SBI Clerk Notification 2025: স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ, ক্লার্ক পদে স্থানীয় ভাষা জানলেই পার্মানেন্ট সরকারি চাকরি পাওয়ার সুযোগ
State Bank of India

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI Clerk Notification 2025) ২০২৫ সালের জন্য ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে দেশের বিভিন্ন রাজ্যে বহু শূন্যপদে নিয়োগ হবে। যারা দীর্ঘদিন ধরে একটি স্থায়ী ও সম্মানজনক চাকরির খোঁজ করছেন, তাদের জন্য এই নিয়োগ বিশেষ গুরুত্বপূর্ণ। ক্লার্ক, শূন্যপদ ৬,৫৮৯, নিয়োগ হবে রাজ্যভিত্তিক এবং স্থানীয় ভাষা অনুযায়ী।
SBI Clerk Notification 2025 Apply Date
স্টেট ব্যাংকে কর্মী নিয়োগের অনলাইন আবেদন শুরু ৬ আগস্ট ২০২৫, আবেদন শেষ ২৬ আগস্ট ২০২৫, প্রিলিমিনারি পরীক্ষা অক্টোবর – নভেম্বর ২০২৫, মেইন পরীক্ষা ডিসেম্বর ২০২৫। এই সময়ের মধ্যেই সকলকে নিজেদের আবেদন করে নিতে হবে। এই স্টেট ব্যাংকে চাকরি সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।
আবেদনের যোগ্যতা ও বয়স
এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীও আবেদন করতে পারবে, যদি তারা ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে স্নাতক সম্পন্ন করে। ১ এপ্রিল ২০২৫ অনুযায়ী বয়স হতে হবে ২০ – ২৮ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
SBI Clerk Notification 2025 Exam
এই নিয়োগ প্রক্রিয়া ৩ ধাপে হবে – প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস পরীক্ষা, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট (LLPT). প্রিলিমস মোট নম্বর ১০০, সময় ১ ঘণ্টা, বিষয় ইংরেজি, গাণিতিক দক্ষতা, রিজনিং। মেইনস মোট নম্বর ২০০ সময় ১ ঘণ্টা ৪০ মিনিট, বিষয় সাধারণ জ্ঞান, ইংরেজি, কোয়ান্ট, রিজনিং ও কম্পিউটার, প্রতিটি পরীক্ষাতেই ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।
এই নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থানীয় ভাষা জ্ঞান। আপনি যে রাজ্যে আবেদন করছেন, সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে, বলতে, বুঝতে পারে, এমন দক্ষতা থাকা বাধ্যতামূলক। মাধ্যমিক / উচ্চ মাধ্যমিকে ওই ভাষা বিষয় হিসাবে পড়লে LLPT দিতে হবে না, না পড়লে নিয়োগের পর Local Language Proficiency Test দিতে হবে, এই টেস্টে ফেল করলে নিয়োগ বাতিল হয়ে যেতে পারে।
বেতন কাঠামো ও সুবিধা
চাকরির সঙ্গে মিলবে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা – প্রারম্ভিক বেসিক বেতন – ২৬,৭৩০, ইন হ্যান্ড স্যালারি – ৪৫,০০০ – ৪৬,০০০, সঙ্গে থাকবে পিএফ, গ্র্যাচুইটি, মেডিকেল, এলটিসি, ট্রান্সফার সুবিধা ইত্যাদি।
আগস্ট মাসে কোন কোন সরকারি চাকরির আবেদন করতে পারবেন? মাধ্যমিক পাশ প্রার্থীরা অবশ্যই দেখুন
Why SBI Clerk Notification 2025 is Trust Worthy?
এটা স্থায়ী সরকারি চাকরি, কোনো বন্ড নেই, পদোন্নতির সুযোগ রয়েছে, ব্যাঙ্কিং সেক্টরে ভবিষ্যৎ নিরাপদ, কর্মস্থল মূলত নিজের রাজ্যেই।



