অর্থনীতি

Gold Price – কলকাতায় আরও কমে গেল সোনার দাম, দাম বাড়ার আগে ঝটপট কিনে নিন।

সোনা ঠিক কতটা মূল্যবান? Gold Price কত এখন? প্রশ্নের উত্তর যেমন যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য গহনা কিনতে গেলে বোঝা যায়, তেমনই কোনো জটিল সমস্যায় তা বিক্রয়ের ক্ষেত্রেও বোঝা যায়। তবেই দেশে এমন মানুষের সংখ্যা নেহাতই কম নয়, যাদের সোনার গহনা কেনার বা বানানোর ইচ্ছে থাকলেও সেই সাধ পূরণ করতে পারেন না। প্রবাদে আছে, সাধ থাকলেও সাধ্য নেই।

Gold Price গুলি দেখে নিন।

তার উপর ক্রমশ বাড়তে থাকা সোনার দাম বা Gold Price. আজকে হলমার্ক সোনার দাম কত? কিংবা ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কত? তা জেনে নেওয়া যাক। সারা জীবনে যা রোজগার করে থাকেন কোনো ব্যক্তি তার কিছুটা ব্যয় হয়ে যায় সংসার খরচে, জরুরি পরিস্থিতিতে আর বিশেষত কন্যা সন্তানের বিবাহের গহনা কেনার জন্য।

এক ধাক্কায় দাম পড়ল সোনার, এই সময় কিনে নিন, না হলে পরে আফশোস করবেন।

তাই সময় সুযোগ মত অনেক অভিভাবকেরাই আগে থেকে সোনার গহনা কিনে থাকেন। এই ক্ষেত্রে আরো সুবিধা হয় প্রতিদিনের সোনার দামের হিসেব রাখলে। অর্থাৎ প্রতি গ্রাম সোনার দাম কত পড়লো? আগের থেকে কতটা বাড়লো? তাহলে চলুন আজকে সোনার দাম জানা যাক।

কলকাতায় আজ অর্থাৎ 5 মার্চ Gold Price কত দেখুন ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৫৬৭০ টাকা। ২ মার্চের তুলনায় কমেছে ৫০ টাকা। ১০ গ্রামের দাম ৫৬৭০০ টাকা। ২ মার্চের তুলনায় কমেছে ৫০ টাকা। ২২ ক্যারেট গহনা সোনার প্রতি গ্রামের দাম ৫৩৮০ টাকা। ২ মার্চে ছিল ৫৩৮৫ টাকা। আজ তুলনায় বেড়েছে ৫ টাকা। আজ হলমার্ক সোনা ১০ গ্রামের দাম ৫৪৬০০ টাকা। ২ মার্চে ছিল ১০ গ্রামের দাম ৫৪৬৫০ টাকা।

আজ ২২ ক্যারেট হলমার্ক Gold Price প্রতি গ্রামের দাম ৫৩৮০ টাকা। ২ মার্চে ছিল ৫৩৮৫ টাকা। তুলনায় কমেছে ৫ টাকায়। আজ ১০ গ্রামের দাম ৫৩৮০০ টাকা। ২ মার্চে ছিল ৫৪৬৫০ টাকা। সামনেই যদি কোনো অনুষ্ঠান থেকে থাকে, তাহলে দামের কথা পরিকল্পনা করে গহনা কিনতেই পারেন। কিন্তু সোনা কেনার আগে অবশ্যই মাথায় রাখতে ভুলবেন না এই বিষয়টি।

সোনা কিনতে গেলে অবশ্যই তবে হলমার্ক দেখে সোনা কিনতে ভুলবেন না। এছাড়া সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে সরকারী অ্যাপও ব্যবহার করা যেতে পারে। অ্যাপের নাম ‘বিআইএস কেয়ার অ্যাপ’। প্রয়োজনে এই অ্যাপই জানাবেন সোনা নকল কিনা। এমনকি এই অ্যাপের মাধ্যমে নকল সোনার প্রেক্ষিতে অভিযোগও করা যাবে।

ট্রাক্টর মার্কা ৫ টাকার পুরনো নোট থাকলেই মালামাল, বিক্রয় করলেই লাখ টাকা।

তাই সোনা কিনতে গেলে নিশ্চিন্তে সময় নিয়ে দেখেই কিনুন। ভালো ভাবে পরিক্ষা করে। ঠকে গেলে আপনারই ক্ষতি।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *