ট্রেন্ডিং

New Holiday List – মোট 60 দিন ছুটি থাকবে রাজ্যের স্কুলগুলি, তালিকা প্রকাশ পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের।

অতিরিক্ত কতদিন স্কুল ছুটি দেওয়া হবে? Holiday List দেখুন।

রাজ্যে অতিরিক্ত ছুটি বা নতুন ছুটির তালিকা (Holiday List) প্রকাশিত হয়েছে কয়েকটি কারনে। বিশেষ করে এপ্রিলের শুরুতেই কাঠফাটা গরম। আবার মে মাসের শুরুতেই আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও, ধীরে ধীরে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে নাজেহাল হচ্ছে রাজ্য বাসী। বাইরে বের হলেই যেন শরীরে লু বইছে। পড়ুয়ারা যাতে গরমে অসুস্থ না হয়ে পড়েন, তার জন্য গত ২ মে থেকে রাজ্যের স্কুল দেওয়া হয়েছে গরমের ছুটি। ছুটির নির্দিষ্ট তালিকার (Holiday List) বাইরে গিয়ে সরকারিভাবে এই ছুটি ঘোষণা করা হয়েছে। এবার আগামী মাসগুলিতে কোন কোন দিন স্কুল ছুটি থাকছে, সেই Holiday List বা তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ। পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে, তালিকায় মোট ৬০ টি ছুটির ঘোষণা করা হয়েছে।

রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়লেও এখনও পর্যন্ত জানানো হয়নি কবে স্কুল খুলছে। কবে স্কুল খুলবে তা রাজ্য শিক্ষা দফতরের তরফে জানিয়ে দেওয়া হবে। তবে আগামী মাসগুলিতে যে যে দিন স্কুল ছুটি থাকবে, তার মধ্যে গরমের জন্য কত দিন ছুটি এবং পুজোর জন্য কতদিন ছুটি থাকবে, সেই সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশিত (Holiday List) হয়েছে। তালিকা অনুসারে ১০ দিন ছুটি থাকবে গরমের জন্য এবং পুজোর জন্য থাকবে ২৬ দিন ছুটি। যদিও রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলির ভৌগলিক বৈশিষ্ট্য অনুসারে এই ছুটির পরিবর্তন করা হতে পারে। এবার ছুটির দিনগুলি একনজরে দেখে নেওয়া যাক।

West Bengal Holiday List 2023:

মে, ২০২৩-
১ মে (সোমবার) – আন্তর্জাতিক শ্রম দিবস,
৫ মে (শুক্রবার )- বুদ্ধ পূর্ণিমা,
৯ মে (মঙ্গলবার )- রবীন্দ্রনাথের জন্মদিন,
১৪ মে (রবিবার) – মাদার্স ডে,

জুন ২০২৩-
১৮ জুন (রবিবার)
২০ জুন (মঙ্গলবার)- রথযাত্রা,
২৯ জুন (বৃহস্পতিবার)- বকরি ইদ,
জুলাই, ২০২৩-
৩ জুলাই (সোমবার)- গুরু পূর্ণিমা,
২৯ জুলাই (শনিবার)- মহরম,

আগস্ট ২০২৩
৬ আগস্ট (রবিবার)-
১৫ আগস্ট (মঙ্গলবার)- স্বাধীনতা দিবস,
২০ আগস্ট (রবিবার)- গণেশ চতুর্থী,
২৯ আগস্ট (মঙ্গলবার)- ওনাম,
৩০ আগস্ট (বুধবার)- রাখি বন্ধন (রক্ষাবন্ধন)

ATM এর পিন নম্বর ভুলে গেছেন? টাকা তুলবেন কিকরে? এই মুহূর্তে কি করণীয়?

সেপ্টেম্বর, ২০২৩-
৬ সেপ্টেম্বর (বুধবার)- জন্মাষ্টমী,
৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) – জন্মাষ্টমী,
২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)- ইদ,
অক্টোবর, ২০২৩-
২ অক্টোবর (সোমবার)- গান্ধী জয়ন্তী,
১৫ অক্টোবর (রবিবার)- নবরাত্রির প্ৰথম দিন,
২০ অক্টোবর (শুক্রবার)- দুর্গাপূজার প্ৰথম দিন,

২১ অক্টোবর (শনিবার)- মহাসপ্তমী,
২২ অক্টোবর (রবিবার)- মহাঅষ্টমী,
২৩ অক্টোবর (সোমবার) মহানবমী,
২৪ অক্টোবর (মঙ্গলবার)- দশমী,
২৮ অক্টোবর (শনিবার)- মহর্ষি বাল্মীকি জয়ন্তী,
৩১ অক্টোবর (মঙ্গলবার)

মাধ্যমিকের ফলাফল প্রকাশের নিয়মে বড়োসড় পরিবর্তন, বিস্তারিত জানুন।

নভেম্বর, ২০২৩-
১ নভেম্বর (বুধবার)- লক্ষ্মী পুজা
১২ নভেম্বর (রবিবার)- চতুর্দশী,
১২ নভেম্বর (রবিবার)- দীপাবলি,
১৩ নভেম্বর (সোমবার)- গোবর্ধন পূজা,
১৫ নভেম্বর (বুধবার)- ভাইফোঁটা,
১৯ নভেম্বর (রবিবার)- ছট পূজা,
২৭ নভেম্বর সোমবার গুরু নানক জয়ন্তী

ডিসেম্বর, ২০২৩-
২৫ ডিসেম্বর ( সোমবার)- বড়দিন,
৩১ ডিসেম্বর (রবিবার)- নিউ ইয়ারের আগের দিন।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Related Articles

One Comment

  1. I want to visit GC, AC, Zion, Bryce, Monument Valley ftom LV during 1st week of Nov 2023.

    I want some discount on the tours

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *