চাকরি

IPRCL এ একাধিক পদে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনি এই মাসেই লাস্ট ডেট।

IPRCL অর্থাৎ Indian Port Rail & Ropeway Corporation Limited তে কোন পদে নিয়োগ?

IPRCL উচ্চশিক্ষা গ্রহণ সম্পূর্ণ হয়েছে? এবার সরকারি চাকরির সন্ধান করছেন? তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি ইন্ডিয়ান পোর্ট রেল এন্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেডের তরফে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ নারী-পুরুষ নির্বিশেষে আবেদনকারীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। নিয়োগ পদের নাম, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়তে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি।

পশ্চিমবঙ্গে সরস্বতী প্রেসে কর্মী নিয়োগ, মাসিক বেতন 1 লাখ 30 হাজার।

শূন্যপদের নাম-
সিভিল ইঞ্জিনিয়ারিং,
ইলেকট্রিক্যাল,
ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন।
শূন্যপদের সংখ্যা-
সিভিল ইঞ্জিনিয়ারিং- ৮ টি,
ইলেকট্রিক্যাল- ৪ টি,
ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন- ২ টি।

শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকে ৬০ শতাংশ (জেনারেল ক্যাটেগরিভুক্ত)/ ৫৫ শতাংশ (সংরক্ষিত ক্যাটেগরিভুক্ত) নম্বর থাকতে হবে।
পশাপাশি স্নাতক স্তরের পরীক্ষা ২০২১ বা তার পরে পাশ করে থাকলে তবেই এই পদের জন্য আবেদন জানানো যাবে।

বয়সসীমা-
আবেদনকারীর বয়স ২৩ বছরের মধ্যে হতে হবে।
অন্যান্য শর্ত-
১) আগে ১ বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে, সেই সকল প্রার্থীরা এই প্রশিক্ষণে আবেদন জানাতে পারবেন না।
২) যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, তারা এই আবেদন জানাতে পারবেন না।

মাসিক বৃত্তির অঙ্ক-
নিযুক্ত শিক্ষানবিশদের প্রতি মাসে ১০,০০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে।
উল্লেখ্য, দেশের মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, ভুবনেশ্বর-সহ অন্যান্য জায়গায় এই প্রশিক্ষণ হবে।
IPRCL নিয়োগ পদ্ধতি-
শিক্ষাগত যোগ্যতার মার্কশিটের পার্সেন্টেজের ভিত্তিতে শর্টলিস্ট তৈরি করা হবে। জানিয়ে রাখি, এই প্রশিক্ষনে নিয়োগের জন্য কোনোপ্রকার ইন্টারভিউ নেওয়া হবে না। নিয়োজিত ট্রেনিদের ইমেইল বা কুরিয়ারের মাধ্যমে জানানো হবে।

আবেদন পদ্ধতি-
বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম অনুসারে আবেদনপত্র-সহ সকল প্রয়োজনীয় নথিপত্র সংস্থার মুম্বাইয়ের অফিসে পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ- ৩০ মার্চ, ২০২৩. আরো বিশদে জানতে হলে সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি এবং অফিশিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আশা কর্মী নিয়োগ করা হচ্ছে, কারা আবেদন করতে পারবেন দেখুন।

বিজ্ঞপ্তি-
https://www.iprcl.in/uploads/vacancies/1678449953_Notifiction_No__01-2023_dated_10_03_2023_for_engagement_of_Graduate_Apprentice_in_IPRCL.pdf
অফিশিয়াল ওয়েবসাইট-
https://www.iprcl.in/
চাকরি সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *