লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখন বোনাস মিলবে? এই মহিলাদের জন্য সরকারি প্রকল্পে ভাতা কবে বাড়বে?
Government of West Bengal
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar Scheme). এবার সেই প্রকল্পে নতুন করে ভাতা বৃদ্ধির ঘোষণা আসতে চলেছে বলেই সূত্রের খবর। বিশেষত, পুজোর আগেই কিছু শ্রেণির মহিলারা পেতে পারেন অতিরিক্ত বোনাস বা বাড়তি টাকা। সূত্র অনুযায়ী, এই ঘোষণা হতে পারে জুলাই মাসের শেষ দিক বা আগস্টের প্রথম সপ্তাহে।
লক্ষ্মীর ভাণ্ডার কারা এই বাড়তি ভাতা পাবেন?
সরকারি সূত্রে খবর অনুযায়ী, রাজ্য সরকারের তরফে মূলত সাধারণ এবং তপশিলি জাতি/উপজাতির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ভাতা পেয়ে থাকেন। এবার সেই তালিকাতেই সংযোজন হতে পারে বোনাস সুবিধা। ২৫ – ৬০ বছর বয়সি মহিলারা যাঁরা পরিবারের উপার্জনক্ষম নন, তপশিলি জাতি (SC) ও তপশিলি উপজাতি (ST) বিভাগের মহিলা উপভোক্তারা, যাঁদের মাসিক আয় নির্দিষ্ট সীমার নিচে, এই তালিকার বাইরে থাকা মহিলারাও ভবিষ্যতে বিশেষ অবস্থায় এই বোনাস পেতে পারেন, এমন সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
কত টাকা বোনাস বা বাড়তি ভাতা দেওয়া হতে পারে?
রাজ্য সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে, পুজোর আগে এককালীন 1000 বোনাস ভাতা দেওয়া হতে পারে। এই টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পাঠানো হবে।
লক্ষ্মীর ভাণ্ডার ভাতা কবে বাড়বে?
বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা 1200 এবং সাধারণ শ্রেণির মহিলারা 1000 মাসে পান। এবার সেই মাসিক ভাতাও 200 – 300 পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা চলছে। কিন্তু কিছু সরকারের তরফে এখনও কিছু এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি আর এই সকল খবর ভুয়ো হতে পারে সেই জন্য মা বোনেদের কাছে অনুরধ যে এই রকম খবরে কান দেবেন না আর পারলে সঠিক তথ্য যাচাই করে নিন।
উপসংহার
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বহু মহিলার জীবনে আর্থিক স্থিতি এনে দিয়েছে। এবার পুজোর আগে যদি বোনাস ভাতা ও মাসিক ভাতা বৃদ্ধি বাস্তবে রূপ নেয়, তবে সেটা রাজ্যের লাখ লাখ মহিলার জন্য হবে এক বড় উৎসবের উপহার। কিন্তু এই জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে সকলকে এবারে দেক্ষার অপেক্ষা যে আগামী দিনে এই নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়।



