প্রকল্প

কমতে চলেছে রান্নার গ্যাসের দাম। নতুন বছরে জনগনকে স্বস্তির সংবাদ সরকারের।

সামনেই নতুন বছর আর নতুন বছর মানেই ভারতজুড়ে একগুচ্ছ পরিবর্তন আসতে চলেছে। আর এই পরিবর্তনের মূলে রয়েছে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফের নেওয়া নানাবিধ নতুন সিদ্ধান্ত। রাজ্যগুলির রাজ্য সরকারের তরফে নেওয়া সিদ্ধান্তের ফলে হোক অথবা কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া সিদ্ধান্তের ফলে হোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের সাধারণ মানুষের জীবন বারংবার প্রভাবিত হয়ে থাকে।

আর এবারে বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে কেন্দ্রীয় সরকারের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হবে যার ফলে আগামী দিনে সাধারণ মানুষের জীবনে এক বিরাট পরিবর্তন আসবে। তবে এই পরিবর্তনটিকে ভালো বলা চলে কারণ বিভিন্ন সূত্রের মারফত দাবী করা হচ্ছে যে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল থেকে কেন্দ্রীয় সরকারের তরফে উজ্জ্বলা যোজনার অধীনে বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করা হবে।

বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, আগত ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখে কেন্দ্রীয় সরকারের তরফে বাজেট পেশ করা হবে। আর এই বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে ট্যাক্স স্ল্যাব, এমনকী রান্নার গ্যাসের ভর্তুকির ক্ষেত্রেও নানাধরনের পরিবর্তন আনা হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের কথা ব্যক্তিরা। আর এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের ভর্তুকি বৃদ্ধির খবর প্রকাশ্যে আসতেই আশায় বুক বাঁধছেন সমগ্র ভারতের নাগরিকরা।

দেশ জুড়ে করোনা পরিস্থিতির অবনতি, আবার হতে পারে লকডাউন।

বিভিন্ন সূত্রে রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকার তরফে আগামী বছরের মধ্যে এলপিজির ক্ষেত্রে ১০০ শতাংশ কভারেজ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, ভারতজুড়ে চলতে থাকা মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখেই অর্থ মন্ত্রকের তরফে উজ্জ্বলা যোজনার অধীনে থাকা গ্রাহকদের জন্য ভর্তুকি বৃদ্ধির ব্যাপারটি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের প্রতিটি সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়ে থাকে। তবে এই ভর্তুকি শুধুমাত্র ১২ টি গ্যাসের জন্য পাওয়া যায় অর্থাৎ এক বছরে ১২ টির বেশি গ্যাস বুক করলে ভর্তুকি কোনোমতেই পাওয়া সম্ভব নয়।

বর্তমানে প্রায় ৯ কোটি গ্রাহক এই ভর্তুকি ব্যবস্থার সুবিধা পাচ্ছেন বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। গ্রাহকের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, ভারতের নাগরিকদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের তরফে উজ্জ্বলা যোজনা কার্যকরী করা হয়েছিল। এই যোজনার অধীনে গ্রাহকরা নিজেদের নাম নথিভুক্ত করার পর তাদের প্রথম গ্যাস সিলিন্ডারটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যান। এর পাশাপাশি গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস ওভেনও দেওয়া হয়ে থাকে।

যার ফলে সমগ্র দেশজুড়ে উজ্জ্বলা যোজনা যথেষ্ট জনপ্রিয়। আর এবারে কেন্দ্রীয় সরকারের তরফে উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস সিলিন্ডারের জন্য ভর্তুকি বৃদ্ধির এই খবরে উজ্জ্বলা যোজনার জনপ্রিয়তা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *