অর্থনীতি

Fixed Deposit – আগামী মাস থেকে ব্যাংকের নিয়ম বদল, সেভিংস ও FD একাউন্টের টাকা তুলতে হলে মানতে হবে এই নিয়ম।

বর্তমানে সাধারণ মানুষের ভবিষ্যত সুরক্ষিত করতে সরকারের তরফে একাধিক স্কিম চালু করা হয়েছে। সঞ্চয়ের পথ হিসেবে বেশিরভাগ মানুষই সেভিংস কিংবা (Fixed Deposit) ফিক্সড ডিপোজিট করতেই পছন্দ করেন। এই ধরণের স্কিমগুলির অধীন ব্যাংক একাউন্ট থাকলে, মানতে হবে বেশ কয়েকটি নিয়ম। তাহলে মেয়াদ পূর্তির ওর টাকা তুলতে কোনো রকম সমস্যায় পড়তে হবে না। সম্প্রতি এই নিয়ে একটি প্রচার অভিযান বা ক্যাম্পেইন চালু করতে চলেছে দেশের শীর্ষতম ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কোন রকম সমস্যায় পড়ার আগে অবশ্যই দেখে নিন।

Fixed Deposit Scheme.

প্রসঙ্গত, কোনো সেভিংস একাউন্ট বা Fixed Deposit একাউন্ট ১০ বছরের বেশি সময় ধরে ব্যবহার না করলে, ব্যাংক ওই একাউন্টটিকে একটি নিষ্ক্রিয় আমানত হিসাবে বিবেচনা করে থাকে। ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস বা (DEA) তহবিলে সেই একাউন্টের টাকাগুলি জমা করা হয়। যেটি RBI এর দ্বারা পরিচালনা করা হয়। তাই সংবাদ মাধ্যম সূত্রে খবর, RBI ‘১০০ দিন ১০০ পে’ ক্যাম্পেইন শুরু করতে চলেছে।

এই প্রচার অভিযানের মাধ্যমে RBI এর পক্ষ থেকে ব্যাংকগুলিকে ১০০ দিনের মধ্যে যত শীঘ্রই সম্ভব, দেশের প্রতিটি জেলায় প্রতিটি ব্যাংকে ১০০টি দাবিহীন অ্যাকাউন্ট চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, সেই সকল একাউন্টের টাকা তাদের সঠিক অমানতকারীর কাছে ফেরত দিতে হবে। আগামী ১ জুন, ২০২৩ তারিখ থেকে এই ক্যাম্পেইনটি শুরু হচ্ছে। তাই এখন আর এই একাউন্টের টাকা তুলতে সমস্যায় পড়তে হবে না। তবে তার আগে মানতে হবে কয়েকটি পদক্ষেপ। তাহলেই টাকা তোলার অনুমতি পাওয়া যাবে।

আবারও নোটবন্দি! বাজারে 2000 টাকার নোট বন্ধের সিদ্ধান্ত নিলো RBI, নোট কীভাবে বদলাবেন?

১) ব্যক্তির একাউন্টে একজন মনোনীত ব্যক্তির নাম (নমিনি) রাখতে হবে।
২) পরিবারের সকল সদস্যদের ব্যাংক বা শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হলে, তা জানাতে হবে।
৩) যে কোনো একাউন্টে অবশ্যই KYC (নো ইওর কাস্টমার) আপডেট করতে ভুললে চলবে না।
৪) Fixed Deposit একাউন্ট থাকলে স্লিপ সুরক্ষিত রাখতে হবে। যাতে করে একাউন্টের মেয়াদপূর্তির তারিখ ভুলে গেলে জেনে নিতে পারেন।
৫) কোনও অ্যাকাউন্ট ব্যবহার না করলে শীঘ্র তা বন্ধ করতে ভুলবেন না।

টাকা পাবেন কিনা জানার উপায়-
এরপর RBI এর নিয়ম অনুসারে,
১) ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। একাউন্টের প্রয়োজনীয় তথ্য (IFSC কোড ইত্যাদি) দিতে হবে।
২) এরপর ব্যাংকে যেতে হবে। নির্দিষ্ট ফর্ম সঠিকভাবে পূরণ করার পর KYC আপডেট করতে হবে। তাহলেই ব্যাংক একাউন্টে জমা করা টাকার স্থিতি জানতে পারবেন এবং হাতে পাবেন টাকাও।

অ্যাকাউণ্টে মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম পরিবর্তন করলো RBI. কবে থেকে নতুন নিয়ম কার্যকর? দেখুন।

উল্লেখ্য, নমিনি টাকা তুলতে গেলে কী করতে হবে?
নমিনির পরিচয়পত্র,
নমিনি সার্টিফিকেট,
আমানতকারী ব্যক্তির মৃত্যু শংসাপত্র ইত্যাদি জমা করতে হবে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *