Post Office Recruitment 2023 – পোস্ট অফিসে মাধ্যমিক পাশে 58 টি শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ এই মাসেই।
সরকারি চাকরির সন্ধান করছেন? তার জন্য পড়াশোনাও চালাচ্ছেন? তাহলে আপনার জন্য দারুন সুযোগ। সম্প্রতি Post Office Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পুরুষ মহিলা নির্বিশেষে পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা এতে আবেদন জানাতে পারবেন। নিয়োগ পদের নাম, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Post Office Recruitment করছে, দ্রুত আবেদন করুন।
নিয়োগ স্থান-
আবেদনকারীদের মধ্যে থেকে নির্বাচিত প্রার্থীদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু সার্কেলের বিভিন্ন শহরে নিয়োগ করা হবে।
নিয়োগ পদের নাম- গ্রুপ-সি লেভেলের
স্টাফ কার ড্রাইভার (Staff Car Driver- Ordinary Grade).
IPRCL এ একাধিক পদে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনি এই মাসেই লাস্ট ডেট।
মোট শূন্যপদের সংখ্যা- ৫৮ টি।
যার মধ্যে UR- ৩৮ টি,
SC- ৭ টি,
OBC- ১০ টি,
EWS- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। সঙ্গে হেভি ও লাইট মোটর ভেইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তাছাড়াও এক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের জন্য ড্রাইভিং অভিজ্ঞতা এবং মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা-
প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে SC, ST ক্যাটাগরীর প্রার্থীরা ৫ বছরের জন্য এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।
বেতন- ১৯,৯০০ টাকা থেকে মাসিক বেতন শুরু হবে। সর্বোচ্চ বেতন ৬৩,২০০ টাকা পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। মোট ১০০ নম্বরের হবে লিখিত পরীক্ষা।
Post Office Recruitment আবেদন পদ্ধতি-
কেবলমাত্র অফলাইনেই করা যাবে আবেদন। প্রথমে ইন্ডিয়ান পোস্টের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। লিংক নিচে দেওয়া হয়েছে।অফিশিয়াল ওয়েবসাইট লিংক-
https://www.indiapost.gov.in/
এরপর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।
বিজ্ঞপ্তির ৪ নম্বর পাতায় আবেদনপত্রটি দেওয়া রয়েছে, যেটি A4 সাদা পেপারে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। নিচে বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিংক দেওয়া হয়েছে। এরপর আবেদনপত্রে আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য ডট পেন দিয়ে লিখতে হবে। সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র। একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। শেষে একটি খামে ঢুকিয়ে মুখবন্ধ করে তা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
The Senior Manager (JAG), Mail Motor Service, No. 37, Greams Road, Chennai – 600006.
Post Office Recruitment এ আবেদন ফি-
কেবলমাত্র UR ক্যাটাগরীর পুরুষদের জন্য আবেদন ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। যেটি চেকের মাধ্যমে জমা দিতে হবে। অন্যান্য প্রার্থীদের জন্য কোনো টাকা লাগবে না।
আবেদনের শেষ তারিখ- ৩১ মার্চ, ২০২৩.
বিজ্ঞপ্তি-
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_28022023_MMS_TN_Eng.pdf
সিআরপিএফে 9 হাজার পদে কর্মী নিয়োগ বেতন 69,000 টাকা, আবেদনের পদ্ধতি দেখুন।
অফিশিয়াল ওয়েবসাইট-
https://www.indiapost.gov.in/
চাকরি সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Nice article