ওয়েসিস স্কলারশিপের কোন কোর্সে কতো টাকা পাওয়া যায় জেনে নিন।
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য কার্যকরী স্কলারশিপগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি স্কলারশিপ হলো ওয়েসিস কলারশিপ। পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া শ্রেণীর দরিদ্র তথা মেধাবী ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের অধীনে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে সহায়তা করা হয়ে থাকে। তবে এই স্কলারশিপের অধীনে আবেদনের ক্ষেত্রে সর্বপ্রথম ছাত্র-ছাত্রীরা যে প্রশ্নটি করে থাকেন তা হলো এই স্কলারশিপের অধীনে কোন শ্রেণীতে কতো টাকা করে অনুদান পাবেন।
আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, ওয়েসিস স্কলারশিপের কর্তৃপক্ষের তরফে এই স্কলারশিপের অধীনে থাকা বিভিন্ন শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের বিভিন্ন পরিমাণ অনুদান প্রদান করা হয়ে থাকে (Oasis Scholarship Amount)। আর আজকের এই পোস্টে আমরা ওয়েসিস স্কলারশিপের অধীনে কোন ক্লাসে পাঠাতে ছাত্র-ছাত্রীরা কতো টাকা করে অনুদান পাবেন তা সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়েই হাজির হয়েছি।
চলুন তবে জেনে নেওয়া যাক ওয়েসিস স্কলারশিপের অধীনে ছাত্র-ছাত্রীরা ঠিক কতো টাকা করে অনুদান পেয়ে থাকেন:-
প্রি-ম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপের অধীনে থাকা তপশিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্র-ছাত্রীদের এই প্রকল্পের অধীনে প্রতিবছরে ২২৫০ টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে। তবে যেসমস্ত ছাত্র-ছাত্রীরা হোস্টেলে থেকে তাদের পড়াশোনা চালাচ্ছেন তাদের ৮৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়।
বাড়িতে বসেই APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে রুপান্তরিত করুন। রইলো অনলাইন পদ্ধতি
অন্যদিকে, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের অধীনে থাকা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত অথবা ITI কিংবা পলিটেকনিক কোর্সে পাঠরত তপশিলি জাতি ও উপজাতিভুক্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের আওতায় প্রতি বছরে ২,৩০০ টাকা এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের প্রত্যেক বছর ১৬০০ টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে। অন্যদিকে, যেসমস্ত ছাত্র-ছাত্রীরা হোস্টেলে থেকে পড়াশোনা করছেন তাদের বার্ষিক ৭৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে।
যেসমস্ত SC, ST ছাত্রছাত্রীরা বর্তমানে স্নাতক স্তরে বি.এ, বি.এসসি, বি.কম-এর মতো কোর্সগুলির আওতায় পড়াশোনা করছেন তারা প্রতিবছরে ওয়েসিস স্কলারশিপের অধীনে ৩০০০ টাকা করে পেয়ে থাকে। এর পাশাপাশি ওবিসি শ্রেণীভুক্ত ছাত্র-ছাত্রীরা প্রত্যেক বছরে ২১০০ টাকা করে পেয়ে থাকেন। অন্যদিকে, যেসমস্ত ছাত্র-ছাত্রীরা বর্তমানে হোস্টেলে থেকে স্নাতক স্তরের এই কোর্সগুলিতে পড়াশোনা করছেন তারা ওয়েসিস স্কলারশিপের অধীনে প্রত্যেক বছরে ৭৫০০ টাকার অনুদান পেয়ে থাকে।
তপশিলি জাতি ও উপজাতিভুক্ত যেসমস্ত ছাত্র-ছাত্রীরা বর্তমানে বি. ফার্মা, নার্সিং, এল.এল.বি, হোটেল ম্যানেজমেন্ট সহ স্নাতকোত্তর স্তরের বিভিন্ন কোর্সে পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের অধীনে প্রত্যেক বছর ৫৩০০ টাকা করে পাবেন। অন্যদিকে, উপরোক্ত কোর্সগুলিতে পাঠরত ওবিসি শ্রেণীভুক্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের অধীনে প্রতি বছর ৩,৩৫০ টাকার অনুদান পাবেন। এর পাশাপাশি যেসমস্ত ছাত্র-ছাত্রীরা হোস্টেলে থেকে উপরোক্ত কোর্সগুলিতে পড়াশোনা করছেন তাদের ওয়েসিস স্কলারশিপের অধীনে ৮২০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে।
SC, ST ক্যাটাগরিভুক্ত যেসকল ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, বি.এসসি এগ্রিকালচার, এম.ফিল, পি.এইচডি সহ এল.এল.এম কোর্সগুলোতে পাঠরত তাদের প্রতি বছরে এই স্কলারশিপের অধীনে ৫৫০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। অন্যদিকে, ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের ৩৫০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে। অন্যদিকে, হোস্টেলে থেকে পাঠরত ছাত্র-ছাত্রীদের ১২,০০০ টাকার অনুদান দেওয়া হয়ে থাকে।