টেক নিউজ

আনলিমিটেড ডেটার সঙ্গে ফ্রি কল। সবচেয়ে সস্তা দিচ্ছে কোন টেলিকম সংস্থা? এখনই জেনে নিন।

আমাদের কাছে নেট ছাড়া গোটা একটা দিন কাটানো মানে ঠিক যেনো জল বাদে মাছের বেঁচে থাকার মতন, যা এককথায় অসম্ভব। আর অল্পতে আমরা মানুষেরা কবেই বা সন্তুষ্ট থাকতে পেরেছি, তাই তো শুধু নেট নয়, তার সঙ্গে আনলিমিটেড কলিং এবং মেসেজের সুবিধাও তো পেতে হবে। এখন মন চায় না সীমিত সময়ের চোখ রাঙানিতে কথা বলতে।

সেইদিকে নজর রেখেই প্রায় সব টেলিকম সংস্থাগুলি হাতের মুঠোয় এনে দিয়েছে এমন সব প্ল্যান, যেখানে সারা বছরে একবার রিচার্জ করলেই আমরা পেয়ে যাচ্ছি ইন্টারনেট অ্যাক্সেস, কলিং, মেসেজের সুযোগ আর তার সাথে কিছু বাড়তি সুবিধার হাতছানিও। তার মধ্যে আছে কিছু নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের ফ্রী সাবস্ক্রিপশন মানে এক কে সাথ এক ফ্রী এর দূর্দান্ত অফার।

বর্তমানে ভারতে মূলত দুটি টেলিকম সংস্থা নিজেদের রাজত্ব কায়েম করে চলেছে। সেগুলি হলো জিও এবং এয়ারটেল। ইতিমধ্যে তারাই দেশে 5G ইন্টারনেট পরিষেবা এনে দিয়েছে, আর এদের কাছেই রয়েছে একাধিক আকর্ষণীয় অফার। যদিও ভারত সরকারের অধীনস্থ সংস্থা বিএসএনএল এখনো 4G নেটওয়ার্কেই পৌঁছে উঠতে পারেনি। তবে তাদের কাছেও রয়েছে একের বেশি প্ল্যান। আবার একসময়ের জনপ্রিয় টেলিকম সার্ভিস প্রোভাইডার ভিআইও পিছিয়ে নেই বার্ষিক প্ল্যানের ভিত্তিতে। চলুন একনজরে জেনে নেওয়া যাক টেলিকম সংস্থা গুলির বার্ষিক প্রি পেইড প্ল্যানের ব্যাপারে –

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করতে এই চারটি কৌশল মেনে চলুন।

VI (ভিআই ) বার্ষিক রিচার্জ অফার :-
একসময়ে ভীষণ জনপ্রিয় এই সংস্থাটির পূর্বতন নাম ছিলো হাচ, তারপর ভোডাফোন হয়ে বর্তমানে ভিআই হয়েছে। ভিআই এর ৩,০৯৯ টাকার রিচার্জে পাওয়া যায় রোজ ২ জিবি করে ডেটা, ৩৬৫ দিনের জন্য আনলিমিটেড কলিং এবং এসএমএস। এছাড়াও আছে ২,৯৯৯ এর রিচার্জ যেখানে আনলিমিটেড কল আর এসএমএস এর সাথে মোট ৮৫০ জিবি ডেটা ৩৬৫ দিনের জন্য পাওয়া যায়।

BSNL (বিএসএনএল) বার্ষিক রিচার্জ অফার:-
অন্যান্য টেলিকম সার্ভিস এর মতন বিএসএনএল নিজের 4G নেটওয়ার্ক এর খাতা খুলতে পারেনি এখনো পর্যন্ত। তাই বলে তাদের কোনো বার্ষিক প্ল্যানের ব্যবস্থা নেই তা নয়। ১,৯৯৯ টাকার রিচার্জ করলে এখানে পাওয়া যায় ৩৬৫ দিনের জন্য মোট ৬০০ জিবি ডেটা, সঙ্গে অবশ্যই থাকছে আনলিমিটেড কল আর মেসেজের সুযোগ। এরপর রয়েছে ২,৩৯৯ টাকার রিচার্জ যেখানে ২ জিবি ডেটা আর আনলিমিটেড ভয়েস কলিং। এছাড়াও ২,৯৯৯ টাকার প্ল্যানটি নিলে গ্রাহক পাবেন রোজ ৩ জিবি করে নেট, আনলিমিটেড কলিং এবং এসএমএসের সুযোগ। ১,৫১৫ টাকার রিচার্জেও থাকছে ৩৬৫ দিনের জন্য দৈনিক ২ জিবি ডেটার অফার। কিন্তু বিএসএনএল এর সব ডেটাই গ্রাহকদের ৩ জি স্পীডে পেতে হবে। তবে সংস্থার দাবি খুব তাড়াতাড়িই তারা 4G লঞ্চ করবেন।

Airtel (এয়ারটেল) বার্ষিক রিচার্জ অফার :-
বর্তমানে ভারতের জনপ্রিয় টেলিকম সার্ভিসগুলির মধ্যে এয়ারটেল এর ঝুলিতে আছে ৩ টি বার্ষিক প্ল্যান। সবচেয়ে সস্তায় পুষ্টিকর হলো ১,৭৯৯ টাকার প্ল্যানটি। এখানে আপনি পাবেন বছরে মোট ২৪ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩,৬০০ টি মেসেজ। এরপর আছে ২,৯৯৯ টাকার বার্ষিক প্ল্যান যেখানে আনলিমিটেড কল, মেসেজ ও তার সাথে প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহারের সুযোগ আছে। এরপর আসা যাক, এয়ারটেলের সবচেয়ে দামি বার্ষিক প্ল্যানের দিকে যেখানে গ্রাহক ৩,৩৫৯ টাকায় ২.৫ জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড কল, এসএমএস।

Jio (জিও) বার্ষিক রিচার্জ অফার :-
জিও র গ্রাহকরা ২,৮৭৯ টাকার রিচার্জে পাবেন ২ জিবি ডেটা রোজ, আনলিমিটেড ভয়েস কলিং সাথে মেসেজের সুবিধা। এরপর জিওর কাছে রয়েছে ২,৯৯৯ টাকার রিচার্জ অফার, যেখানে পাওয়া যায় প্রত্যেকদিন ২.৫ জিবি করে ডেটা সাথে এক্সট্রা ৭৫ জিবি ডেটা আর আনলিমিটেড ভয়েস কল এবং মেসেজ। এছাড়াও জিওর কাছে একটি ২,৫৪৫ টাকার প্ল্যান আছে যেখানে গ্রাহক সব সুযোগ সুবিধাই পাবেন কিন্তু তার বৈধতা ৩৬৫ দিনের বদলে ৩৩৬ দিনের অর্থাৎ ১১ মাসের। তবে অন্যান্য টেলিকম সার্ভিস এর মতন জিও ওটিটি পরিষেবার সুবিধা দেয় না নিজেদের কোনো বার্ষিক রিচার্জ অফারের সাথে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *