শিক্ষা

অফিসিয়ালি প্রকাশ পেল টেটের উত্তরপত্র। এখনই দেখে নিন

অবশেষে সমগ্র বাংলার চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসান হলো। নতুন বছরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সমগ্র রাজ্যের টেট পরীক্ষার্থীদের জন্য টেট পরীক্ষায় উত্তরপত্র (TET Answer Key) আপলোড করা হলো। যদিও ইতিপূর্বে বিভিন্ন সূত্র মারফত দাবি করা হয়েছিলো যে, ডিসেম্বর মাসেই এই উত্তরপত্র আপলোড করা হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। তবে সেই সমস্ত দাবিকে ভুল প্রমাণিত করে ২০২২ সালের ডিসেম্বর মাসে যে টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিলো তার উত্তরপত্র প্রায় এক মাস পর ২০২৩-এর জানুয়ারি মাসে অর্থাৎ চলতি মাসে আপলোড করা হলো।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ১১ ডিসেম্বর যে টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিলো তাতে পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের সাথে এক কপি করে উত্তরপত্রও নিয়ে গিয়েছিলেন। সুতরাং, তারা বাড়িতে বসেই খুব সহজে পর্ষদের তরফে আপলোড করা উত্তরপত্রের সাথে নিজের উত্তর পত্র মিলিয়ে দেখতে পারবেন। তবে এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোনোরকম সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানও প্রস্তুত রেখেছে পর্ষদ।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে, যেসমস্ত চাকরিপ্রার্থীরা উত্তরপত্র নিয়ে সন্তুষ্ট নয় তারা আগামী ১৩ই জানুয়ারি থেকে শুরু করে ১৭ই জানুয়ারির মধ্যে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের অসন্তোষ অথবা অভিযোগ জানাতে পারবেন। এমনকী চাকরিপ্রার্থীরা উত্তর পত্রের বিষয়টি নিয়ে পর্ষদকে চ্যালেঞ্জ পর্যন্ত জানাতে পারবেন। আর এর জন্য চাকরিপ্রার্থীদের খরচ করতে হবে মাত্র ৫০০ টাকা। তবে এই কাজটি করতে হবে ১৩ই জানুয়ারি থেকে শুরু করে ১৭ জানুয়ারির মধ্যে। এরপর আর কোনো অভিযোগ জমা নেওয়া হবে না বলেই জানানো হয়েছে।

অষ্টম শ্রেণী পাশে রাজ্যে কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন করুন।

এর পাশাপাশি পর্ষদের তরফ থেকে এও জানানো হয়েছে যে, কোনোভাবে যদি চাকরিপ্রার্থীদের অভিযোগ সঠিক প্রমাণিত হয় তবে তারা সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। অন্যদিকে, চাকরিপ্রার্থীদের অভিযোগ সত্য প্রমাণিত হলে টেটের চূড়ান্ত উত্তরপত্র তৈরি করা হবে এবং তার ভিত্তিতেই চাকরিপ্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। তবে এ সমস্ত কিছুর জন্য আপনাকে সবার আগে টেটের উত্তরপত্র দেখতে হবে। আর টেটের উত্তরপত্র দেখার জন্য আপনাকে সর্বপ্রথম পৌঁছে যেতে হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbbpe.org/ -এ।

এরপর ওয়েবসাইটের একেবারে বাঁদিকে থাকা নোটিশ বারের NOTICE: REQUESTING TET-2022 CANDIDATES WHO HAVE PARTICIPATED IN THE SUCH TEST TO DISPUTE THE PROVISIONAL ANSWER KEYS IN RESPECT OF THEIR INDIVIDUAL QUESTION BOOKLET অপশনটিতে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই ২০২২-এর টেটের উত্তরপত্রটি পিডিএফ রূপে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *