অর্থনীতিসোনার দাম

Gold Price – বাংলার নতুন বছরে প্রতি গ্রাম সোনার দামে বড়োসড় পতন, দেখে নিন আজকের সোনা রুপোর দাম।

সোনা মানেই শুভ, এমনটাই অনেকে মনে করেন। তাই যে কোনো শুভ অনুষ্ঠানে সোনা কেনা হয়। সোনার দাম (Gold Price) দিন দিন বেড়েই চলেছে তবে নববর্ষে, বিবাহ বা কোনো পুজো পার্বন বা অনুষ্ঠানকে শুভ মনে করেই সোনা কেনা হয়। তাছাড়া সাজসজ্জার জন্যও সোনার অলংকার কেনা হয়। আজ নববর্ষ, বছরের এই দিনে অনেক ক্রেতাই ভিড় করেন সোনার দোকানে। গতকালের তুলনায় আজকে প্রয়ী গ্রামে সোনার দাম অনেকটাই কম। অনেকে আবার রুপোর গহনা কিনে থাকেন। কিন্তু অলংকার কিনতে যাওয়ার আগে এক ঝলকে দেখে নিন আজকে প্রতি গ্রাম সোনা রুপোর দাম কত?

গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, আজ ১৫ এপ্রিল, ২০২৩ কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৫,৫৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৫,৯৫০ টাকা। গতকাল (১৪ এপ্রিল, ২০২৩) প্রতি গ্রামের দাম ছিল ৫,৬৬৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৬,৬৫০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে প্রতি গ্রামে ৭০ টাকা দাম কমেছে। আজকে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৬,১০৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬১,০৪০ টাকা।

গতকাল (১৪ এপ্রিল, ২০২৩) প্রতি গ্রামের দাম ছিল ৬,১৮০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬,১৮০০ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে প্রতি গ্রামে ৭৬ টাকা দাম কমেছে। গুড রিটার্নস ডট ইন এর প্রতিবেদন অনুসারে, আজকে (১৫ এপ্রিল, ২০২৩) কলকাতায় রুপোর প্রতি গ্রামের দাম ৭৮.৫০ পয়সা। ১০ গ্রাম রুপোর দাম ৭৮৫ টাকা। গতকাল (১৪ এপ্রিল, ২০২৩) রুপোর প্রতি গ্রামের দাম ছিল ৭৯.৬০ পয়সা। ১০ গ্রাম রুপোর দাম ছিল ৭৯৬ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজকে প্রতি গ্রামে ১.১০ টাকা দাম বেড়েছে।

আবারও একধাপে অনেকটা কমলো সোনা রুপোর দাম, আজকে প্রতি গ্রামে কত টাকা খরচ করতে হবে?

নববর্ষে Gold Price দেখে নিন।

১৫ এপ্রিল, ২০২৩ দেশের অন্যান্য রাজ্যে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম-
চেন্নাই- ৫৬,৫০০ টাকা।
মুম্বাই- ৫৫,৯৫০ টাকা।
দিল্লি- ৫৬,১০০ টাকা।
কেরালা, হায়দ্রাবাদ এবং পুনে- ৫৫,৯৫০ টাকা।
ব্যাঙ্গালোর, আহমেদবাদ এবং
ভাদোদ্রা- ৫৬,০০০ টাকা।
চন্ডিগড়, জয়পুর এবং লক্ষণউ-
৫৬,১০০ টাকা।

২৪ ক্যারেট ১০ গ্রামের Gold Price –
চেন্নাই- ৬১,৬৪০ টাকা।
মুম্বাই- ৬১,০৪০ টাকা।
দিল্লি- ৬১,১৯০ টাকা।
ব্যাঙ্গালোর, আহমেদবাদ এবং ভাদোদ্রা- ৬১,০৯০ টাকা।
চন্ডিগড়, জয়পুর এবং লক্ষণউ- ৬১,১৯০ টাকা।
কেরালা, হায়দ্রাবাদ এবং পুনে- ৬১,০৪০ টাকা।

এবার বাড়িতে বসেই আধার কার্ড, এদিক ওদিক না ঘুরে জেনে নিন সহজ উপায়।

উল্লেখ্য, রাষ্ট্রীয় কর, আবগারি শুল্ক মেকিং চার্জ এবং অন্যান্য নানা কারণের জন্য সোনার বাজারে প্রতি ক্যারেট সোনার দামে পরিবর্তন লক্ষ্য করা যায়। তবে নববর্ষে প্রতি গ্রাম সোনার দামে পরিবর্তনের ফলে ক্রেতাদের পকেটে টান কিছুটা হলেও কমবে, তা বলার অপেক্ষা রাখে না।
Gold Price সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *