোজিট স্কিম বহু বছর ধরে মানুষের কাছে সেরা বিনিয়োগ মাধ্যম হয়ে উঠেছে। আর এবারে দেশের এক ব্যাঙ্কের তরফে সুদের হার (Bank FD Interest Rates) বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এবারে অনেকেই যারা ফিক্সড ডিপোজিটে টাকা জমাতে চাইছিলেন তারা এই সুযোগকে কাজে লাগাতে পারবেন। প্রত্যেকটি ব্যক্তি ব্যাঙ্কে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করেন।

Indusind Bank FD

তবে বর্তমানে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের থেকে ফিক্সড ডিপোজিট করে টাকা বিনিয়োগ করায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন মানুষজন। প্রত্যেকটি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে উচ্চ হারে সুদ প্রদান করা হয়। আপনিও যদি বিনিয়োগ করে উচ্চ লাভ করতে চান, তাহলে এই ব্যাঙ্কের এফডিতে (Bank FD Interest Rates) কত শতাংশ সুদ দিচ্ছে সেটা জেনে নেওয়া দরকার।

ফিক্সড ডিপোজিট সুদের হার

আপনি যদি Indusind Bank-র একজন গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ সুবিধা। Indusind Bank বর্তমানে ফিক্সড ডিপোজিট এর উপর সুদের হার বৃদ্ধি করেছে। Indusind Bank দেশের বেসরকারি ব্যাংক গুলোর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় ব্যাংক। এই ব্যাঙ্কে ২৬ শে নভেম্বর ২০২৪ থেকে ফিক্সড ডিপোজিট (FD) উপর সুদের হার বৃদ্ধি করেছে।

বর্তমানে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার রয়েছে ৭.৯৯% এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৮.৪৯%। আপনি যদি উচ্চ সুদের হারে লাভ করতে ইচ্ছুক (Bank FD Interest Rates). এছাড়া নিরাপদ ও বিশ্বস্ত জায়গায় বিনিয়োগ করার কথা ভাবেন তাহলে Indusind Bank-র FD তে এই মুহূর্তে বিনিয়োগ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।

Know FD Interest Rates

৭ থেকে ৩০ দিনের মেয়াদে আপনি যদি বিনিয়োগ করেন, তাহলে এই ব্যাঙ্ক ৩.৫০% সুদ প্রদান করছে। ৩১ থেকে ৪৫ দিনের মেয়াদে বিনিয়োগ করলে এই ব্যাঙ্ক বর্তমানে ৩.৭৫% সুদ প্রদান করছে। আপনি যদি ৪৬ থেকে ৯০ মেয়াদে বিনিয়োগ করেন, তাহলে ব্যাঙ্ক ৪.৭৫% সুদ দেবে (Bank FD Interest Rates). ১২১ থেকে ১৮০ দিন আপনি যদি এই মেয়াদের FD করেন, তাহলে এই ব্যাঙ্ক ৫% সুদ প্রদান করছে।

১৮১ থেকে ২১০ দিন আপনি যদি এই সময়ের মেয়াদে বিনিয়োগ করেন তাহলে এই ব্যাঙ্ক সুদের হার করেছে ৫.৮৫%। ২১১ থেকে ২৬৯ দিন এই মেয়াদের জন্য সুদের হার দেওয়া হচ্ছে ৬.১০% (Bank FD Interest Rates). আপনি যদি এক বছর মেয়াদী FD-তে বিনিয়োগ করেন তাহলে এই ব্যাঙ্ক থেকে সর্বোচ্চ ৭.৭৫% সুদ পাবেন। ২ থেকে ৩ বছর মেয়াদের জন্য আপনি যদি বিনিয়োগ করেন, তাহলে FD-র জন্য সুদের হার ৭.২৫% দেওয়া হচ্ছে।

Aadhaar Update (আধার কার্ড আপডেট)

৫ বছরের ট্যাক্স সেভিং FD আপনি যদি এই বছরের মেয়াদে বিনিয়োগ করেন তাহলে ব্যাঙ্ক আপনাকে ৭.২৫% সুদ দেবেন। পাঁচ বছরের মেয়েদের আপনি যদি বিনিয়োগ করেন তাহলে ট্যাক্স রেট অনেকটাই কম পাবেন। একটি দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিট (Bank FD Interest Rates). ৬১ মাসের জন্য বিনিয়োগ করলে আপনি সুদ পাবেন ৭ শতাংশ। Indusind Bank সাধারণ নাগরিকদের থেকে প্রবীণ নাগরিকদের জন্য বেশি সুবিধা প্রদান করছে।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC নিয়ে আপডেট। গ্রাহকদের এখন কি করতে হবে?

সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণরা ০.৫০% বেশি সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার থাকছে এই মুহূর্তে ৮.৪৯%। প্রত্যেকটি ব্যক্তি উচ্চ সুদের হারে বিনিয়োগ করতে চান, তার কারণ তাতে লাভজনক রিটার্ন পাওয়া যায়। এই ব্যাঙ্ক এই মুহূর্তে সুদের হার বৃদ্ধি করেছে, তাই আপনি যদি এই ব্যাঙ্ক একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার পছন্দ মতন একটি বছরের মেয়াদের ভিত্তিতে FD-তে বিনিয়োগ করে লাভজনক রিটার্ন পেয়ে যান।
Written by Shampa Debnath.

Related Articles