SBI Alert – স্টেট ব্যাংক গ্রাহকদের সতর্কবাণী, মেসেজ খুললেই একাউন্ট ফাঁকা, এই মেসেজ দেখলেই ডিলিট করুন।
আপনি কি SBI Alert পেয়েছেন? বর্তমানে টাকা লেনদেন হোক বা মানে টাকা লেনদেন হোক বা ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা, প্রায় সকল কাজই বাড়িতে বসে করা সম্ভব। বিশেষত উন্নত তথ্যপ্রযুক্তি এবং নানা অ্যাপের ব্যবহার এই কাজকে সহজ করেছে। তেমনই একটু অসাবধানতা বশত সাধারণ মানুষকে সাইবার জালিয়াতির সম্মুখীন হতে হবে।
SBI Alert – SBI কর্তৃপক্ষের তরফে কি বার্তা দেওয়া হয়েছে? বিশদে জানুন।
ইতিমধ্যেই SBI গ্রাহকদের জন্য সাইবার জালিয়াতির ফাঁদ পাতা হয়েছে। গ্রাহকদের কাছে মেসেজ পাঠানো হচ্ছে। মেসেজের নির্দেশ মেনে নিলেই বড়োসড় বিপদে পড়তে পারেন অ্যাকাউন্ট হোল্ডারেরা। মেসেজে কি বার্তা দেওয়া হয়েছে? মেসেজে কি বার্তা দেওয়া হয়েছে? গ্রাহকদের কাছে পাঠানো মেসেজে বলা হচ্ছে, Yono অ্যাকাউন্টে গ্রাহকরা প্যান নম্বর আপডেট না করলে Yono অ্যাকাউন্টটি বন্ধ করা হবে৷
SBI তে অ্যাকাউন্ট থাকলেই মিলবে উচ্চহারে রিটার্ন, বিস্তারিত জানুন।
আসলে এই yono অ্যাপটির মাধ্যমে SBI গ্রাহকেরা টাকা লেনদেন থেকে শুরু করে অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে, কোনো জিনিস কেনাকাটায় বিশেষ ছাড় ইত্যাদি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সঙ্গে একটি লিঙ্কও পাঠানো হচ্ছে। সেই লিঙ্ক ক্লিক করলেই অ্যাপটির মাধ্যমে অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে৷ আর আপডেট না করা হলে অ্যাকাউন্টটি ব্লক বা বন্ধ হয়ে যাবে। যদিও সোশ্যাল মিডিয়ায় এই বার্তা খুব ভাইরাল হয়েছে।
SBI Alert এ কি জানানো হয়েছে?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে SBI Alert এ জানানো হয়েছে, এই ধরণের কোনো মেসেজ ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের পাঠানো হচ্ছে না। এর আগেও একাধিকবার SBI এর তরফে (ট্যুইটার হ্যান্ডেলে) গ্রাহকদের সাইবার জালিয়াতি (QR কোড, ভুয়ো মেসেজ ইত্যাদি) নিয়ে সতর্কবার্তা প্রদান করা হয়েছিল।
তাছাড়া প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এর তরফেও নিশ্চিত করা হয়েছে, এই মেসেজ সম্পূর্ণ ভুয়ো। SBI এর পক্ষ থেকে গ্রাহকদের এমন কোনও মেসেজ পাঠানো হয় না৷ বর্তমান ডিজিটাল ইন্ডিয়ায় কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে ক্যাশ না ব্যবহার করে অনলাইনে টাকা প্রদানের প্রবণতা এতটাই বেড়ে গেছে। যার ফলে দেশে এই ধরণের ক্রাইমের সংখ্যাও বেড়েই চলেছে।
প্রত্যেক মানুষের কাছে আধার নম্বর, প্যান নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল প্রদান করা OTP সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস বলে মানা হয়। তাই সবসময় ব্যাংকের তরফে বা সাইবার বিশেষজ্ঞদের তরফে এই বার্তা দেওয়া হয়, তারা যেন নিজেদের এই জিনিসগুলি অচেনা কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার না করেন। তা না হলে বড়োসড় বিপদ হতে বাধ্য।
এমনকি সাইবার জালিয়াতি রুখতে ATM থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। টাকা তোলার সময় ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা রেজিস্টার্ড মোবাইল নম্বর সযুক্ত মোবাইল ফোন না থাকলে OTP এর মাধ্যমে টাকা তোলা যাবে না।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।