সোনার দাম

Gold Price Drop – শহরে দাম কমলো সোনার, কত করে হল সোনার দাম, দেখে নিন এক ঝলকে।

2 তারিখের থেকে দাম পড়ল সোনার (Gold Price Drop)। সামনে কোন অনুষ্ঠান থাকলে এখনি কিনে নিতে পারেন সোনার জিনিস। বিয়েতে উপহার দেওয়া, অনুষ্ঠানে উপহার দেওয়া হোক বা নিজের সৌন্দর্য বাড়ানো, সবেতেই প্রথম স্থানে আসে সোনার গহনা। অতিমারীর আবহে দেশে যখন আর্থিক অবস্থা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে, সেই সময় সোনার গহনা কেনার কথা সাধারণ মানুষ চিন্তাই করেনি। কারণ একটাই অর্থের সমস্যা। অতিমারীর আবহ ধীরে ধীরে কেটে গেলেও, পূর্বের অবস্থায় ফিরতে সাধারণ মানুষের কিছুটা সময় লাগবেই।

Gold Price Drop

কিন্তু তার জন্য তো সন্তানের বিবাহ থেমে থাকবে না। তাই অগত্যা সোনার গহনা কিনতেই হবে। না না, ভুলেও এই নিয়ে দুশ্চিন্তা করবেন না। কারণ শহরে আবারও কমলো সোনার দাম। ধনতেরাস কিংবা পুজো, সোনার গহনা নিতেই হবে, এমন মানসিকতা হয়তো নেই অনেক মানুষের। কারণ প্রবাদেই আছে অর্থ বুঝে বর্ত। কিন্তু বিয়েতে তো লাগবেই সোনার গহনা। তাহলে এবার কিনেই ফেলুন গহনা।

কলকাতায় আবারও এক ধাক্কায় বেশ অনেকটা কমলো সোনার দাম (Gold price). ২রা জুলাই এর থেকে অনেকটাই দাম কমেছে সোনার। ২২ ক্যারেটের দাম ছিল ৫৬ হাজার এবং ২৪ ক্যারেটের দাম ছিল ৬১,১০০ টাকা। তবে আজ ২২ ক্যারাট সোনার পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও কমলো (Gold Price Drop).

সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম, কলকাতায় প্রতি গ্রাম সোনা ও রুপোতে কত খরচ করতে হবে?

কত দাম পড়লো প্রতি গ্রামে (Gold Price Drop)?
কলকাতায় ২২ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম ৫,৫৩০ টাকা। অর্থাৎ ৭০ টাকা দাম কমেছে।
১০ গ্রাম সোনার দাম ৫৫৩০০ টাকা। ৭০০ টাকা কমেছে৷
১০০ গ্রামের দাম ৫ লক্ষ ৫৩,০০০ টাকা৷ অর্থাৎ ৭,০০০ টাকা কমেছে।

এছাড়া ২৪ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম ৬,০৩৩ টাকা। ৬৭ টাকা কমেছে।
৮ গ্রামের দাম ৪৮,২৬৪ টাকা। অর্থাৎ ৬৭০ টাকা কমেছে।
১০ গ্রামের দাম ৬০,৩৩০ টাকা। কমেছে ৭৭০ টাকা।
১০০ গ্রামের দাম ৬০,৩৩০০ টাকা। কমেছে ৭৭০০ টাকা।

অল্প টাকা অল্প সময়ের জন্য রাখুন এই সরকারি স্কীমে, সবচেয়ে বেশি সুদ পাবেন গ্যারান্টি।

যদিও উল্লেখিত দামের সঙ্গে জিএসটি, টিসিএস বা অন্যান্য শুল্ক মূল্য ধরা হয়নি এবং সম্পূর্ণ তালিকা তৈরি করা হয়েছে ২ রা জুলাই এবং আজ অর্থাৎ ৫ ই জুলাই এর পার্থক্য অনুযায়ী।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *