PM Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরি নতুন আবেদন করুন অনলাইনের মাধ্যমে

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana Urban 2.0) প্রকল্পে নতুন আবেদন শুরু হল। কিন্তু এবারে পিএম আবাস যোজনা শহরি (Pradhan Mantri Awas Yojana Urban) জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে। আমরা সকলেই জানি যে আবাস যোজনা (Awas Yojana) স্কিমে গ্রামীণ ও শহরি এই দুই ভাবে শহর ও গ্রামের মানুষদের নিজের মাথার ছাদ পাওয়ার জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে।
PM Awas Yojana Government Scheme Online Apply
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনসাধারণের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন, যেই গুলির মাধ্যমে দেশের জনগণ আর্থিক সহায়তা পেয়েছে। প্রধানমন্ত্রীর সূচনা করা যে সকল প্রকল্প খুবই জনপ্রিয়তা লাভ করেছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হল পিএম আবাস যোজনা প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার যারা রয়েছেন।
পিএম আবাস যোজনা লিস্ট ২০২৪
যাদের একটি পাকা বাড়ি নেই সেই সমস্ত পরিবারকে এই প্রকল্পের মাধ্যমে একটি পাকা বাড়ি তৈরি করার জন্য টাকা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় দেশের ১ কোটি নতুন বাড়ির নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ্যে ১.১৮ কোটি বাড়ি ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় অনুমোদিত হয়েছে। ৮৫.৫ লক্ষেরও বেশি বাড়ি ইতিমধ্যেই উপভোক্তা পেয়ে গিয়েছেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ৯ আগস্ট ২০২৪ তারিখে PMAY 2.0 অনুমোদন করেছে। এর ফলে উপভোক্তাদের সুবিধা আরও বাড়বে। কেন্দ্রীয় সরকার বাড়ি নির্মাণের জন্য প্রতি ইউনিটে ২.৩০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। এই প্রকল্পটি বিভিন্ন বিভাগে ভাগ করা হয়েছে, যাতে সকল উপভোক্তা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে পারেন।
যেমন সুবিধাভোগী নেতৃত্বাধীন নির্মাণ (BLC), অংশীদারিত্বে সাশ্রয়ী মূল্যের আবাসন (AHP), সাশ্রয়ী মূল্যের ভাড়া আবাসন (ARH), এবং সুদ ভর্তুকি প্রকল্প (ISS). আপনি যদি এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে জেনে নিন এই প্রকল্পে আবেদনের জন্য কি কি নথিপত্র প্রয়োজন হবে। আর আবেদন কিভাবে করতে পারবেন।
আবাস যোজনা আবেদন নথিপত্র
- আবেদনকারী এবং পরিবারের সদস্যদের আধার প্রমাণ।
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
- পারিবারিক আয়ের শংসাপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
- জমির নথি।
পিএম আবাস যোজনা আবেদন পদ্ধতি
১) সবার প্রথমে PMAY Urban অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন।
২) এরপর হোমপেজে একবার, “Apply for PMAY-U 2.0” বিকল্পটি খুজে ক্লিক করুন।
৩) এরপর আপনার পরিচয় নিশ্চিত করবে, আপনার আধার কার্ড নাম্বার ইনপুট করুন।

৪) আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিংক থাকতে হবে।
৫) এরপর যে PM Awas Yojana Urban Form আসবে, সেই ফর্মটি আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে পূরণ করুন।
৬) আপনার ফর্ম জমা হয়ে গেলে, এটি সাবমিট করুন।
পিএম কিষান যোজনায় কৃষকবন্ধুরা এবার বেশি টাকা পাবে? পিএম কিষান সম্মান নিধি যোজনা লিস্ট
আপনারা যারা এখনো পর্যন্ত PMAY 2.0 এই প্রকল্প আবেদন করেননি, তারা খুব সহজ পদ্ধতিতে আবেদন করুন। এই প্রকল্পের মাধ্যমে দেশের জনগণকে বাড়ি নির্মাণের জন্য উদ্যোগ আরও ত্বরান্বিত করা হচ্ছে। ভবিষ্যতে আরও কোটি কোটি মানুষদের এই প্রকল্পের ছাদের তোলায় নিয়ে আসা হবে বলে মনে করা হচ্ছে।
Written by Shampa Debnath



