ডিটিএইচ কানেকশন নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্রের! ৭ লক্ষ পাবে ফ্রী পরিষেবা
বর্তমান যুগে বিনোদন ও নিউজের জন্য মানুষকে আর টিভির ওপর ভরসা করে থাকতে হয় না, এমতাবস্থায় নিজেদের পুরোনো ধরনের কন্টেন্ট এবং ভিডিও কোয়ালিটির জন্য ভিউয়ার পাচ্ছে না দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও এর মতো কেন্দ্রের পরিচালিত চ্যানেলগুলি।
ভারত সরকারের পরিচালিত নিউজ এবং বিনোদন চ্যানেল দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও-এর হাল ফেরানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই সমস্ত সিদ্ধান্ত গুলির মধ্যে রয়েছে প্রযুক্তিগত উন্নতি করন থেকে শুরু করে ভারতের দূরবর্তী বিভিন্ন অঞ্চলে পরিষেবা পৌঁছে দেওয়া, আধুনিক বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার এর পাশাপাশি রয়েছে প্রায় ৭ লক্ষ বাড়িতে ফ্রি ডাইরেক্ট টু হোম বা ডি-টি-এইচ পরিষেবা পৌঁছে দেওয়া। এইসব করতে খরচ হবে প্রায় ২৫৩৯ কোটি টাকা, এমনটাই জানিয়েছে সরকারের তরফ থেকে।
অর্থনীতি বিভাগের ক্যাবিনেট কমিটি থেকে অনুমোদন করা ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্র্যাচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভলেপমেন্ট স্কিম অনুযায়ী সরকার শিক্ষা ও বিনোদন মূলক বিভিন্ন অনুষ্ঠান পৌঁছে দেয় মানুষের ঘরে ঘরে। মন্ত্রিসভার বৈঠকের পর সিদ্ধান্ত হয় বর্তমান ব্যাবস্থা বিভিন্ন পরিবর্তনের। ভারত সরকারের আর্থিক কার্য সমিতি ২০২১-২২ থেকে ২০২৫-২৬ সাল অবধি এই প্রকল্পের ঘোষণা করেছেন।
আবাস প্লাস যোজনা নিয়ে কেস হাইকোর্টে। আটকে গেলো টাকা দেওয়ার প্রক্রিয়া
সরকারের দ্বারা পরিকল্পিত উন্নতিকরনের রয়েছে বিভিন্ন ভাগ যেমন:- (ক) প্রযুক্তিগত উন্নতি, (খ) সম্প্রচারিত বিষয়গত উন্নতি।
প্রযুক্তিগত উন্নিতর মধ্যে রয়েছে:-
১) দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও-এর আন্ডারে যেসমস্ত স্টুডিও গুলো রয়েছে সেগুলোর পরিকাঠামো ব্যাবস্থা উন্নত করতে হবে।
২) ব্রডকাস্ট হওয়া ভিডিও এর মান স্ট্যান্ডার্ড ডেফিনেশন বা এসডি থেকে হাই ডেভিনেশন বা এইচডি করার পরিকল্পনা করেছে সরকার। এর ফলে উপভোক্তাদের বিনোদনের পরিমাণ আরো বৃদ্ধি পাবে।
৩) পুরোনো সমস্ত ট্রান্সমিটার পরিবর্তন করে সেগুলিকে FM ট্রান্সমিটারে আপগ্রেড করার পরিকল্পনা ও রয়েছে সরককারের।
৪) ভারতের দূরদূরান্তে কানেকশন পৌঁছে দেওয়া। সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ পরিশেবা দেওয়া। সম্পূর্ন বিনামূল্যে প্রায় ৭ লক্ষ বাড়িতে কানেকশন পৌঁছে দেওয়াও উদ্দেশ্য রয়েছে সরকারের।
সম্প্রচারিত বিষয়গত উন্নতিতে রয়েছে:-
১) বিনোদনের কন্টেন্টের মান উন্নত করা। উন্নতমানের গান, নাচ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচার করা।
২) নিউজ চ্যানেল সবার আগে লেটেস্ট নিউজ প্রদান করা।
৩) বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান করা।
এই সমস্ত পরিকল্পনা সফল হলে সরকার আশাবাদী যে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও-এর ভিউয়ার এর সংখ্যাও বড়বে, সাথে বাড়বে বিভিন্ন কর্মসংস্থানও।