Banglar Bari: ফ্রিতে বাড়ি দিচ্ছে সরকার! বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন
গরীব মানুষদের মাথায় ছাদ দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্প (Banglar Bari Scheme) নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). আমরা সকলেই পিএম আবাস যোজনা (PM Awas Yojana), বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) প্রকল্পের মাধ্যমে যেই সকল মানুষেরা কেন্দ্র সরকারের তরফে টাকা পাচ্ছিলেন না তাদের রাজ্য সরকারের তরফে টাকা দেওয়া হবে।
Banglar Bari Prakalpa Online Apply
নিজের একটা স্বপ্নের বাড়ি করতে কে না চায়? স্বপ্ন থাকলেই তো সেটাকে বাস্তবায়ন করা সব সময় সম্ভবপর হয় না। মধ্যবিত্ত ব্যক্তির পক্ষে জীবনের রক্ত জল করা টাকা দিয়েও অনেক সময় নিজের স্বপ্নের ফ্ল্যাট বা বাড়ি কেনা হয়ে ওঠেনা। মনের স্বপ্ন মনেই রেখে দিতে হয়। আপনার সেই স্বপ্ন এখন হাতের মুঠোয়! শুধু আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একটি Banglar Bari প্রকল্পে আবেদন জানাতে হবে।
বাংলার বাড়ি সকলের জন্য বাসস্থান (ইউ)
নতুন বছর শুরুর আগেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পের (Banglar Bari) অধীনে সৌন্দর্যবর্ধন প্রকল্পে কলকাতা শহরের আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের ফ্ল্যাট দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার যে রকম বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে নিম্ন, দরিদ্র ব্যক্তিদের মাথার উপর ছাদ গড়ে দিচ্ছেন, ঠিক একই রকম হবে কলকাতার শহরে যে সমস্ত আর্থিকভাবে দুর্বল পরিবার গুলো রয়েছে, তাদের জন্য ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে সৌন্দর্যবর্ধন প্রকল্প
বাগবাজারের সারদা মায়ের বাড়ির আশেপাশে যে অঞ্চল রয়েছে, সেখানে ফ্ল্যাট গুলো তৈরি করার কাজ শুরু হবে। মোট ৩০০ টি ফ্ল্যাট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে মেয়র ফিরহাদ হাকিম ফ্ল্যাট তৈরির সাইট পরিদর্শন করতে শুরু করেছেন, যাতে কাজ খুবই দ্রুততার সাথে এগিয়ে যেতে পারে। ফিরহাদ হাকিমের এই ফ্ল্যাট প্রকল্পের নাম সৌন্দর্যবর্ধন প্রকল্প। আগামী দূর্গা পূজার মধ্যেই ফ্ল্যাট তৈরি দ্বিতীয় ধাপের কাজও শেষ করার পরিকল্পনা চলছে (Banglar Bari).
বাগবাজার অঞ্চল কেন্দ্রিক যে সমস্ত বস্তি বাড়ি গুলো রয়েছে, তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য এবং মাথার উপর একটি ছাদ দেওয়ার জন্যই এই প্রকল্পে সূচনা করা হয়েছে। কলকাতায় বস্তি অঞ্চলের প্রথম ২০০ টি পরিবার এই ফ্ল্যাট পাবে। প্রতিটি ফ্লোরে চারটি করে ফ্ল্যাট থাকবে। সারদা মায়ের বাড়ির আশপাশ জুড়ে এরকম নতুন করে আবাসন তৈরি করা হচ্ছে।
ঠিক অনুরূপভাবে আবাসনের কাছাকাছি রাস্তা গুলো নতুন করে তৈরি করা হচ্ছে। রাস্তায় চারিদিকে গাছের লাগানো হচ্ছে। একটা সুসজ্জিত আকর্ষণীয়ভাবে বাগবাজারের সারদা মায়ের বাড়ির চারপাশটি নতুন করে গড়ে তোলা হচ্ছে। কলকাতা শহরের বস্তি বাড়ির আর্থিকভাবে দুর্বল মানুষ গুলো ফিরাদ হাকিমের এই প্রচেষ্টা ও Banglar Bari প্রকল্পকে সাধুবাদ জানিয়েছেন।
Written by Shampa debnath