চাকরি

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, মাসিক বেতন শুরু 56,100 টাকা।

আবারো সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল।পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কোন দপ্তরে নিয়োগ করা হবে? নিয়োগ পদের নাম, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়তে ভুলবেন না এই প্রতিবেদনটি। রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা, নারী-পুরুষ নির্বিশেষে আবেদন জানাতে পারবেন।

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য জেনে নিন।

নিয়োগ পদের নাম- ভেটেরিনারি অফিসার।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে (ভেটেরিনারি সাইন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি) স্নাতক পাশ করতে হবে।
বয়সসীমা- ১ জানুয়ারি, ২০২২ তারিখ হিসেবে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৬ বছর হতে হবে।

রেশন ডিলার পদে মাধ্যমিক পাশে রাজ্যে একাধিক নিয়োগ, বেতন কত?

বেতন– মাসিক গড় বেতন সর্বনিম্ন ৫৬,১০০ টাকা থেকে শুরু হবে।
আবেদন পদ্ধতি- পাবলিক সার্ভিস কমিশনের সাহায্যে অনলাইনের মাধ্যমেই জানানো যাবে আবেদন। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। এরপর অনলাইনে রেজিস্ট্রেশন এবং login করতে হবে। One Time Registration এর সময় আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য (নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আবেদনকারীর একটি বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি) লাগবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হবে। যা দিয়ে পরে login করতে হবে।

লগইন করার পর আরো তথ্য (শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, জাতিগত শংসাপত্রের নথি ইত্যাদি) দিয়ে প্রয়োজনে তার সঙ্গে সেই নথিপত্রগুলি আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন ফি-আবেদনের জন্য ২১০ টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে। যদিও SC/ST/PWD প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে না।

প্রয়োজনীয় নথিপত্র-
১) বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট/ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং শংসাপত্র।
৩) স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড।
৪) জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
৫) পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।
৬) রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সই।
আবেদনের শেষ তারিখ- ২০ ফেব্রুয়ারি, ২০২৩.

 উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ, আবেদনের পদ্ধতি দেখে নিন।

বিজ্ঞপ্তি-
https://wbpsc.gov.in/Download?param1=Cur_20221219120528_Advt-16-22_merged_compressed.pdf&param2=advertisement
অফিশিয়াল ওয়েবসাইট-
https://wbpsc.gov.in/
চাকরি সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *