অর্থনীতিসোনার দাম

Gold Price Drop – পশ্চিমবঙ্গে টানা 5 দিন সোনার দামে মহা পতন, কবে সবচেয়ে কম থাকবে, জেনে নিন।

সন্তানের বিবাহের জন্য সোনা কিনবেন ভাবছেন? কিংবা আত্মীয়কে উপহার দেবেন? Gold Price Drop করল? কোনো পরিকল্পনা করার আগে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে ভুলবেন না। টানা ৫ দিন ধরে রাজ্যে একধাপে বেশ অনেকটা কমলো সোনার দাম। জমানো টাকা অর্থাৎ যেটাকে আমরা সঞ্চয় বলে থাকি, তা দিয়েই বিবাহযোগ্য সন্তানের বিবাহ সম্পন্ন করে থাকেন অভিভাবক। যেখানে সোনার গহনা কেনার পেছনেই অনেক টাকা খরচ হয়ে যায়। একটানা ৫ দিনের পর আজকে পশ্চিমবঙ্গে সোনার দাম কত হল?

Gold Price Drop – আজকে প্রতি গ্রাম সোনার দাম কত থাকছে?

আজকে অর্থাৎ ৮ মার্চ, ২০২৩ (বুধবার) ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৫৫৬৩ টাকা। ১০ গ্রামের দাম ৫৫৬৩০ টাকা।
২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৫১০০ টাকা। ১০ গ্রামের দাম ৫৫৬৩০ টাকা। গত ৫ দিনের তুলনায় আজকে সোনার গহনা কিনতে গিয়ে বেশি টাকা সঞ্চয় করতে পারবেন সাধারণ মানুষ।
গত ৫ দিনের মধ্যে সোনার দাম কত ছিল?

এক ধাক্কায় দাম পড়ল সোনার, এই সময় কিনে নিন, না হলে পরে আফশোস করবেন।

৩ মার্চ ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ছিল ৫১৭৫ টাকা।
৪ মার্চ- ১ গ্রামের দাম ছিল ৫১৮৫ টাকা।
৫ মার্চ- ১ গ্রামের দাম ছিল ৫১৮৫ টাকা।
৬ মার্চ- ১ গ্রামের দাম ছিল ৫১৮৫ টাকা।
৭ মার্চ- ১ গ্রামের দাম ছিল ৫১৬৫ টাকা। (Gold Price Drop)

৩ মার্চ ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ছিল ৫৬৪৫ টাকা।
৪ মার্চ- ১ গ্রামের দাম ছিল ৫৬৫৫ টাকা।
৫ মার্চ- ১ গ্রামের দাম ছিল ৫৬৫৫ টাকা।
৬ মার্চ- ১ গ্রামের দাম ছিল ৫৬৫৫ টাকা।
৭ মার্চ- ১ গ্রামের দাম ছিল ৫৬৩৫ টাকা।

তবে সোনার গহনা কেনার আগে আর একটি বিষয় মাথায় রাখতে হবে, গহনায় হলমার্ক চিহ্ন আছে কিনা তা অবশ্যই দেখে নিতে ভুলবেন না। কারণ সবসময় কেনার সময় ক্রেতাদের মনে রাখতে হবে, সোনার গহনা কেবলমাত্র সাজার জন্য কেনা হয় তা নয়। জরুরি অবস্থায় এই গহনাই কাজে লাগে। সেই সময় গহনায় থাকা হলমার্ক চিহ্নই গহনার বিশেষত্ব এবং শুদ্ধতার পরিচয় দেবে। (Gold Price Drop)

বর্তমানে সোনা বিক্রির নয়া নিয়ম অনুসারে, সোনার গহনায় ৬ সংখ্যার হলমার্ক কোড থাকতেই হবে। অসাধু ব্যবসায়ীদের কার্যকলাপ বন্ধ করতে এবং সকল ক্রেতাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন মন্ত্রকের তরফে আগামী মাস থেকে হলমার্ক নেই, এমন সোনার গহনা বিক্রি করা নিষিদ্ধ, ঘোষনা করা হয়েছে।

পুরনো এই 20 টাকার নোট ঘরে থাকলে সুবর্ণ সুযোগ, সঠিক জায়গায় বিক্রি করে লাখ টাকা রোজগার করুন।

গত ৩ মার্চ কেন্দ্রীয় মন্ত্ৰী পীযূষ গোয়েলের সভাপতিত্বে ভারতীয় মানরক্ষা পর্ষদের (BIS) একটি বৈঠক হয়েছিল। এরপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের সুবিধার্থেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Gold Price Drop সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *