Ration Items List: ডিসেম্বর মাসে রেশনে বড় পরিবর্তন! কোন কার্ডে কত রেশন সামগ্রী পাবেন?
মাসের শুরুতেই সকল মানুষের রেশন সামগ্রী (Ration Items List) নিয়ে চিন্তা থাকে, কারণ এখন পর্যন্ত দেশ সহ রাজ্যে এমন কোটি কোটি মানুষ আছে যারা রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে পাওয়া এই খাদ্য সামগ্রীর মাধ্যমে নিজেদের সংসার চালিয়ে থাকেন। আর সময়ে সময়ে মানুষদের ভালো কথা চিন্তা করে সরকারের তরফে বেশি সামগ্রী দেওয়া হয়ে থাকে (Government of West Bengal).
Ration Items List for Different Ration Card Holders
ডিসেম্বর মাসে রাজ্যবাসীর জন্য এবার রেশনের ক্ষেত্রে আসতে চলেছে বিরাট পরিবর্তন। বর্ষশেষে রাজ্যের অসংখ্য রেশন গ্রাহকদের বেশ কয়েকটি যোজনার অধীনে মাথা পিছু অতিরিক্ত রেশন পাওয়ার সম্ভাবনা তৈরি হল। তবে, অন্যান্য মাসের তুলনায় এবার বিনামূল্যে রেশন দ্রব্য প্রদানের (Free Ration Items List) ক্ষেত্রে এসেছে বড়ো পরিবর্তন।
পশ্চিমবঙ্গে রেশন সামগ্রীর তালিকা
বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নথি হল রেশন কার্ড। বিশেষ করে দেশের দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য এই রেশন কার্ড অত্যন্ত জরুরি। প্রত্যেক মাসেই বিভিন্ন প্রকারের রেশন কার্ডের মধ্যে কোন কার্ডে কতটা রেশন সামগ্রী বরাদ্দ (Ration Items List) করেছে সরকার, তা খাদ্য দপ্তরের (Department of Foods & Supplies) তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়ে থাকে।
রেশন কার্ড কত কিলো খাদ্য সামগ্রী পাবেন?
সাধারণত প্রায় অধিকাংশ মাসের শুরুতেই রেশন কার্ড উপভোক্তারা কী পরিমাণ খাদ্য সামগ্রী রেশন থেকে পাবেন তা নির্ধারণ করা হয়ে থাকে। সেই মতো নভেম্বর মাসের শেষেই ডিসেম্বর মাসে কী পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যাবে তা নির্ধারণ করা হয়। পাশাপাশি নিয়ম অনুসারে, কোন রেশন কার্ড উপভোক্তা কত পরিমাণ খাদ্য সামগ্রী (Ration Items List) পাবেন তা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হয়।
আর সেখানেই পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে আসন্ন ডিসেম্বর মাসে বেশ কিছু বিশেষ রেশন কার্ড গ্রাহকদের আলাদা আলাদা পরিমানে সামগ্রী (Ration Items List) দেওয়া হয়ে থাকবে। তাহলে আপনাদের কাছে থাকা রেশন কার্ডের অনুসারে আপনারা কত কিলো করে সামগ্রী পাবেন সেই সম্পর্কে জেনে নিন।
1) AAY Ration Card – রাজ্যের অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড হোল্ডাররা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পাবেন। এই কার্ড রয়েছে এমন ব্যক্তিদের পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম একেবারে বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি দেওয়া হবে ১ কেজি করে চিনি। তবে চিনিটি কত টাকায় দেওয়া হবে, সেটি রেশন দোকানের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে।
2) SPHH & PHH Ration Card – রাজ্যে স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড ও প্রায়োরিটি হাউস হোল্ড এই দুই প্রকার রেশন কার্ড যাদের রয়েছে সেই সকল পরিবারের সদস্যরা জুলাই মাসে মাথাপিছু ২.৫ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি ৫০০ গ্রাম করে গম বিনামূল্যে পেয়ে যাবেন। উভয় প্রকার রেশন কার্ডধারী ব্যক্তিদেরই আটা অথবা গম দুটি খাদ্য দ্রব্যই এক সাথে দেওয়া হবে না, তারা যে কোনো একটি পেতে পারেন।
3) RKSY – 1 & RKSY – 2 Ration Card – রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনা ১ ক্যাটাগরির অধীনে বিনামূল্যে মাথা পিছু ৫ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। এই ক্যাটাগরির রেশন কার্ডধারীরা সবচেয়ে কম পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন (Ration Items List). এই কার্ডের উপভোক্তাদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে মাথাপিছু ২ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের জঙ্গল মহল এলাকায় বসবাসকারী মানুষদের বিশেষ প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন সামগ্রী (Ration Items List) প্রদান করা হবে। জঙ্গল মহল ছাড়াও পাহাড়ের বাসিন্দা, চা বাগানের কর্মী রেশন কার্ড ধারী ব্যক্তিরাও ডিসেম্বর মাসে অতিরিক্ত রেশন সামগ্রী পেতে চলেছেন। রাজ্যের সকল দরিদ্র সাধারণ নাগরিকদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকারের রেশন সংক্রান্ত এই বিরাট ঘোষণায় খুশির আমেজ সমগ্র রাজ্যবাসীর মধ্যে।
Written by Sampriti Bose