শিক্ষা

“দেরি হবে” উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট সিদ্ধান্ত, সংসদের বিজ্ঞপ্তি প্রকাশ।

মাত্র কয়েদিন পরই শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু তার আগে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদের তরফে জারি করা হল নয়া বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণের দিন পিছিয়ে দেওয়া হল। চলতি বছরের 14 মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু কোন দিন Higher Secondary বা HS পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে?

কবে থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা বা বা WB HS exam 2023?

বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড বিষয়ে কি জানানো হয়েছে?
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে শনিবার একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতি অনুসারে,
২০২৩ সালের ১ মার্চ HS পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল। কিন্তু ঐদিন মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন নথি ও উচ্চমাধ্যমিকের (অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি) দিতে যে শিবির বা কেন্দ্র আয়োজিত হত, তা পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে HS পরীক্ষার এডমিট কার্ড আগামী ৬ মার্চ, ২০২৩ (সকাল ১১ টা থেকে) দেওয়া হবে।

ছোট্ট একটি ভুলে আটকে যাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট

উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন একঝলকে দেখে নিন-
এক্ষেত্রে কোন কোন কেন্দ্র বা শিবির থেকে পরীক্ষা সংক্রান্ত নথি দেওয়া হবে, সেই তালিকা পূর্বেই প্রকাশিত হয়েছে। সংসদের তরফে জানানো হয়েছে, সেই তালিকার ভিত্তিতে নথি বিতরণ করা হবে।
১৪ মার্চ, ২০২৩- প্রথম ভাষার পরীক্ষা (বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু, গুজরাটি, তেলুগু, ওড়িয়া, পঞ্জাবি)।
১৬ মার্চ, ২০২৩- দ্বিতীয় ভাষার পরীক্ষা (ইংরেজি, বাংলা, অল্টারনেটিভ ইংলিশ, হিন্দি, নেপালি)।

১৭ মার্চ, ২০২৩- ভোকেশনাল বিষয়।
১৮ মার্চ, ২০২৩- বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স (রাষ্ট্রবিজ্ঞান)।
২০ মার্চ, ২০২৩- অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, ইতিহাস।
২১ মার্চ, ২০২৩- কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, মিউজিক এবং ভিজ্যুয়াল আর্ট শারীরশিক্ষা।

২২ মার্চ, ২০২৩- কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমনারিজ অফ অডিটিং, সোশিয়োলজি, ফিলোজফি।
২৩ মার্চ, ২০২৩- ফিজিক্স (পদার্থ বিজ্ঞান), নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি।
২৪ মার্চ, ২০২৩- ইকোনমিক্স বা অর্থনীতি।
২৫ মার্চ, ২০২৩- কেমিস্ট্রি (রসায়ন), জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (সাংবাদিকতা), সংস্কৃত, ফারসি, আরবি।

মাধ্যমিক পরীক্ষার ১ মাস আগে রুটিনে পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

২৭ মার্চ, ২০২৩- স্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি (ভূগোল), কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা বক্তব্য থেকে থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *