সোনার দাম

Gold Price – আরও কমলো সোনার দাম, টাকা থাকলে কিনে রাখুন, এক ক্লিকেই জেনে নিন আজকের দাম।

বিয়ে থেকে শুরু করে নিতান্তই শখ মেটানোর জন্য এই হলুদ ধাতুর প্রতি আকর্ষণ চিরকালীন। কারন Gold Price যেমন বাড়তে থাকে, তেমনি এই ধাতুর রং ও বাহার সকলকে আকৃষ্ট করে। তবে বর্তমান সময়ে শুধু শখ বা বিয়ে বাড়িতে দিতে হয় বলে নয়, খুবই গুরুত্বপূর্ণ বিনিয়োগের মাধ্যম এই সোনা (Gold Investment) তাই প্রায় প্রতিদিনই সোনা রুপোর বাজারদর কি চলছে, সেটা এক ক্লিকেই জেনে নিতে পারেন।

Silver price Gold Price drop today in Kolkata

স্বর্ন শিল্প বাঁচাও কমিটির (SSBC) পক্ষ থেকে প্রতিদিনের সোনা, রুপোর বাজার দর জানানো হচ্ছে।
সোনা রুপো ক্রয় করার জন্য দোকানে যাওয়ার আগে এক ক্লিকেই সেই দিনের সোনা রুপোর বাজারদর (Gold Price Silver Price) জেনে নিন।

কলকাতায় গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রাম ৫৯১৯ টাকা।
২২ ক্যারেট সোনার দাম প্রতি এক গ্রামের জন্য ৫ হাজার ৭১৮ টাকা।
যদি ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে যান তাহলে প্রতি এক গ্রামের জন্য দাম পাবেন 5386 টাকা।
১৮ ক্যারেটের সোনার দাম প্রতি 1 গ্রাম 4711 টাকা।

Gold Price Forecast (সোনার দাম নিয়ে তথ্য)

এছাড়াও রুপোর গয়না কেনার আগে গতকালের দাম জেনে নিন।
প্রতি এক কেজি রুপোর (৯৯৯) এদিন কলকাতায় দাম ছিল ৭২ হাজার ২৩৯ টাকা।
কলকাতায় গতকাল ও আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম 5 হাজার 943 টাকা।
২২ ক্যারেট সোনা প্রতি এক গ্রামের দাম 5 হাজার 741 টাকা।

আরও পড়ুন, রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা করল রাজ‍্য সরকার,

আবার যদি ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে যান তাহলে প্রতি এক গ্রামের জন্য দাম পাবেন 5408 টাকা।
সব থেকে খাঁটি সোনা (Indicated Hallmark Gold Jewellery) সবসময় ২৪ ক্যারেটের হয়। তার মানে ওই সোনায় অন্য কোনো ধাতু মেশানো থাকে না।

আরও পড়ুন, আপনার পুরনো ফোন আছে? থাকলে নতুন ফোন পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে।

সোনা এবং রুপো কেনার সময় উল্লেখ করা দামের সঙ্গে ৩ শতাংশ জিএসটি (GST) যুক্ত করা হয়। এই দামগুলিতে জিএসটি যুক্ত করা নেই ।
আজ কলকাতায় রুপোর দাম প্রতি এক কেজি রুপোর (৯৯৯) ৭২ হাজার ৪৪২ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *