অর্থনীতি

Fixed Deposit – FD তে বাড়লো সুদের হার, কোন ব্যাংক গ্রাহকেরা পাবেন এই সুবিধা?

সঞ্চয় খাতে টাকা জমানোর পরিকল্পনা করছেন? তাহলে বড়োসড়ো সুখবর অপেক্ষা করছে আপনার জন্য। Fixed Deposit এ বাড়লো সুদের হার। সুদের হার বাড়ানো মানেই করা যাবে আরো বেশি সঞ্চয়। তবে ব্যাংকের গ্রাহকেরা পাবেন এই সুবিধা? সম্প্রতি SBI এবং PNB থেকে শুরু করে DCB ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে বাড়ানো হয়েছিল সুদের হার। তবে এবার এই সুবিধা পাবেন আরবিএল ব্যাংক হোল্ডাররাও। আরবিএল ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, Fixed Deposit এর নতুন রেটগুলি চলতি মাস অর্থাৎ ১ জুন ২০২৩ তারিখ থেকে কার্যকর করা হয়েছে।

RBL Fixed Deposit rates.

এবার দেখে নেওয়া যাক, RBL ব্যাংক গ্রাহকেরা FD তে কত মেয়াদে কেমন হারে সুদ পাবেন?
১) ৭ দিন থেকে ১৪ দিনের ফিক্সড ডিপোজিটের মেয়াদে পাবেন ৩.৫০% সুদের হার।
২) ১৫ দিন থেকে ৪৫ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ৪% সুদের হার।
৩) ৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদের Fixed Deposit তে পাওয়া যাবে ৪.৫০% সুদের হার।

সপ্তাহের শুরুতেই কমলো সোনার দাম, কলকাতায় প্রতি গ্রাম সোনা ও রুপোতে কত খরচ করতে হবে?

৪) ৯১ দিন থেকে ১৮০ দিনের মেয়াদে FD তে পাওয়া যাবে ৪.৭৫% সুদের হার।
৫) ১৮১ দিন থেকে ২৪০ দিনের মেয়াদে FD তে পাওয়া যাবে ৫.৫০% সুদের হার।
৬) ২৪১ দিন থেকে ৩৬৪ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপর মিলবে ৬.০৫% সুদের হার।
৭) ৩৬৫ দিন থেকে ৪৫২ দিনের Fixed Deposit তে মিলবে ৭% সুদের হার।

৮) ৪৫৩ দিন থেকে ২৪ মাস বা ২ বছরের ফিক্সড ডিপোজিটের উপর ৭.৮০% সুদের হার।
৯) ২৪ মাস থেকে ৩৬ মাসের ফিক্সড ডিপোজিটের মেয়াদে ৭.৫০% সুদের হার।
১০) ৩৬ মাস থেকে ৬০ মাসের ফিক্সড ডিপোজিটের উপর ৭.১০% সুদের হার।
১১) ৬০ মাস ২ দিন থেকে ২৪০ মাসের ফিক্সড ডিপোজিটে ৭% সুদের হার দেওয়া হবে।

2000 টাকার নোট বাতিল, কোথায় ও কিভাবে জমা দেবেন, RBI এর নির্দেশ।

১২) ৬০ মাসের ফিক্সড ডিপোজিটের উপর ৭.১০% সুদের হার দেওয়া হবে।
আরো বড় সুবিধা হল আরবিএল ব্যাংক ফিক্সড ডিপোজিটের উপর সিনিয়র সিটিজেনদের অতিরিক্ত ০.৫০% ও সুপার সিনিয়র সিটিজেনদের অতিরিক্ত ০.৭৫% সুদ প্রদান করবে।
বিনিয়োগ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *