পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমের নাম শুনেছেন? টাকা রাখলেই ফেরত পাবেন দ্বিগুন
ভারতজুড়ে চলতে থাকা মূল্যবৃদ্ধির কারণে ভারতের সাধারণ নাগরিকরা ক্রমান্বয়ে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহী হয়ে উঠেছে। আর তাই বিভিন্ন ক্ষেত্রে ঝুঁকিহীন বিনিয়োগের মাধ্যমে ভারতীয় জনসাধারণ এই মূল্যবৃদ্ধিকে এড়াতে চাইছে। আর তাই বিভিন্ন ব্যাংকের নানা ধরনের স্কিম, পলিসি থেকে শুরু করে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের অধীনে মানুষ বিনিয়োগ করে থাকে। তবে বিভিন্ন ব্যাংকের স্কিম কিংবা পলিসির তুলনায় সাধারণ নাগরিকরা পোস্ট অফিসের নানা প্রকার স্কিমের অধীনে বিনিয়োগকে বারংবার বেছে নিয়েছেন। কারণ পোস্ট অফিসের স্কিমগুলিতে প্রচুর টাকা রিটার্ন পাওয়া যায় এবং পোস্ট অফিসের স্কিমগুলি কোনোভাবে শেয়ার মার্কেট এর সাথে যুক্ত না হওয়ায় এক্ষেত্রে কোনোরকম ঝুঁকি থাকে না। অর্থাৎ পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগের মাধ্যমে আপনিও কোনোরকম ঝুঁকি ছাড়াই নিশ্চিত রিটার্ন পেতে পারেন।
তবে বিনিয়োগ করবেন ভাবলেই তো হলো না। পোস্ট অফিসের কোন স্কিমের অধীনে বিনিয়োগ করলে কি সুবিধা পাওয়া যাবে, কতোদিনের জন্য বিনিয়োগ করতে হবে, নূন্যতম কতো টাকা বিনিয়োগ করা যায়, কতো হারে ওই স্কিমের অধীনে সুদ প্রদান করা হয়ে থাকে এই সমস্ত তথ্যগুলি জানাও বিশেষ প্রয়োজন। আর তাই আজ আমরা নাগরিকদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকে এই পোস্টে ভারতীয় ডাক বিভাগের এমন একটি বিশেষ স্কিম নিয়ে আলোচনা করা হবে যাতে বিনিয়োগের মাধ্যমে আপনারা আপনাদের বিনিয়োগকৃত অর্থকে দ্বিগুণ করতে পারবেন।
ভারতীয় ডাক বিভাগের তরফে কার্যকরী এই বিশেষ স্কিমটি টাইম ডিপোজিট স্কিম নামে পরিচিত। এই স্কিমের অধীনে আপনি এক বছর, দুই বছর, তিন বছর কিংবা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। তবে ১ বছর, ২ বছর, ৩ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে ৫.৫ শতাংশ হারে সুদ প্রদান করা হবে। অন্যদিকে পাঁচ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে ৬.৭ শতাংশ হারে সুদ প্রদান করা হবে। অন্যদিকে এই একই স্কিমের অধীনে প্রবীণ নাগরিকরা ৫ বছরের জন্য বিনিয়োগ করলে তাদের ৭.৪ শতাংশ হারে সুদ প্রদান করা হয়ে থাকে ভারতীয় ডাক বিভাগের তরফে। তবে এক্ষেত্রে আপনার বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ করার জন্য আপনাকে দীর্ঘ সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে হবে। কারণ একমাত্র দীর্ঘ সময়ের বিনিয়োগে চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয়ে থাকে আর এই চক্রবৃদ্ধি সুদের মাধ্যমেই আপনার টাকা আপনি দ্বিগুণ করে নিতে পারবেন। বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ করার ক্ষেত্রে আপনাকে অন্ততপক্ষে ১০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।
এছাড়াও এই স্কিমের অধীনে আপনারা একক কিংবা যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে একত্রে তিনজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা যাবে। এমনকী ভারতীয় ডাক বিভাগের এই স্কিমের অধীনে ১৮ বছরের চেয়ে কমবয়সী অর্থাৎ নাবালক বালক বালিকাদের অ্যাকাউন্ট পর্যন্ত ওপেন করা যাবে। তবে এক্ষেত্রে নাবালক সন্তানের অ্যাকাউন্টের সমস্ত দায়িত্ব তার পিতা, মাতা অথবা অভিভাবককে নিতে হবে। এই স্কিমের অধীনে আপনি ১০০০ টাকা থেকে শুরু করে আপনার সামর্থ্য অনুসারে বিনিয়োগ করতে পারেন। অর্থাৎ এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে বিনিয়োগের ক্ষেত্রে খেয়াল রাখা প্রয়োজন যে, বিনিয়োগকৃত অর্থের অংক যেনো ১০০ এর গুণিতকে হয়।
এসমস্ত সুযোগ সুবিধার পাশাপাশি ভারতীয় ডাক বিভাগের টাইম ডিপোজিট স্কিমে ৮০ সি ধারা অনুসারে আয়করের ক্ষেত্রেও ছাড় পাওয়া যাবে। অন্যদিকে আপনি যদি মেয়াদ পূরণের পূর্বে এই টাকা উইথড্র করে নেন তবে আপনাকে ২ শতাংশ জরিমানা দিতে হবে। অর্থাৎ ২ শতাংশ সুদের হার কেটে নেওয়ার পর আপনাকে বাকি অর্থ ফেরত দেওয়া হবে। তবে যদি কোনোকারণে মেয়াদ পূরণের পূর্বে বিনিয়োগকারীর মৃত্যু হয় তবে তার আইনগত উত্তরাধিকারী অথবা নমিনি তার সমস্ত অর্থ পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য এই স্কিমে বিনিয়োগের প্রথম ছয় মাসের মধ্যে আপনি কোনোভাবেই বিনিয়োগকৃত অর্থ উইথড্র করতে পারবেন না।
এই স্কিমের অধীনে কিভাবে টাকা দ্বিগুণ করা সম্ভব?
পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে আপনি যদি ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তবে ৬.৭ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে আপনি ৫ বছর পরে ৬,৯৭,০৩৩ টাকা ফেরত পাবেন। আপনি যদি এই ৬ লক্ষ ৯৭ হাজার টাকা পরবর্তীতে আরও ৫ বছরের জন্য বিনিয়োগ করেন তবে ৫ বছর পর আপনি মূল আমানত এবং সুদ সহকারে ৯, ৭১,৭১১ টাকা পাবেন। অর্থাৎ ১০ বছর পর আপনি প্রায় ১০ লক্ষ টাকা ফেরত পাবেন।