অর্থনীতি

পরিবারে কন্যাসন্তান থাকলেই SBI দেবে 15 লক্ষ টাকা, কিভাবে এই সুবিধা নিতে হবে? Sukanya Samriddhi Yojana.

Sukanya Samriddhi Yojana তে কন্যা সন্তান থাকলে পাওয়া যাবে আরো সুবিধা। বর্তমানে SBI তে দেশের অধিকাংশ মানুষেরই নিজস্ব একাউন্ট রয়েছে। ব্যাংকের তরফে প্রায়শই অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য নয়া সুবিধা চালু করা হয়। দেওয়া হয় লেনদেনের বিষয়ে সতর্কবানীও। এবার পরিবারের কন্যা সন্তান থাকলে তাদেরকেও দেওয়া হবে বিশেষ সুবিধা। Sukanya Samriddhi Yojana তে আবেদনকারীরা পাবেন ১৫ লাখ টাকা। তাছাড়াও আরো অনেক সুবিধা। তার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের নিকটবর্তী শাখায় গিয়ে এই যোজনার অন্তর্গত সুবিধা পেতে একাউন্ট ওপেন করতে হবে। যোজনার নাম কি? কি কি সুবিধা পাওয়া যাবে? বিশদে জানানো হল।

Sukanya Samriddhi Yojana তে কীভাবে পাবেন টাকা।

প্রসঙ্গত, কন্যা সন্তানদের বাঁচাতে, তাদের শিক্ষিত করতে একাধিক প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে (কন্যাশ্রী, সবুজ সাথী, বেটি বাঁচাও বেটি পড়াও ইত্যাদি)। বর্তমানে আবেদনকারীরা সেগুলির মাধ্যমে একাধিক সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে এবার SBIও সেই তালিকায় যুক্ত হল। এই যোজনার মাধ্যমে যে কেবল কন্যাদের উচ্চশিক্ষিত করা সম্ভব হবে, তা নয়। বরং তাদের বিবাহের জন্য ব্যবস্থা করা যাবে। অর্থাৎ পাওয়া যাবে মোটা অঙ্কের টাকা।

বড় জরিমানার মুখে HDFC সহ আরও 2 ব্যাংক, সমস্যায় পরবেন গ্রাহকরাও, একাউন্ট থাকলে করুন এই কাজ।

যোজনার নাম- সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana).
২০১৫ সালে ২২ জানুয়ারি এই যোজনা চালু করা হয়েছিল। কেবলমাত্র মেয়েরাই এই যোজনার সুবিধা পাবেন। এসবিআই এর তরফে ট্যুইটে জানানো হয়েছে, দেশের সমস্ত কন্যাদের জন্য SSY এর সুবিধা প্রদানের কাজ ইতিমধ্যেই শুরু করেছে SBI. তবে সেই সুবিধাগুলি পেতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে। কি কি?

১) কন্যাকে অবশ্যই ভারতীয় হতে হবে।
২) কন্যার বয়স ১০ বছরের ঊর্ধ্বে হওয়া যাবে না।
৩) মেয়ের ‘লিগাল পেরেন্টস’ বা আইনি অভিভাবকরাই এই সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে অভিভাবকদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

Sukanya Samriddhi Yojana এর সুবিধা?
১) বছরে নূন্যতম ২৫০ টাকা বিনিয়োগ করতে হবে। আর সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা জমা করা যাবে।
২) পরিবারের সর্বোচ্চ দুটি কন্যাসন্তানের জন্য এই যোজনার অধীন অ্যাকাউন্ট ওপেন করা যাবে। যদিও এই নিয়মে সম্প্রতি পরিবর্তন আনা হয়েছে, যদি কোনও ব্যক্তির প্রথম সন্তানের মধ্যে একটি কন্যা থাকে ও দ্বিতীয়বার যমজ কন্যার জন্ম হয়, তবে সেই পরিস্থিতিতে সরকার তিন মেয়ের জন্যই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার অনুমতি দেবে।
৩) এই যোজনায় অ্যাকাউন্টে আয়কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে।

সুদের হার– বার্ষিক ৭.৬% হারে মিলবে সুদ।
কোন সময় এই যোজনার সুবিধা বেশি পাওয়া যাবে?
বিশেষজ্ঞদের মতে, কন্যার বয়স ১ বছর হলে, সেই সময় এই অ্যাকাউন্ট ওপেন করলে মেয়াদপূর্তিতে অধিক সুবিধা পাওয়া যাবে।

Sukanya Samriddhi Yojana থেকে কিভাবে পাওয়া যাবে ১৫ লক্ষ টাকা?
অ্যাকাউন্ট ওপেন করার পর প্রাথমিকভাবে ২৫০ টাকা বিনিয়োগ করতে হবে। এরপর বার্ষিক নির্দিষ্ট পরিমান টাকা জমা করলে মেয়াদ শেষে সহজেই পাওয়া যাবে ১৫ লক্ষ টাকা।
আরো সুবিধা হল,

১) ২১ বছরের স্কিমের মেয়াদে ব্যক্তি ১৫ বছর টাকা জমা করার পর বাকি ৬ বছর টাকা জমা না দিলেও পেয়ে যাবেন সুদ।
২) কন্যার ১৫ বছর হলে, তার নামে বিনিয়োগ করা অর্থের ৫০% তোলা যাবে। আর সরাসরি ২১ বছরে স্কিমের মেয়াদপূর্তির পর টাকা তুললে পাওয়া যাবে ১৫ লক্ষ টাকাই।
উল্লেখ্য, কেবলমাত্র SBI ব্যাংকে এই অ্যাকাউন্ট ওপেন করা যাবে তা নয়, দেশের রাষ্ট্রয়ত্ব ব্যাংকগুলি বা post অফুসে এই অ্যাকাউন্ট ওপেন করা যাবে।

সকল পোস্ট অফিস গ্রাহকদের আগামী মাসের আগে এই কাজ করতে হবে, নইলে টাকা তুলতে সমস্যা হতে পারে।

পোস্ট অফিসের এই স্কিম করতে গেলে কিভাবে করা যাবে?
1) কন্যার জন্মের শংসাপত্র,
2) আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র ইত্যাদি নথি জমা করতে হবে
আরো বিশদে জানতে হলে নিকটবর্তী ব্যাংক বা post অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগযোগ করতে পারেন।
Sukanya Samriddhi Yojana সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *