অর্থনীতি

১৩% সুদের সঞ্চয় প্রকল্প! ফিক্সড ডিপোজিট ভুলে যাবেন সকলে

Investment Scheme SIP Mutual Fund

বর্তমান বাজারে ফিক্সড ডিপোজিট (FD) সুদের হার অনেকটাই কমে গেছে। তাই সকলে নতুন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে পছন্দ করছেন। সাধারণত ৬% থেকে ৭.৫% এর মধ্যে সুদ পাওয়া যায়। কিন্তু এমন এক সঞ্চয় প্রকল্প রয়েছে যেখানে আপনি পেতে পারেন প্রায় ১৩% পর্যন্ত সুদ! আর এবারে সেই সকল স্কিম সম্পর্কে জেনে নেওয়া যাক, যাতে বেশি পরিমাণ টাকা পাওয়া যায়।

১৩% সুদে সেরা সঞ্চয় প্রকল্প কেন ফিক্সড ডিপোজিটের বিকল্প খুঁজবেন?

এই প্রকল্পটি হলো স্মলকেস ইনভেস্টমেন্ট প্ল্যান, যা মূলত স্টক মার্কেট ভিত্তিক কিন্তু পরিকল্পিত পদ্ধতিতে পরিচালিত হয়।স্মলকেস মূলত এমন এক প্ল্যাটফর্ম যেখানে আপনার বিনিয়োগ হয় বিভিন্ন থিমভিত্তিক স্টকে, যেই গুলো দীর্ঘমেয়াদে উচ্চ রিটার্ন দেয়, এটি কোনো সাধারণ শেয়ার ট্রেডিং নয়, পোর্টফোলিও ম্যানেজার ও বিশ্লেষকরা নির্ধারিত স্টকে আপনার টাকা বিনিয়োগ করেন। এরই সঙ্গে আপনারা SIP, Mutual Fund স্কিমেও জেনে নিয়ে বিনিয়োগ করতে পারবেন।

স্মলকেস ফান্ড কিভাবে কাজ করে?

স্মলকেস হলো এমন একটি বিনিয়োগ মাধ্যম যেখানে একটি নির্দিষ্ট থিম বা লক্ষ্য নিয়ে এক গুচ্ছ স্টকে অর্থ বিনিয়োগ করা হয়। EV (Electric Vehicle) থিম স্মলকেসে থাকবে সেই সব কোম্পানির স্টক যারা EV নিয়ে কাজ করছে, Dividend Yield স্মলকেসে থাকবে উচ্চ লভ্যাংশ প্রদানকারী কোম্পানি গুলোর স্টক। এই বিনিয়োগ গুলো সাধারণত – দীর্ঘমেয়াদী হয়, ঝুকি নিয়ন্ত্রিত থাকে।

কে এই সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে পারেন?

ফিক্সড ডিপোজিটে কম সুদে অসন্তুষ্ট, মাঝারি ঝুকিতে দীর্ঘ মেয়াদে ভালো রিটার্ন চান, স্টক মার্কেট নিয়ে আগ্রহী কিন্তু নিজে বুঝে ট্রেড করতে চান না, যদি আপনি একটি ভালো সেভিংস প্ল্যান খুজছেন, তবে এটি হতে পারে আপনার জন্য আদর্শ একটি বিকল্প।

৭.৭% সুদ! পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস স্কিমে দ্রুত টাকা দ্বিগুণ

বিনিয়োগের আগে মাথায় রাখুন

এটি ব্যাংকের মতো নিশ্চয়তা যুক্ত নয়, বাজারের ওঠা নামার উপর নির্ভর করে রিটার্ন কম বা বেশি হতে পারে, দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ছাড়া বিনিয়োগ করবেন না, স্মলকেস ছাড়াও কিছু বিকল্প স্কিম রয়েছে যেই গুলিতে আপনি তুলনা মূলকভাবে বেশি রিটার্ন পেতে পারেন, Mutual Funds (Equity Oriented) – ১০ – ১৫% সম্ভাব্য রিটার্ন, NPS (National Pension Scheme) – ৮ – ১০% সম্ভাব্য রিটার্ন, REITs (Real Estate Investment Trusts) – ৯ – ১২% সম্ভাব্য রিটার্ন।

Related Articles