চাকরির প্রস্তুতি

Job Recruitment – চাকরিপ্রার্থীদের জন্য সুখবর সার্ভে অফ ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে প্রচুর নিয়োগ।

Survey of India তে Job Recruitment. বর্তমানে যা চাকরির বাজার এখানে মানুষ চাকরির জন্য হাঁপিত্বেষ করছে। একটা কোন চাকরির খোঁজ হলে সেখানে নিয়োগ যদি একজন কিংবা দুজনের হয় সেখানে আবেদন করে প্রায় শখানেক মানুষ। আর যদি হয় সরকারি চাকরি তবে সেই চাকরিতে নিয়োগ যদি হাজার পদে হয় তাতে আবেদন করেন ১০ গুন বেশি মানুষ। তাই আপনাদেরকে জানিয়ে রাখি এবার সার্ভে অফ ইন্ডিয়া তরফে প্রচুর কর্মী নিয়োগ চলছে। এই চাকরি সবথেকে লাভজনক বিষয় হলো মাধ্যমিক পাস হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

Survey of India Job Recruitment.

এবার জেনে নিন Job Recruitment এ সম্পূর্ণ আবেদন পদ্ধতি প্রয়োজনীয় নথি ইত্যাদি। আপনি এই রাজ্যের যে কোন জেলার বাসিন্দা হলেই যে কোন প্রান্ত থেকে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীর কত বয়স হতে হবে?
এই চাকরিতে (Job Recruitment) আবেদনের জন্য আবেদন প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ হতে হবে এবং সর্বোচ্চ প্রার্থীর বয়স ২৭ হতে হবে তবেই আপনি আবেদন জানাতে পারবেন। আপনি যদি এসসিএসটি হন তবে সেই ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন এবং ওবিসি হলে সেটি তিন বছরের ছাড় পাবেন।

কোন পদে নিয়োগ হবে?
চাকরিতে (Job Recruitment) আবেদনের আগে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় জানার সেটি হল কোন পদে আপনি আবেদন করছেন। অর্থাৎ তাদের পক্ষ থেকে কোন পদ শূন্য রয়েছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি এটি মোটর ড্রাইভার কার মেকানিক পদ।
মাসিক বেতন কত?
এই চাকরিতে আপনি কম করে ১৯ হাজার থেকে ৬৩,২০০ টাকা বেতন পাবেন।

36000 শিক্ষকের চাকরি বাতিল, কোন শর্তে চাকরি বাঁচতে পারে?

Job Recruitment এ কী কী নথিপত্র প্রয়োজন?
১. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট বা নথি প্রয়োজন। অর্থাৎ মাধ্যমিক পাস হলে মাধ্যমিক সার্টিফিকেট এবং রেজাল্ট H.S পাস হলে সেটির রেজাল্ট এবং সার্টিফিকেট বা গ্রাজুয়েশন পাশ হলে সেটির ডকুমেন্ট এছাড়াও আপনি অন্যান্য কোর্স করে থাকলে সেটি ডকুমেন্ট অবশ্যই জমা দেবেন।
২. বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট
৩. আপনার নিজের একটি পাসপোর্ট সাইজ ছবি এবং সই বা সাক্ষর
৪. এর আগে আপনি অন্য কোথাও কাজ করে থাকলে সেখানকার ওয়ার্ক এক্সপেরিয়েন্সের সার্টিফিকেট

কিভাবে আবেদন জানাবেন?
1. এই আবেদন আপনি অনলাইনে জানাতে পারবেন না। আপনাকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে।
2. এরপর আপনার যাবতীয় নথি ডকুমেন্টস যেগুলি আগে বলা হলো সেগুলিকে একটি খামে ভরতে হবে
3. এরপর আপনার ডাউনলোড করা ফর্মটিকে একটি প্রিন্ট আউট কপি বার করে নেবেন এবং সেটি ফিলাপ করে ওই একই খামে ভরে জমা দেবেন

ভারতীয় সেনায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, নুন্যতম মাধ্যমিক পাশে সরকারি চাকরির সুযোগ।

4. ফর্মে সিগনেচার করবেন এবং নিজের ছবি অবশ্যই লাগাবেন
5. এরপর সমস্ত ডকুমেন্ট একসাথে করে ওই খামে ভরে স্ট্যাম্প লাগিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন।
আবেদনের শেষ দিন কবে?
এই চাকরিতে আপনি শেষ আবেদন করতে পারবেন এই মাসে শেষ পর্যন্ত অর্থাৎ ৩১-৫- ২০২৩।
যদি আপনি আবেদন করতে চান তবে দ্রুত আবেদন করে ফেলুন আর এই ধরনের খবর পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *