লক্ষ্মীর ভান্ডারের মতো মমতা চালু করলো উই কার্ড প্রকল্প। মহিলারা প্রত্যেক মাসে পাবে ১০০০ টাকা
মহিলারা প্রত্যেক মাসে ১০০০ টাকা করে পাবেন, লক্ষ্মীর ভান্ডারের মতোই আরও এক নতুন প্রকল্প কার্যকরী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মহিলাদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। লক্ষ্মীর ভান্ডারের আদলে নতুন প্রকল্প কার্যকরী করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরফে। এবারে মহিলাদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডারের মতোই আরও এক নতুন প্রকল্প কার্যকরী করা হলো যাতে আগামী দিনে মহিলারা প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে পেতে চলেছেন। আজ আমরা মুখোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ঘোষিত এই নতুন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।
বর্তমানে প্রচারের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে গিয়েছেন। আর মেঘালয়ের জনগণের আতিথেয়তায় মুগ্ধ হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতোই এক নতুন প্রকল্প কার্যকরী করার উদ্যোগ নিয়েছেন। মেঘালয় সমস্ত মহিলাদের উন্নয়নের স্বার্থে তিনি জানিয়েছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলেই তিনি উই কার্ড প্রকল্প (We Card) নামক এক নতুন প্রকল্প কার্যকরী করবেন, যার মাধ্যমে মেঘালয়ের মহিলারা পশ্চিমবঙ্গের মহিলাদের মতোই প্রত্যেক মাসে অনুদান পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একচেটিয়া জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের মহিলাদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কার্যকরী করা হয়েছিলো।
তবে লক্ষ্মীর ভান্ডারের আদলে এই নতুন প্রকল্প কার্যকরী করা হলেও অনুদান বন্টনের ক্ষেত্রে এই নতুন প্রকল্পটি খানিকটা হলেও লক্ষ্মীর ভান্ডারের তুলনায় আলাদা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে কোনো মহিলা কোন সম্প্রদায়ভুক্ত তার উপর নির্ভর করে মহিলাদের ৫০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে জানা গিয়েছে যে, We Card প্রকল্পের অধীনে প্রত্যেক মহিলাকেই ১ হাজার টাকা করে প্রদান করা হবে তৃণমূল কংগ্রেসের তরফে। আর ইতিমধ্যেই পরিষেবা পাওয়ার জন্য ১০ হাজারেরও বেশি মহিলা আবেদন জানিয়েছেন, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্র মারফত।
প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মূল হাতিয়ার হয়েছিলো লক্ষ্মীর ভান্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্প। একইভাবে আগামী দিনে মেঘালয়ের বিধানসভা নির্বাচনেও We Card এর মতো প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেস মেঘালয় সাধারণ জনগণ তথা বিশেষভাবে মহিলাদের মন জয় করবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের কর্তারা। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে তবেই মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে এই প্রকল্প যথেষ্ট কার্যকরী হবে বলে আশা রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
Very good decision.