শিক্ষা

টেটের প্রশ্নপত্র নিয়ে নতুন ঘোষণা পর্ষদ সভাপতির। ভুল প্রশ্নে সকলে পাবে পুরো নাম্বার

টেট পরীক্ষার প্রশ্নের উত্তর নিয়ে বড় ঘোষণা করা হলো পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের তরফে, কি বলা হয়েছে এই নতুন ঘোষণায়? জেনে নিন এখনই।

টেট নিয়ে আবার এক বিতর্কের জেরে পুনরায় একটি বড় সিদ্ধান্ত নেওয়া হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। ইতিপূর্ব ১১ই ডিসেম্বর পর্ষদের তরফে টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিলো। আর এবারে ওই টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়েই ফের বিতর্ক শুরু। আর এই বিতর্কের কারণে টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে আগামী দিনে লাভবান হতে চলেছেন সমস্ত টেট পরীক্ষার্থী।

১১ ডিসেম্বর টেট পরীক্ষা শেষ হওয়ার পরে মুর্শিদাবাদের কান্দির একজন পরীক্ষার্থী প্রাইমারি টেটের প্রশ্নে থাকা এক অসংগতি নিয়ে পর্ষদের দৃষ্টি আকর্ষণ করেন। মুর্শিদাবাদের কান্দির ওই পরীক্ষার্থী উল্লেখ করেছিলেন যে, প্রশ্নপত্রে একটি প্রশ্নের উত্তরের অপশনগুলিতে abcd বদলে aacc রয়েছে। দুইক্ষেত্রে একই অপশন দেওয়ার কারণে এই প্রশ্নটি নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে নানারকম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আর তাই ওই পরীক্ষার্থী প্রশ্নটি নিয়ে পর্ষদের দৃষ্টি আকর্ষণ করেন। 04D সিরিজের ১০৪ নম্বর প্রশ্ন নিয়ে এই বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিক্রি হতে চলেছে ভারতের এক অন্যতম পরিচিত ব্যাংক, এই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট নেই তো?

ইতিপূর্বে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন যে, একটি সেটে একটি প্রশ্নের উত্তরে ভুল থাকার কারণে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। যদিও ওই সেটের প্রশ্নের বিষয়বস্তুতে কোনো ভুল নেই বলেই জানিয়েছেন তিনি। এমনকী ইংরেজিতে যে প্রশ্নপত্রটি রয়েছে তাতেও অপশনের ক্ষেত্রে কোনোরকম ভুল নেই বলেই উল্লেখ করেছেন গৌতম পাল মহাশয়। কিন্তু বাংলা প্রশ্নপত্র অপশনের ক্ষেত্রে নাম্বারিং-এ ভুল হয়েছে। আর তাই যারা 04D সিরিজের প্রশ্ন পেয়েছিলেন তারা যাতে আগামী দিনে কোনভাবেই বঞ্চিত না হন তার দিকে পর্ষদ নজর রাখবে বলেই কথা দিয়েছিলেন তিনি।

আর পর্ষদ সভাপতির এই বিবৃতির ঠিক পরেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রশ্নপত্র সংক্রান্ত এই বিভ্রান্তি দূর করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় জানিয়েছেন যে, অ্যাড হক কমিটির তরফে নির্দেশ দেওয়া হলে যেসমস্ত চাকরিপ্রার্থীরা 04D সিরিজের প্রশ্নপত্র পেয়েছেন তারা প্রত্যেকেই ওই প্রশ্নের উত্তরে নম্বর পাবেন। এমনকী প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে ভুল হয়েছে, তা এক প্রকার মেনেই নেওয়া হয়েছে পর্ষদ সভাপতি এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। সুতরাং, আপনিও যদি টেটের 04D সিরিজেরওই প্রশ্নটির উত্তর করে থাকেন তবে আগামী দিনে আপনিও ওই প্রশ্নের সম্পূর্ণ নম্বর পেতে চলেছে।

ইতিপূর্বে টেট পরীক্ষার প্রশ্নপত্র এবং ভুল প্রশ্নের কারণে নম্বর দেওয়ার বিষয়টি নিয়ে চাকরিপ্রার্থীদের আদালতের দ্বারস্থ হতে হয়েছে। যার ফলে ২০২২ সালের প্রাথমিক টেটের প্রশ্নপত্রের ভুলের কারণে পরীক্ষার্থীরা আদৌ নম্বর পাবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন পরীক্ষার্থী সহ অভিভাবকেরা। তবে পর্ষদের সিদ্ধান্তে ওই প্রশ্নের প্রত্যেক পরীক্ষার দিকে নম্বর দেওয়ার ঘোষণায় যথেষ্ট খুশি টেট পরীক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *