Blue Aadhar Card – ভারতে চালু হলো ব্লু আধার কার্ড, কাদের জন্য এই কার্ড, বিশেষ কী সুবিধা পাবেন এতে?
আধার কার্ড বর্তমানে প্রাপ্ত বয়স্ক ব্যক্তির সাথে সাথে শিশুদেরও গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে ধরা হয় তাদের কার্ডের নাম Blue Aadhar Card. বড়দের ব্যাংক একাউন্ট ওপেন থেকে শুরু করে প্যান কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড কিংবা মোবাইল ফোনের সঙ্গে লিংক করাটা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু জানেন কি শিশুদের জন্যও আধার কার্ড করা যাবে, এমন নির্দেশ জারি করা হয়েছে। এই আধার কার্ডের নাম Blue Aadhar Card. নীল রঙের দেখতে হয় এই আধার কার্ড, তাই এর এমন নাম রাখা হয়েছে। কি কি সুবিধা পাওয়া যাবে? আমরা সকলেই জানি আধার কার্ডে ১২ সংখ্যার নম্বর থাকে, যেগুলিকে UID নম্বর বলা হয়।
আর প্রত্যেকের জন্য এই নম্বর ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই নম্বর ভেরিফাই করেই ব্যক্তির পরিচয় জানান যায়। অর্থাৎ ব্যক্তির নিজস্ব তথ্য। শিশুদের ক্ষেত্রেও এই কার্ড তৈরী করা যাবে। ২০১৮ সালে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI শিশুদের জন্য Blue Aadhar Card চালু করেছে। যেটি চাইল্ড আধার কার্ড নামেও পরিচিত।
Blue Aadhar Card এর জন্য বয়সসীমা-
নবজাতক বা ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য এই আধার কার্ডের সুবিধা প্রদান করা হয়ে থাকে।
Blue Aadhar Card এর বিশেষত্ব কি?
আধার কার্ডগুলিতে শিশুর আইরিস এবং আঙুলের ছাপ স্ক্যানের প্রয়োজন পড়ে না। শিশুর আধার কার্ড ভেরিফাই করার জন্য পিতামাতার মধ্যে একজনের আসল আধার কার্ড এবং শিশুদের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে।
কত বছর মেয়াদে আপডেট করতে হয়?
যেহেতু এই কার্ডটি নবজাতক থেকে ৫ বছর বয়সী শিশুর জন্য তৈরি করা হয়েছে। তাই শিশুর ৫ বছর হয়ে গেলে বিবরণ আপডেট করতে হবে। কিন্তু এই আপডেটের জন্য সরকার কোনও ফি নেয় না। আধার কার্ড বৈধ নথি হিসেবে ব্যবহার করতে হলে এই নির্দেশিকা মানতেই হবে অভিভাবকদের।
আধার কার্ডের জন্য কিভাবে আবেদন জানাতে হবে?
চাইল্ড আধার কার্ডের জন্য আবেদন জানানো যাবে না। UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে নিকটবর্তী আধার কেন্দ্র চেক করতে হবে। সঙ্গে নিতে হবে প্রয়োজনীয় নথিপত্র।
Blue Aadhar Card এ আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
১) জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট,
২) পিতামাতার আধার কার্ড,
৩) ঠিকানার প্রমাণপত্র,
৪) স্কুল আইডি (যদি শিশু স্কুলে ভর্তি হয়)।
সকল আধার কার্ড গ্রাহকদের জন্য নতুন নির্দেশ দিলো UIDAI, দেখে নিন বিস্তারিত তথ্য।
উল্লেখ্য, প্রয়োজনীয় নথি হিসেবে আসল নথিগুলিকে সঙ্গে রাখতে হবে। এছাড়া নথির এক কপি করে জেরক্স সঙ্গে রাখতে হবে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।