Tata Punch – সামান্য টাকা ডাউন পেমেন্ট করে ঘরে আনুন মজবুত গাড়ি Tata Punch, সাথে এক গুচ্ছ ফিচার্স।
ভালো চাকরি করে মোটা টাকা উপার্জন, নিজস্ব গাড়ি-বাড়ির স্বপ্ন দেখে থাকেন সকলেই। এবার এই স্বপ্ন পূরণ করছে Tata Punch. নামিদামি এই গাড়ি কোম্পানি আগেই অনেক সুনাম পেয়েছে উন্নত মানের গাড়ি তৈরির জন্য। এবার Tata কোম্পানির এই গাড়িটি ভারতীয় বাজারে গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠলো। এই গাড়ি কেনার ক্ষেত্রে পাওয়া যাবে আকর্ষণীয় সুবিধাও। গাড়ির নাম কি? কত টাকা লাগবে কিনতে হলে? কি কি সুবিধা পাওয়া যাবে? চলুন জেনে নেওয়া যাক।
গাড়ির নাম হল Tata Punch. এই গাড়িটির ফিচার্স এবং কেনার ক্ষেত্রেও যে সকল সুবিধা দেওয়া হবে, তা জেনে ইতিমধ্যেই অনেকে হাজির হয়েছেন টাটার শোরুমে।
কি কি ফিচার্স রয়েছে এই গাড়িতে?
কোম্পানির তরফে জানানো হয়েছে, Tata ৪ টি ট্রিম লেভেল জুড়ে ২৬ টি ভেরিয়েন্টে অফার করা হয়েছে (Pure, Adventure, Accomplished এবং Creative)
Tata Punch গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি-
রয়েছে 1199cc পেট্রোল ইঞ্জিন,
মাইক্রো SUV ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের মতো সুবিধা।
মাইলেজ-
গাড়িটি লিটার প্রতি তেলে 20.09 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে।
দামের ক্ষেত্রে কি সুবিধা মিলবে?
Tata Punch Pure মডেলের গাড়িটি কিনতে হলে খরচ পড়বে ৬,৫৮,৭২৮ টাকা।
লোন বা ঋণের মাধ্যমে কিভাবে কেনা যাবে? লোনের মাধ্যমে কিনতে হলে ১ লাখ টাকা ডাউন পেমেন্ট, সঙ্গে ৯% সুদের হারে ৫ বছর মেয়াদে মাসে মাসে EMI হিসেবে দিতে হবে ১১,৫৯৮ টাকা।
যদি Tata Punch, Tata Punch Adventure-এর মডেল 3 কিনতে চান, খরচ করতে হবে ৭,৭০, ৮০৪ টাকা।
দেশের সকল মোবাইল গ্রাহকদের জন্য নতুন নিয়ম, না মানলে বিপদ হলে সরকার দায়ী থাকবে না।
লোনের মাধ্যমে কিভাবে কেনা যাবে?
১ লাখ টাকা ডাউন পেমেন্ট এর পাশাপাশি ৯% সুদে ৫ বছরের মেয়াদে মাসিক ১৩,৯২৫ টাকা EMI হিসেবে দিতে হবে।
তাহলে আর অপেক্ষা কিসের! আপনিও যদি এই গাড়িটি একেবারে টাকা পেমেন্ট করে কিনতে চান, কিংবা EMI এর মাধ্যমে কিনতে চান, পরিকল্পনা করে নিকটবর্তী tata এর শোরুমে চলে যেতে পারেন।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।