অর্থনীতি

SBI তে অ্যাকাউন্ট থাকলেই মিলবে উচ্চহারে রিটার্ন, বিস্তারিত জানুন।

SBI তে অ্যাকাউন্ট রয়েছে বা নতুন অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা করছেন? তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে ভুলবেন না। এই স্কিমে টাকা জমালে পাবেন মোটা অঙ্কের রিটার্ন। কোন স্কিম? কারা এই সুবিধা পাবেন? বিশদে জেনে নেওয়া যাক।

SBI এর এই স্কিমে টাকা বিনিয়োগে কারা পাবেন অতিরিক্ত সুদ?

স্কিমের নাম অ্যানুইটি ডিপোজিট স্কিম। এই স্কিমের নাম অনেকেই শুনে থাকবেন। কিন্তু কিভাবে বিনিয়োগ করতে হয়। কত সুদ মেলে? তা অনেকেই জানেন না।

SBI গ্রাহকদের দিতে হবে 200 টাকা, কি কারণে ও কবে দিতে হবে জেনে নিন।

SBI অ্যাকাউন্ট হোল্ডারেরা এই স্কিমে টাকা বিনিয়োগ করলে উচ্চতর রিটার্ন পাবেন। সেখানে এককালীন টাকা জমা করতে পারবেন বিনিয়োগকারী। সঙ্গে প্রতি মাসে প্রিন্সিপাল অর্থের সাথে সুদও মিলবে। কিভাবে? তবেই জানিয়ে রাখি, গ্রাহকেরা অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সের উপর প্রতি ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি হারে এই সুদ পাবেন।

অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। এই স্কিমে টাকা বিনিয়োগ ভালো বলে মনে করা হয় কারণ এতে অন্যান্য স্কিমের তুলনায় সুদের হার অনেক বেশি। অ্যাকাউন্ট হোল্ডারেদের ইউনিভার্সাল পাসবুকও দেওয়া হয়ে থাকে। যেখানে তারা ৩৬, ৬০, ৮৪ বা ১২০ মাসের জন্য টাকা জমা করতে পারবেন।

এছাড়া, এই স্কিমে বিনিয়োগের ওপর FD এর হারেও সুদ মেলে। বিনিয়োগের ক্ষেত্রে কোনো উর্দ্ধসীমা নেই। কিন্তু ন্যূনতম ৬০,০০০ টাকা বিনিয়োগে ৫ বছরের জন্য মাসিক হাজার টাকা করে রিটার্ন পাওয়া পাবেন। বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদের উপর নির্ভর করবে সুদের হার।

অন্যান্য সুবিধা-
১) মোট অ্যানুইটির ৭৫% পর্যন্ত লোন নেওয়া যাবে।
২) ওভারড্রাফ্টের সুবিধাও থাকছে। কিন্তু ওভারড্রাফ্ট নিলে লোন অ্যাকাউন্টে জমা হবে। সেক্ষেত্রে আমানতকারীর মৃত্যু হলে স্কিমটি অকালে বন্ধ হতে পারে।
৩) ১৫ লক্ষ টাকা পর্যন্ত ‘প্রিম্যাচিওর পেমেন্ট’ অনুমোদন।

স্টেট ব্যাংক গ্রাহকদের জরুরী নির্দেশ, হেয়ালি না করে আজই এই কাজ করুন।

৪) প্রবীণ নাগরিক হলে অতিরিক্ত ০.৫% সুদ মিলবে।
৫) SBI এর বর্তমান কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মী হলে মিলবে অতিরিক্ত ১% সুদ।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *